Search
Close this search box.

আমলকীর ৩ টি হেয়ার প্যাক

চুলের পুষ্টির জন্য আর বাইরের কিছু নয়,ঘরে বসেই সুন্দরভাবে চুলকে হেলদি আর স্টাইলিশ করে তুলুন।

আর এই চলার পথে আমলকীর হাত ধরুন নিশ্চিন্তে।

আমলকী দিয়ে নিজেই বানিয়ে নিন হেয়ার প্যাক যা চুলের জন্য সেফ।

১. আমলকী,বহেরা ও হরিতকির প্যাক

শুকনো আমলকীর গুঁড়ো ১ চা-চামচ, হরিতকির গুঁড়ো ১ চা-চামচ এবং বহেরা গুঁড়ো ১ চা-চামচ ভালোভাবে পিষে নিন।

একটি ডিমের সাদা অংশ আলাদা করে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন।

এর মধ্যে বাকি উপকরণগুলো ঢেলে মেশাতে থাকুন যতক্ষণ না পুরোপুরি মিশে না যায়।

চুলে আলতো করে কিছুক্ষণ নারিকেল তেল ম্যাসাজ করে নিন।

এবার একটি ব্রাশ দিযে প্যাকটি সম্পূর্ণ মাথায় লাগান।

প্যাকটি শুকিয়ে গেলে চুল শ্যাম্পু করে ফেলুন।

প্যাকটি নিয়মিত ব্যবহারে চুলের গোড়ায় পুষ্টি যোগায়। ফলে চুল হয়ে ওঠে মজবুত ও ঝলমলে।

২. কাঁচা আমলকীর প্যাক ও নারিকেল তেল

সতেজ কাঁচা আমলকী ১০-১২টির বীজ ছাড়িয়ে শাঁসগুলো আলাদা করে নিন।

এর সাথে অল্প পানি মিশিয়ে ব্লেন্ড করে নিন। খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন খুব বেশি পাতলা না হযে যায়।

এর সাথে নারিকেল তেল ২টেবিল-চামচ মিশিয়ে আরও কিছুক্ষণ ব্লেন্ড করুন।

প্যাকটি পাতলা মনে হলে শুকনো আমলকীর গুঁড়ো মেশানো যেতে পারে।

একটি পাত্রে ঢেলে নিয়ে মাথার তালুতে এবং সম্পূর্ণ চুলে মেখে ১ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।

কাঁচা আমলকীতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে।

চুলের আগা ফেটে যাওয়া রোধ করতে এবং রেশমী কোমল চুল পেতে প্যাকটি খুবই কার্যকরী।

৩. মেহেদি পাতা ও আমলকীর প্যাক

মেহেদি পাতা খুব মিহি করে বেটে ২-৩ টেবিল-চামচ নিন।

এর সাথে ১ টেবিল-চামচ আমলকীর গুঁড়ো মেশান। কুসুম সহ একটি ডিম ভালো করে ফেটিয়ে নিন।

এখন সবগুলো উপকরণ এক সাথে খুব ভালোভাবে মেশান।

ডিমের গন্ধ এড়াতে এর সাথে ২ চা-চামচ লেবুর রস মেশান।

চুলে কুসুম গরম নারিকেল তেল ৫-১০ মিনিট ম্যাসাজ করুন।

এবার চুলের গোড়ায় গোড়ায় প্যাকটি লাগিয়ে নিন।

সম্পূর্ণ চুলে লাগানো হলে ১ ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।

ভালো ফলাফল পেতে সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করে কাঙ্ক্ষিত আর্কষণীয় চুল লাভ করুন।

মেহেদি পাতা চুলের গোড়াকে শক্ত করে। মেহেদি পাতা নিয়মিত ব্যবহারে চুল ঝরে পড়া বন্ধ হয়।

ডিমের প্রোটিন চুলে পুষ্টি যোগায়।