আসছি আসছি করতে করতে এতদিনে পুরোদমে গরম পড়ে গেছে, গরম আর আর্দ্রতা মিলিয়ে ঘাম হচ্ছে প্রচুর, আর সবচেয়ে বেশি ঘামছে চুল!
স্ক্যাল্পে ঘাম বসে মাথার তালুতে বিশ্রী চুলকোচ্ছে, চুল উঠেও যাচ্ছে দেদার!
সত্যি বলতে গরমের দিনে মাথার তালু ঘামা একটা বাজে সমস্যা!
দেখে নিন কীভাবে রেহাই পাবেন এই সমস্যা থেকে এবং চুলকে রাখবেন ফ্রেশ।
ভেজা চুল বাঁধবেন না
চুল ভেজা অবস্থায় বেঁধে রাখলে চুলের ক্ষতি তো হয়ই, চুলের গোড়ায় ঘামও জমতে থাকে।
এরপর ভালো করে শুকিয়ে তবে আলগা করে বেঁধে রাখবেন।
খুব টাইট করে বাঁধলে গোড়ায় চাপ পড়ে চুল দুর্বল হয়ে যাবে।
নিম অয়েলের কেরামতি
শ্যাম্পু করার আগে নিম তেল মাখার দিয়ে নিন।
নিম অয়েলে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ রয়েছে যা স্ক্যাল্প ফ্রেশ রাখে, দূর করে চুলকানি, চুলের গোড়া শক্ত করে।
চুলকে ঢেকে রাখুন
গরমকাল মানেই কড়া রোদ। আর বাড়িতে বসে থাকলে তো আপনার দিন চলবে না, রাস্তায় তাই বেরোতেই হবে।
সূর্যের আলোয় কিন্তু বিভিন্ন ক্ষতিকারক রশ্মি থাকে, যা আপনার চুলকে এফেক্ট করতে পারে।
ফলে চুল ড্যামেজ হয় তো বটেই, সেইসাথে কিন্তু রাফ আর নিষ্প্রাণও হয়ে যেতে পারে।
তাই রাস্তায় বেরোলেই এবার থেকে চুলকে ঢেকে রাখার বন্দোবস্ত করুন।
স্কার্ফ ব্যবহার করতে পারেন।
নয়তো ছাতা কিন্তু মাস্ট।
থেরাপিউটিক হেয়ার অয়েল
শুধু চুলের বাইরে আর্দ্রতা থাকলে হবে না।
চুলের গভীরেও আর্দ্রতা ধরে রাখা জরুরি।
সে জন্য কন্ডিশনিংয়ের পাশাপাশি থেরাপিউটিক হেয়ার অয়েল ব্যবহার করা যেতে পারে।
নারকেল, অলিভ আর অ্যালমন্ড অয়েল চুলের বৃদ্ধি বজায় রাখে।
সাত থেকে চৌদ্দ দিন পরপর চুলে এই তেলগুলো ব্যবহার করলে ভালো।