Search
Close this search box.

রোদে পোড়া ত্বকের ঘরোয়া যত্ন

প্রখর রোদে ত্বক পুড়ে গেলে তা সারাতে অনেক কাঠখড় পোড়াতে হয়।

অনেকে তাড়াহুড়ো করে নিরাময়ের জন্য বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করে যা ত্বকের জন্য উপযোগী না-ও হতে পারে।

জেনে নিন ঘরেরই ৫টি উপাদান দিয়ে রোদে পোড়া ত্বকের যত্ন নেয়ার উপায়।

এই পদ্ধতিতে সারা বছরই ত্বকের যত্ন নিতে পারবেন।

অ্যালোভেরা

অ্যালোভেরার নির্যাস ত্বকের প্রদাহ, লালচে ভাব এবং রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে।

আক্রান্ত স্থানে কিছু তাজা অ্যালোভেরার রস বা জেল লাগান এবং ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন।

তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শসা

শসার নির্যাস ট্যানিং কমাতে এবং হারানো উজ্জ্বলতা পুনরুদ্ধার করার জন্য আদর্শ।

আপনার মুখে তাজা কাটা শসা লাগান বা প্রাকৃতিক ট্যানিং মাস্ক তৈরি করতে এক টেবিল চামচ মধুতে কয়েক ফোঁটা শসার রস যোগ করুন।

হলুদ

হলুদে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি যা ত্বকের জ্বলাভাব দূর করতে এবং ট্যানিং কমাতে সাহায্য করতে পারে।

এক টেবিল চামচ হলুদের গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান।

এটি ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন এবং তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

নারকেল তেল

নারকেল তেলের প্রাকৃতিক ময়শ্চারাইজিং এবং পুষ্টিকর গুণাবলি সূর্যের রশ্মিতে ক্ষতিগ্রস্থ ত্বককে নিরাময় করতে সহায়তা করে।

রাতে ঘুমাতে যাওয়ার আগে আক্রান্ত স্থানে কয়েক ফোঁটা নারকেল তেল ম্যাসাজ করুন এবং সারারাত রেখে দিন।