লিপস্টিক ছাড়া মেকআপ অসম্পূর্ণ। সে হালকা সাজ হোক কিংবা ভারী। কিন্তু সারাক্ষণ ঠোঁটে লিপস্টিক মেইনটেইন করাও বেশ টাফ।
ভাবছেন এর কি কোনো সমাধান নেই? অবশ্যই আছে। রইলো কিছু টিপস, যাতে লিপস্টিকটা সারাক্ষণ সাথে নিয়ে ঘুরতে না হয়।
লিপস্টিক উঠে যাবার প্রধান কারণ হলো শুষ্ক ঠোঁট। ঠোঁট শুকিয়ে ফেটে গেলে লিপস্টিক বসে না ঠিকমতন।
তার ফলে কিছুক্ষণের মধ্যেই উঠে যায়। লিপস্টিক ঠিকভাবে ঠোঁটে বসার জন্য, আগে ঠোঁটকে মসৃণ করতে হয়।
তবেই লিপস্টিক ভালোভাবে বসার জায়গাটা পাবে।
তাই রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে, ভালো করে টোনার দিয়ে ঠোঁট পরিষ্কার করে নিন এবং লিপবাম লাগান।
তাহলে দেখবেন সারাদিন ঠোঁট আদ্র এবং নরম থাকছে। এক্ষেত্রে একটু ভালো মানের লিপবাম ব্যবহার করুন।
এসব যদি না থাকে, সেক্ষেত্রে টোনারের পরিবর্তে গোলাপ জল এবং লিপবামের পরিবর্তে বিশুদ্ধ নারকেল তেল ব্যবহার করতে পারেন।
ঠোঁট সবসময় পরিস্কার এবং আদ্র রাখুন। পরিস্কার ঠোঁটে লিপস্টিক লাগান। ব্যবহার করুন লিপ প্রাইমার।
মুখে মেকআপের আগে যেমন ফেস প্রাইমার বা কন্সিলার লাগানো হয়, তেমনই লিপ প্রাইমার লিপস্টিকের জন্য ঠোঁটকে রেডি করে।
এর ফলে লিপস্টিক ঠোঁটে দীর্ঘস্থায়ী হয়। আর একান্তই প্রাইমার না থাকলে, লিপ লাইনার ব্যবহার করুন।
লাইনার দিয়ে আউটলাইন করে নিন। ঠোঁটের ঠিক মাঝের অংশ থেকে বাইরের দিকে লাইন টানুন।
আর তারপর পুরো ঠোঁটটা লিপ লাইনার দিয়ে ভরিয়ে দিন। তার ওপর লিপস্টিক দিন।
ব্যাস, হয়ে গেলো সহজ উপায়ে লিপস্টিকের ব্যবহার। ঠোঁটকে মাঝে মাঝে এক্সফোলিয়েট করুন।
জাস্ট নরম দাঁতের ব্রাশ দিয়ে ঠোঁট আস্তে আস্তে ঘষুন। এতে ঠোঁটের ওপরে থাকা মৃত কোষ উঠে যাবে।
লিপস্টিকও অনেকক্ষণ থাকবে। একটু ভালো ব্র্যান্ডের লিপস্টিক কিনুন, যেগুলোর স্থায়িত্ব এমনিতেই বেশি।