দাগহীন সুস্থ, সুন্দর ও পরিষ্কার ত্বক কে না চায়।
এই সময়ে ত্বকের রোদে পোড়া ভাব অস্বস্তির কারণ হতে পারে।
পাশাপাশি আমাদের জীবনযাপনের বিভিন্ন অসতর্কতা ও অন্যান্য কারণেও ত্বকে দাগ দেখা দেয়।
রোদে পুড়ে বা অযত্নে আমাদের মুখের সঙ্গে হাতে-পায়ের রঙের ভিন্নতা দেখা যায়। ত্বকের ঔজ্জ্বল্য হারালেই এমনটা ঘটে।
ত্বকের দাগ এবং এসব অযাচিত রং পরিবর্তন থেকে মুক্তি পেতে আছে কিছু ঘরোয়া সমাধান।
ঘরে থাকা হাতের কাছের বিভিন্ন উপাদান দিয়ে সহজেই ত্বকের এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
তাই কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বক উজ্জ্বল করতে বেছে নিতে পারেন ঘরোয়া উপায়।
চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু উপায়—
ডিম-অলিভ অয়েল ও লেবু
অলিভ অয়েলের সঙ্গে চিনি দাগ দূর করতে যেমন কার্যকর।
তেমনি অলিভ অয়েল, ডিম ও লেবুর মিশ্রণও ত্বকের দাগ সারাতে উপকারী।
১টি ডিম, ২ টেবিল চামচ অলিভ অয়েল এবং পুরো ১টি লেবুর রস একত্রে ভালো করে মিশিয়ে নিন।
মিশ্রণটি নখ, গলা, হাত ও ঘাড় এবং পিঠের কালো ছোপ ছোপ দাগের স্থানে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
কয়েক দিন এটা ব্যবহারে দেখবেন হাত, ঘাড় ও পিঠের কালো দাগ কমে গেছে।
চালের গুঁড়া ও তরমুজের রস
ত্বকের দাগ ও কালো হয়ে যাওয়া থেকে সহজে মুক্তি পেতে চালের গুঁড়া ও তরমুজের রসের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে।
গ্রীষ্মকালে তরমুজের সময় রোদে পুড়ে যাওয়া ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে কয়েক টুকরা তরমুজ ব্লেন্ড করে নিয়ে এর সঙ্গে এক টেবিল চামচ চালের গুঁড়া মিশিয়ে নিন।
এরপর গোসলের আগে এটি হাত-পা ও কালো হয়ে যাওয়া স্থানে আলতো করে ম্যাসাজ করুন। ১৫ মিনিট রেখে আলতো করে ঘষে তুলে গোসল করে নিন।
কয়েক দিন এই মিশ্রণ ব্যবহার করলে সুফল পাবেন।
চিনি ও অলিভ অয়েল
চিনি ও অলিভ অয়েল সবার ঘরেই থাকে। চিনির সঙ্গে অলিভ অয়েলের মিশ্রণ ত্বকের দাগ সারাতে কার্যকরী। চিনি ও অলিভ অয়েল মিশিয়ে গায়ে মেখে আধা ঘণ্টা, তথা শুকানোর সময় দিন।
শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলুন।
এরপর কুসুম গরম পানিতে ভালোভাবে গোসল করে নিন।
সপ্তাহে একবার করে চিনি ও অলিভ অয়েলের মিশ্রণ মাখলে দাগ দূর হবে, পাশাপাশি আপনার ত্বকও থাকবে মসৃণ।
লেবুর রস
অ্যালোভেরার মতোই ত্বকের দাগ সারাতে কার্যকর এক সহজলভ্য প্রাকৃতিক উপাদান লেবু, তথা লেবুর রস।
বেশ কয়েকভাবেই লেবুর রস ব্যবহার করা যায়। কর্মব্যস্ত দিনে বাইরে থেকে এসে হাত-পা-মুখ ভালো করে ধুয়ে নিন।
একটি লেবুর সঙ্গে এক চামচ চিনি ভালো করে মিশিয়ে নিয়ে হাত-পায়ের আঙুলের ভাঁজে এবং কালো হয়ে যাওয়া স্থানে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে ঘষে ঘষে তুলে নিন।
এটি হাত-পায়ের জন্য ন্যাচারাল স্ক্র্যাব হিসেবে কাজ করবে।
লেবু আর মধুও ত্বকের জন্য বেশ উপকারী।
অর্ধেক লেবুর রসের সঙ্গে এক চা–চামচ মধু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন।
এবার এটা কালো হয়ে থাকা স্থানে মেখে ৩০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানিতে ধুয়ে নিন।
এই তিন ধরনের মিশ্রণের যেকোনো একটি দিয়ে নিয়মিত চর্চা করলে ত্বকের দাগ থেকে মুক্তি পাওয়া যাবে সহজে।