শিশুর মতো তুলতুলে নরম ত্বক পেতে কে না চায় বলুন তো! আপনিও নিশ্চয়ই চান?
ভাবছেন চাইলেই তো আর পাওয়া যায় না, তার জন্য বিস্তর কাঠখড় পোড়াতে হয়!
কিন্তু যদি বলি খুব সহজেই আপনিও পেতে পারেন শিশুর মতোই কোমল ত্বক? আর তার জন্য আপনার দরকার শুধু একটু বেবি অয়েল! হ্যাঁ, ঠিকই শুনেছেন।
বেবি অয়েলের গুণেই আপনার ত্বক হতে পারে সদ্যোজাত শিশুর মতোই নরম আর মসৃণ।
বেবি অয়েলে ভিটামিন ই, ভিটামিন এ, অ্যালো ভেরা, মধু আর মিনারেল অয়েলের গুণ রয়েছে।
যা ত্বককে সুস্থ আর সতেজ রাখে, ফ্রি র্যাডিক্যালস জনিত ক্ষতিকে কাছেও ঘেঁষতে দেয় না। তাই প্রতিদিনের ত্বক পরিচর্যার রুটিনে রাখতে পারেন বেবি অয়েল।
![](http://glamozen.com/wp-content/uploads/2023/11/conditaio-6.jpg)
শুষ্ক বা সংবেদনশীল ত্বকের আদর্শ ময়েশ্চারাইজার।
আপনার ত্বক প্রচণ্ড শুষ্ক বা সংবেদনশীল? ময়েশ্চারাইজারর হিসেবে বেছে নিন বেবি অয়েল।
মুখ ধুয়ে বা স্নানের পর শরীরে বেবি অয়েল মাখুন। তাতে তেল শরীরে তাড়াতাড়ি শুষে যাবে।
বাড়তি জেল্লাও পাবেন ত্বকে।
![](http://glamozen.com/storage/2023/12/Lip-liner-49.jpg)
ফাটা গোড়ালির জন্য
বেবি অয়েলের ভিটামিন ই ত্বকের সমস্ত ক্ষতি মেরামত করে সহজেই। তাই ফাটা গোড়ালির সহজ সমাধান খুঁজতে হলে ভরসা রাখতে হবে সেই বেবি অয়েলেই!
হালকা করে গরম করে নিন, তারপর গোড়ালির ফাটা অংশে ভালো করে মাসাজ করুন। তার আগে যদি পা পরিষ্কার করে পিউমিস স্টোন দিয়ে ঘষে শুকনো চামড়াগুলো তুলে দিতে পারেন, তবে তো কথাই নেই!
বেবি অয়েল মাখার পর কিছুক্ষণ মোজা পরে থাকবেন, যাতে তেল ত্বকের গভীরে প্রবেশ করতে পারে।
![](http://glamozen.com/wp-content/uploads/2023/11/Untitled-design-2.jpg)
নখের যত্নে
নখের কোনা থেকে চামড়া উঠে যাওয়ার মতো যন্ত্রণাদায়ক সমস্যা খুব কমই আছে। সাধারণ কিউটিকল কেয়ার ক্রিমের বদলে বেছে নিন বেবি অয়েল।
তুলোয় করে নখের চারপাশে লাগান, হালকা হাতে মাসাজ করুন। কিউটিকল সুস্থ থাকবে, নখও থাকবে স্বাভাবিক দ্যুতিময়!