বিয়ের সাজগোজের কিছু না কিছু নতুন করার চেষ্টা করেন মেকআপ আর্টিস্টরা।
প্রশ্ন একটাই, নতুন কী থাকছে? আসুন দেখে নেওয়া যাক।
ন্যুড মিনিমাল মেকআপ
যদি শীত খুব একটা বেশি না থেক তবে খুব ভারী চড়া মেকআপ এক্কেবারে আউট।
তার বদলে করতে পারেন ন্যুড, হালকা, মিনিমাল মেকআপ।
খুব হালকা কভারেজ, বাড়তি শাইন, গ্লস বা বাড়াবাড়ি রঙের প্রবেশ একদম নিষেধ!
স্মোকি চোখের মায়া
গরম হোক বা শীত, যে মেকআপ ট্রেন্ডটি সারাবছর স্বমহিমায় বিরাজ করে সেটি হলো স্মোকি চোখ!
শুধু উপরের পাতায় নয়, এ বছরে চোখের নিচের পাতাতেও ছড়িয়ে দিন ধোঁয়া ধোঁয়া কুয়াশার জাদু!
বাকি মেকআপ রাখুন একেবারে হালকা। চোখ কথা বলবে আপনার!
ম্যাট কিন্তু ম্যাটমেটে নয়
লিপস্টিকের কথা বলছি! যদি চোখের মেকআপে বাড়াবাড়ি কিছু না করেন, তা হলে ঠোঁটের সাজ একটু গাঢ় হলেও দিব্যি দেখাবে!
তবে গ্লসি নয়, বেছে নিন ম্যাট শেড। লাল, বার্গান্ডি, গোলাপি শেডে হয়ে উঠুন রঙিন আর ঝলমলে!
গ্লসের গ্ল্যামার
বিয়ের দিন একেবারে সাজবেন না, তাও কি হয়?
ফাউন্ডেশন বা হাইলাইটারে বেশি জোর না দিয়ে বরং বেছে নিন শিমার দেওয়া চকচকে আইশ্যাডো।
চোখের শ্যাডোর সঙ্গে ম্যাচ করিয়ে নিন ঠোঁটের রং! ব্যস, বিয়ের সাজ জমে যাবে!