Search
Close this search box.

লিপস্টিকের যে বেসিক জানা জরুরি

লিপস্টিক ছাড়া মেকআপ অসম্পূর্ণ। সে হালকা সাজ হোক কিংবা ভারী। কিন্তু সারাক্ষণ ঠোঁটে লিপস্টিক মেইনটেইন করাও বেশ টাফ।

ভাবছেন এর কি কোন সমাধান নেই? আছে, সব সমস্যার মত এরও সমাধান রয়েছে। রইলো কিছু টিপস, যাতে লিপস্টিকটা সবসময় সঙ্গে করে না নিয়ে ঘুরতে হয়।

ঠোঁট যেন না শুকিয়ে যায়

লিপস্টিক উঠে যাবার প্রধান কারণ হলো শুষ্ক ঠোঁট। ঠোঁট শুকিয়ে ফেটে গেলে লিপস্টিক বসে না ঠিকমতন।

তার ফলে কিছুক্ষণের মধ্যেই উঠে যায়। লিপস্টিক ঠিক ভাবে ঠোঁটে বসার জন্য, আগে ঠোঁটকে মসৃণ করতে হয়। তবেই লিপস্টিক ভালোভাবে বসার জায়গাটা পাবে।

তাই রাতে শোবার আগে রোজ ঠোঁটে লিপবাম লাগান। তাহলে দেখবেন সারাদিন ঠোঁট নরম থাকছে। এক্ষেত্রে একটু ভালো মানের লিপবাম ব্যবহার করুন। যাতে ভিটামিন সি, ই, শিয়া বাটার এসব থাকে।

কড়া রোদে যাবার আগে লিপবাম দিয়ে বেরোন যাতে পর্যাপ্ত এসপিএফ দয়া আছে কারণ রোদ লেগেও ঠোঁটের আর্দ্রতা নষ্ট হয়ে যায়।

লিপ প্রাইমার

ঠোঁট নিয়ে খুব খুঁতখুঁতে? লিপকালার একটুও উঠলে চলবে না? তাহলে ব্যবহার করুন লিপ প্রাইমার।

মুখে মেকআপের আগে যেমন ফেস প্রাইমার বা কন্সিলার লাগানো হয়, তেমনই লিপ প্রাইমার লিপস্টিকের জন্য ঠোঁটকে রেডি করে।

এর ফলে লিপস্টিক ঠোঁটে অনেকক্ষণ বসে। আর একান্তই লিপ প্রাইমার না থাকলে, লিপ লাইনারকেই ব্যবহার করুন।

লিপ লাইনার দিয়ে আউটলাইন করে নিন। ঠোঁটের ঠিক মাঝের অংশ থেকে বাইরের দিকে লাইন টানুন। আর তারপর পুরো ঠোঁটটা লিপ লাইনার দিয়ে ভরিয়ে দিন।

এর ওপর লিপস্টিক দিন। প্রাইমার লাগান বা না লাগান, লিপ লাইনার অবশ্যই লাগাবেন লিপস্টিক লাগানোর আগে।

লিপস্টিক লাগানোর পদ্ধতি

লিপস্টিকের ওপর লিপ গ্লস যদি লাগান তাহলে লিপস্টিক বেশিক্ষণ থাকে। সাথে রাখুন ব্লটিং পেপার।

প্রথমে একবার লিপস্টিক লাগিয়ে নিন।এ বার লিপস্টিকের ওপর ব্লটিং পেপার চেপে ধরুন যাতে ঠোঁটের অতিরিক্ত তেল বেড়িয়ে আসে।

এবার আবার আরেকবার লিপস্টিক দিন। ঘন করে লাগান বা লিপস্টিক লাগানোর আগে, ব্লটিং পেপার চেপে ঠোঁটের অতিরিক্ত তেল বার করে নিন।

এবার এক কোট লাগান। লাগানোর পর, ঠোঁটের ওপর টিস্যু পেপার চেপে ধরুন। টিস্যু পেপারের ওপর দিয়ে ফেস পাউডার চেপে চেপে লাগান।

এতে ঠোঁটে একটা পাউডারি ম্যাট ফিনিশও আসবে। আর লিপস্টিক অনেকক্ষণ থাকবেও।আর গ্লসি লুক চাইলে এর ওপর আরেক কোট লাগিয়ে নিন।

আরও কিছু বাড়তি টিপস

লিপস্টিক অনেকক্ষণ রাখতে ডার্ক শেড ব্যবহার করুন। ডার্ক কালার অনেকক্ষণ থাকে।

আর লাইট শেড তাড়াতাড়ি উঠে যায়। যেমন লাল, ডিপ পিঙ্ক, ব্রাউন, কোরাল এসব রঙ বেশিক্ষণ থাকে।

ঠোঁটকে মাঝে মাঝে এক্সফলিয়েট করুন। কিচ্ছু না, জাস্ট নরম দাঁতের  ব্রাশ দিয়ে ঠোঁট আস্তে আস্তে ঘষুন।

এতে ঠোঁটের ওপরে থাকা মৃত কোষ উঠে যাবে। লিপস্টিকও অনেকক্ষণ থাকবে। একটু ভালো ব্র্যান্ডের লিপস্টিক কিনুন, যেগুলোর স্থায়িত্ব এমনিতেই বেশি।

আর অবশ্যই লিপস্টিক লাগানোর পর অযথাই জিভ দিয়ে ঘষা বন্ধ করুন।

তাহলে আপনার ঠোঁটকে সাজানোর পাশাপাশি সাজ অনেকক্ষণ ধরে রাখার রহস্য আজ জেনেই গেলেন।

এবার আপনার সাধের লিপস্টিক আপনার হাসিকে আরও প্রমিনেন্ট আর ইউনিক করে তুলুক।