শুষ্ক ত্বকে ফাউন্ডেশন ব্যবহারের উপায়

উৎসব মানেই মেকআপ করার অনেক বেশি সুযোগ। কিন্তু মুশকিল হয় তখনই যখন আপনার ড্রাই স্কিনের ঝামেলা পোহাতে হয়।

এই মুশকিলকে যাতে আপনি অতিক্রম করতে পারেন, তার জন্য রইলো কার্যকরী কিছু পরামর্শ।

এই পরামর্শগুলো ফলো করে মেকআপ করার সময় ফাউন্ডেশন লাগিয়ে নিলে মেকআপ করার পরেও আপনার স্কিন একেবারেই ড্রাই দেখাবে না।

তবে তার জন্য কিন্তু আপনাকে খুবই মনোযোগী হতে হবে।

সহজ সমাধা

বেশীর ভাগ ক্ষেত্রেই আমাদের ত্বকের নমনীয়তা কমে যায়। আর যাদের ড্রাই স্কিন তাদের ত্বক শীতে আরো বেশি পরিমাণে রুক্ষ ও সেন্সেটিভ হয়ে ওঠে।

এমত অবস্থায় ফাউন্ডেশন লাগানোর পর কিন্তু সাধারণত ত্বক আরো বেশী করে ড্রাই হয়ে যায় এবং অনেক সময় এর থেকে মুখে ব্রণ, স্কিন ইরিটেশন ইত্যাদি হয়ে থাকে।

তাই আগে থেকেই সাবধান হয়ে যাওয়া ভালো। মেকআপ করার জন্য ফাউন্ডেশন তো মুখে অ্যাপ্লাই করতে হবে।

তাই ঠিক কীভাবে ফাউন্ডেশন লাগালে ত্বক রুক্ষ লাগবে না তা জেনে নিন।

ত্বককে এক্সফোলিয়েট করুন

ফাউন্ডেশন মুখে লাগানোর আগে কিন্তু আপনার ত্বককে এক্সফোলিয়েট করে নেওয়া প্রয়োজন।

বিশেষ করে যাদের রুক্ষ ত্বক তাদের জন্য এটা কিন্তু মাস্ট।

এর ফলে ডেড স্কিন সেলগুলি পরিষ্কার হবে। স্কিন পোরগুলি খুলে যাবে, এছাড়া ত্বকের ব্লাড সার্কুলেশন বেড়ে

নতুন কোষ রি-জেনারেট হবে। এর ফলে আপনার ত্বকের রুক্ষতা কিন্তু বেশ কিছুটা কমে যাবে।

স্কিনকে ময়েশ্চারাইজ করে নিন

স্কিন এক্সফোলিয়েট করার ফলে স্কিন পোরগুলি খুলে যায়।

এবার হালকা ময়েশ্চারাইজার নিয়ে আপনার মুখে ভালো করে মাখুন।

এর ফলে তা ত্বকের গভীরে গিয়ে নমনীয়তা দান করবে। ফলে এবং আপনার স্কিন রুক্ষ লাগবে না দেখতে।

তবে ময়েশ্চারাইজার লাগানোর সাথে সাথেই কিন্তু ফাউন্ডেশন লাগাবেন না। অন্তত ১০ মিনিট অপেক্ষা করুন।

ত্বকের নমনীয়তাকে লক করুন

এবার আপনার ত্বক যাতে তার নমনীয়তা না হারায় তার ব্যবস্থা করা প্রয়োজন। এজন্য আপনাকে প্রাইমার লাগাতে হবে।

প্রাইমার না লাগিয়ে ফাউন্ডেশন লাগালে ড্রাই স্কিনের ক্ষতি হয়। এছাড়া মেকআপ তাড়াতাড়ি নষ্ট হবে এবং ত্বক খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে।

এই কারণে আপনার ত্বককে রুক্ষ হওয়া থেকে রক্ষা করার জন্য ফাউন্ডেশন লাগানোর আগে প্রাইমার লাগানো প্রয়োজন।

ফাউন্ডেশন লাগান

প্রাইমার লাগিয়ে নেওয়ার ফলে আপনার ত্বকের নমনীয়তা কিন্তু ত্বকের ভেতরে লক হয়ে যায়। ফলে আপনার ত্বক ফাউন্ডেশন লাগানোর পরেও কিন্তু রুক্ষ হয়ে যায় না।

যাদের রুক্ষ ত্বক তারা অয়েল বেস ফাউন্ডেশন ব্যবহার করুন। প্রয়োজনে ফাউন্ডেশনের সাথে ময়েশ্চারাইজার মিশিয়ে নিতে পারেন।

এই পরামর্শগুলো মাথায় রেখে ফাউন্ডেশন প্রয়োগ করলে কিন্তু আপনার ত্বক যতই রুক্ষ হোক মেকআপের পর তা আর রুক্ষ লাগবে না। বিশেষ করে শীতকালে।

তাই সামনের অনুষ্ঠানগুলিতে জমিয়ে সাজগোজ করার জন্য এই টিপস মনে রাখলেই হবে। এছাড়া আপনার রুক্ষ ত্বকের জন্য কী ধরণের ফাউন্ডেশন ভালো হবে তা আপনি বিউটিশিয়ানের কাছ থেকেও জেনে নিতে পারেন।