Search
Close this search box.

৫টি সহজ হেয়ারস্টাইল

যেকোনো অনুষ্ঠানে যাওয়ার আগে কি ভাবে চুল স্টাইল করবেন এই নিয়ে নিশ্চয়ই সময় নষ্ট হয়? আর হবে না। কারণ আজ ৫টি সহজ হেয়ার স্টাইল পেশ করলাম আপনাদের জন্য।

স্টাইলিশ লুক পেতে অবশ্যই এই ৫টি হেয়ার স্টাইলের যেকোনো একটি ট্রাই করে দেখতে পারেন। যা নিজে নিজে মাত্র কয়েক মিনিটেই করে নেওয়া যায়।

পার্লারে যাওয়ার প্রয়োজন আশাকরি আর হবে না। তাহলে দেরি না করে দেখে নিন আপনার নেক্সট পার্টির হেয়ার স্টাইল কোনটি হতে পারে।

ডবল ওয়াটার ফল ফিস টেইল ব্রেইড

মাথার মাঝ খান থেকে চুল দু দিকে ভাগ করে নিন। এ বার দু দিকেই দুটি ওয়াটার ফল ব্রেইড তৈরি করুন।

তারপর প্রতি ব্রেইডের নিচের দিকটা জুড়ে ফিস টেইল তৈরি করে নিন। ইয়ং মেয়েদের জন্য এটি খুব ভালো স্টাইল।

তবে এটি ম্যানেজ করতে হলে কিন্তু শক্ত গার্ডার দিয়ে চুল বাঁধতে হবে।

বোহেমিয়ান ব্রেইড

বেশ লম্বা আর ভারী চুল হলে এটি করতে পারেন। প্রথমে একটি বড় পনি টেইল করুন।

তারপর সেই পনি টেইলকে ঘিরে ঘিরে একটি ওয়াটার ফল তৈরি করুন।

যদি আপনার মুখ ছোট হয়, তাহলে কিন্তু এই ব্রেইড মুখ খানিক বড় দেখাবে আর বেশ সুন্দর স্টাইল হবে।

কাসকেডিং ওয়াটার ফল ব্রেইড

এই স্টাইল করা কিন্তু বেশ সহজ। মাথার এক দিক থেকে চুল নিয়ে সেটা বিনুনি করে করে মাথার আরেক দিকে নিয়ে গিয়ে বেঁধে নিন।

এবার ওই বিনুনি থেকে নিচের দিকে যে চুল বেরিয়ে আছে তা বিনুনি করতে শুরু করুন, কিন্তু উপর উপর দিয়ে।

এর ফলে মাথায় অনেকগুলো বিনুনি হবে আর দেখতেও ভালো লাগবে।

স্লান্টেড ওয়াটার ফল ব্রেইড

মূলত কোঁকড়ানো চুলের জন্য এটি বেশ ভালো।

মাথার এক দিক থেকে চুল নিয়ে বিনুনি করতে করতে একটু নিচের দিকে এসে ঘুরিয়ে আবার উপরে নিন আর অন্য দিকে বাঁধুন।

তারপর এই বিনুনি থেকে বেরোনো চুল খানিক ফুলিয়ে নিচের দিকে ছেড়ে রাখুন। এতে বেশ সুন্দর স্টাইল হয়।

কার্লি ওয়াটার ফল ব্রেইড

কার্লি চুলে এই ব্রেইড কিন্তু অন্য লুক দেয়। মাথার মাঝখানের একটু উপরের দিক করে একটি বিনুনি এক দিক থেকে অন্য দিকে করুন।

আর তার থেকে বেরোনো বাকী চুল ছেড়ে রাখুন।

এটি কিন্তু খুব ভালো ভলিউম দেয় আপনার চুলে। যে কোনও কিছুর সঙ্গে এই স্টাইল যায়।