রসুনে এমন অনেক গুণাগুণ রয়েছে যা চুলের জন্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে সক্ষম।
চুল পড়া রোধের কার্যকরী উপায় হিসেবে রসুন ব্যাপকভাবে পরিচিত।
এটি চুল পড়া বন্ধ করার সাথে সাথে নতুন চুল ওঠাকে ত্বরান্বিত করে।
তবে রসুনের রস লাগানোর ক্ষেত্রে সাবধান হন।
আপনার মাথার ত্বকে যদি কোনো ক্ষত থাকে তবে রসুনের রস ব্যবহার না করাই ভালো।
তৈলাক্ত চুলে বাড়তি তেল দেবার প্রয়োজন নেই।
অধিক সময় ধরে রসুনের রস লাগিয়ে রাখবেন না।
চলুন দেখে নিই ৩টি রসুনের হেয়ার প্যাক।
হেয়ার প্যাক ১
রসুনের রস একটি বাটিতে সংগ্রহ করুন।
এটি আপনার দৈনন্দিন ব্যবহারের তেলের সাথে মিশিয়ে নিন।
এয়ার টাইট বোতলে সংরক্ষণ করুন। এতে রসুনের গুণাগুণ অক্ষুন্ন থাকবে।
হেয়ার প্যাক ২
আগে রসুনের রস একটি পাত্রে সংগ্রহ করুন।
ব্যবহারের আগে গোলাপজলে চুল ভালোভাবে ভিজিয়ে নিন।
কারণ গোলাপজল চুলের আর্দ্রতা ধরে রাখে।
এরপর মাথার ত্বক ও চুলে রসুনের রসটুকু মালিশ করুন ভালো করে।
যাদের চুল শুষ্ক তাঁদের জন্য এই প্যাকটি কাজে দেবে।
হেয়ার প্যাক ৩
রসুনের বড় আকারের ৮/১০ টি কোয়া পেস্ট করুন আর এর সাথে ৩-৪ চামচ লেবুর রস মিশিয়ে নিন।
এবার পেস্টটি মাথায় লাগিয়ে ৩০মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
যাদের মাথায় উকুন আছে তারা এই টনিকটি ব্যবহার করলে উপকার পাবেন।
রসুনের গন্ধ উকুন সহ্য করতে পারে না।