ত্বকের কোমলতা ফিরিয়ে আনুন ঘরোয়া উপায়ে

ত্বকের রুক্ষতা একেবারে অতিরিক্ত না হলে ঘরে বসেই সাধারণ রুক্ষ শুষ্ক ত্বকের পরিচর্যা করে ত্বকের কোমলতা ও মসৃণতা ফিরিয়ে আনতে পারেন খুব সহজেই।

তবে ত্বক অতিরিক্ত শুষ্ক এবং ঘরোয়া সমাধান কাজে না লাগলে পার্লারে স্কিন এক্সপার্টের পরামর্শে স্কিন ট্রিটমেন্ট করা জরুরি।

চলুন জেনে নেয়া যাক রুক্ষ শুষ্ক ত্বকের কোমলতা ফিরিয়ে আনতে ঘরোয়া সমাধান।

আনারসের প্যাক

একটি পাত্রে আধ কাপ আনারস, আধ কাপ পাকা পেঁপে ও সমপরিমাণ মধু নিয়ে নিন।

এরপর এই গুলিকে একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন।

এরপর এই মিশ্রণ হাতের কনুই ও বাহুতে লাগিয়ে রাখুন কিছুক্ষণের জন্য।

প্যাকটি শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

প্রতি সপ্তাহে দুইদিন এই প্যাকটি ব্যবহার করুন, এতে ত্বক যেমন উজ্জ্বল হবে তেমনি মসৃণ হবে।

লেবু ও মধুর প্যাক

একটি পাত্রে পরিমাণমতো বেসন নিন এরপর তারমধ্যে পরিমাণমতো মধু , সামান্য পরিমাণ লেবুর রস ও ১ থেকে ২ চামচ মত অলিভ অয়েল মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিন।

এরপর এটা পায়ে লাগান।

প্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

এতে পায়ের ত্বক মসৃণ হয়ে যাবে।

এই প্যাকটি দুই থেকে তিন দিন অন্তর ব্যবহার করুন।

ডিম ও গোলাপজল

এই প্যাকটি বানানোর জন্যতিন থেকে চারটে ডিমের কুসুম ভালোভাবে ফেটিয়ে নিন, এরপর তার মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে দিন।

এই মিশ্রণের মধ্যে হাত ডুবিয়ে ১০ মিনিট ধরে দুই হাত ভালোভাবে ডলতে থাকুন,

এরফলে এই মিশ্রণটি হাতের প্রত্যেকটি অংশে ভালোমতো পৌঁছে যাবে, এরপর হাতটা ধুয়ে শুকিয়ে নিন।

টমেটো

একটি পাত্রে সমপরিমাণে টমেটোর রস ও শসার রস নিয়ে নিন এরপর এরমধ্যে দিন পরিমাণমতো ব্যাসন।

তারপর একসাথে মিশিয়ে পেস্ট করে দিন।

সামান্য পরিমাণ লেবুর রস এর মধ্যে দিতে পারেন, এর পর এই মিশ্রণটি আপনার পায়ে লাগিয়ে নিন, শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

সপ্তাহে ১ থেকে ২ বার এই প্যাক টি ব্যবহার করলে হাতেনাতে পার্থক্য বুঝতে পারবেন।

পাঁকা পেপে

প্রথমে একটি পাকা পেঁপে ভালো করে হাত দিয়ে মেখে পেস্ট বানিয়ে নিন, তারপর এর মধ্যে এক চা চামচ মধু ও এক চা চামচ কাঁচা দুধ মিশিয়ে একটি প্যাক তৈরি করুন।

এবার এই মিশ্রণটি হাতে লাগিয়ে স্ক্রাবিং করুন তারপর মিনিট পনেরো কুড়ি এভাবেই রেখে দিন।

হাতে এই মিশ্রণটি শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

এই প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করলেই ত্বক মসৃণ হবে।

এছাড়া রাতে সমস্ত কাজ সারবার পরে ঘুমানোর ঠিক আগে পেট্রোলিয়াম জেলি মাখিয়ে নিতে পারেন, এর ফলেও উপকার পাবেন, হাত মসৃন হয়ে যাবে।