আমাদের সবার কালেকশনে অন্তত একটা হলেও গর্জিয়াস ব্ল্যাক ড্রেস আছে।
স্কিনটোন যেমনই হোক না কেন, যে কোনো নারীকে আকর্ষণীয় করে তোলে কালো পোশাক।
শাড়ি হোক, ওয়ানপিস, টুপিস, থ্রিপিস, কুর্তি, সালোয়ার কিংবা টপ- সবকিছুতেই ব্ল্যাক মানিয়ে যায় অনায়াসেই।
তবে কালো রঙের পোশাকের সাথে ম্যাড়মেড়ে সাজ কিন্তু পুরো ব্যাপারটাকেই ভেস্তে দিতে পারে।
তবে মেকআপ এর সময় যে ভাবনা জাগ্রত হয় সেটা হচ্ছে, কোন শেডের লিপস্টিক আপনার ব্ল্যাক আউটফিটে সবচাইতে বেশি মানাবে।
সেই ভাবনা থেকেই আজকের আলোচনা। আপনার ব্ল্যাক অবতারে সবাই যাতে কুপোকাত হয়ে যায় তার জন্য বিশেষ কয়েকটি শেডের সন্ধান পাবেন এই লেখায়।
দেরি না করে একটানে পড়ে ফেলুন এখুনি।
রেড ব্লু আন্ডারটোন
এই শেডটি হলো ওল্ডস্কুল এবং সব থেকে জনপ্রিয় লিপস্টিক শেড আপনার ব্ল্যাক ড্রেসের জন্য।
এটি একই সাথে ক্লাসি এবং আকর্ষণীয় লুক এনে দেয়। বিশেষ করে ওয়েসটার্ন আউটফিটের সাথে এই শেড অবশ্যই ট্রাই করুন।
ন্যুড শেড
আজকাল চোখ আকর্ষণীয় করে তুলতে স্মোকি আই বিশেষ জনপ্রিয়। এই স্মোকি আই সব থেকে বেশি ভালো মানায় ব্ল্যাক ড্রেসের সাথে।
আর এই সাজ কমপ্লিট করতে যে বিশেষ লিপস্টিক শেড সবথেকে বেশি মানানসই তা হলো নুড শেড।
আপনি নিজের স্কিনটোন অনুযায়ী নুড শেডটি বাছুন এবং এটি অবশ্যই সংগ্রহ করুন।
ডিপ প্লাম লিপস্টিক
শীতকালের অনুষ্ঠানের সাজগোজ কিন্তু একটু জমকালো না হলে মানায় না।
ব্ল্যাক ফুল নেক সোয়েটার বা উলেন ড্রেসের সাথে একটু ডার্ক মেকআপ আর ডিপ প্লাম লিপস্টিক, আপনার থেকে চোখ ফেরায় এমন দুঃসাহস কিন্তু কারোর হবে না।
টমেটো রেড
ধরে নিন পছন্দের কালো পোশাকটি পরে কেমন একটু ডাল লাগছে দেখতে। চোখের মেকআপটিও আপনাকে ব্রাইট লুকটি দিতে পারছে না।
তখন কিন্তু এই শেড ম্যাজিক দেখাবে। কারণ এর ছোঁয়ায় আপনার অসম্পূর্ণতা পুরোপুরি দূর হবে এবং আপনার পছন্দের পারফেক্ট লুকসটি চলে আসবে।
এই শেড খুব কমন এবং যে কোনো ড্রেসের সাথেই কিন্তু বেশ ভালো মানায়।
ফুশিয়া পিংক
দিনের বেলাতেও নিশ্চই আপনি বিন্দাস কালো পোশাক পরা পছন্দ করেন। তখন আপনার ড্রেসের সাথে কমপ্লিমেন্ট করার জন্য এই হট পিংক শেড কিন্তু বেস্ট চয়েস হবে।
তবে রাতের বেলাতেও কিন্তু আপনি বিন্দাস এই কালার ট্রাই করতে পারেন, বিশেষ করে পার্টিতে ব্ল্যাক ড্রেসের সাথে এই লিপস্টিক শেড আপনার গ্ল্যামার দ্বিগুণ বাড়িয়ে তুলবে।
অরেঞ্জ
আপনি যদি একটু সাহসী হন তাহলে এই শেড কিন্তু আপনারই জন্য। তরুণীদের জন্য এই রঙটি বেশ দারুণ।
কারণ এর একটা বেশ স্পোর্টি লুকস আছে। দিনে ও রাতে দুবেলাই বিন্দাস এই শেড আপনার স্টাইল স্টেটমেন্ট বাড়িয়ে তুলবে।
ব্রাউন
আপনার ভেতরের ওয়াইল্ড অ্যান্ড নটি লুকসকে বাইরে নিয়ে আসতে হলে কিন্তু ব্ল্যাক ড্রেসের সাথে এই ওল্ডস্কুল লিপস্টিক শেড আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে।
আপনাকে একই সাথে ক্লাসি এবং আকর্ষণীয় লুক এনে দেবে এই বিশেষ শেড।
রোজ পিংক
ব্ল্যাক ড্রেস আপনার পছন্দের কিন্তু জমকালো মেকআপ একেবারেই আপনার পছন্দের তালিকায় নয়।
সেক্ষেত্রে সোবার ও এলিগেন্ট লুক পেতে আপনার জন্য একেবারে সঠিক চয়েস রোজ পিংক।এতে একই সাথে আপনার সাজ হয়ে উঠবে গ্ল্যামারাস এবং সোবার।
তাহলে আপনার কাছে এখন লিপস্টিকের অনেক আকর্ষণীয় চয়েস আছে আপনার ব্ল্যাক আউটফিট অবতারকে আকর্ষণীয় করে তোলার জন্য।
এই প্রত্যেকটি শেড আপনি যে কোনো ভালো ব্র্যান্ডের লিপস্টিকে পেয়ে যাবেন। চাইলে সবগুলিই সংগ্রহ করে ফেলতে পারেন।
ব্ল্যাক ড্রেস তো অনেক রকম হতে পারে আর মেকআপও সেই অনুযায়ী হতে হবে। সেক্ষেত্রে যে কোনো একটি লিপস্টিক শেডে তো আর কাজ চলবে না।
তাই সময়মতো এই সংগ্রহ ঠিকই আপনার কাজে দিবে।