খাওয়ার শেষে, একটু দই হলে হজমটা যেন বেশ ভালো জমে ওঠে। তবে এখানে মিষ্টি দই না, বলছি টক দই এর কথা।
আবার সেটা রোজ ডায়েট চার্টে রাখেন অনেকেই। কিন্তু খাওয়ার সাথে সাথে একে কাজে লাগানো যায় চুলকে নরম ও মসৃণ বানাতে।
সিল্কি হেয়ার অনেকের কাছেই স্বপ্নের মতো। তবে একটু চেষ্টা করলে অসাধ্য কিছু নয়। শ্যাম্পু করার পরেও চুল অয়েলি দেখতে লাগে- এই যন্ত্রণা বেশিরভাগেরই।
কিন্তু এখন আর কষ্ট নয়, জাস্ট লাগবে একটু সময়। ব্যাস, সিল্কি হেয়ার হাতের মুঠোয়।
কারণ দইয়ে আছে চুলের জন্য ভিটামিন বি-৫ ও প্রোটিন, যেটা চুলে পুষ্টি যোগায়, চুলকে ঘন, সুন্দর, সিল্কি করে তোলে।
এছাড়াও স্ক্যাল্পের যে কোনো ইনফেকশন যেমন খুশকির জন্য উপকারি। এছাড়াও আছে আরও অনেক গুণ।
চুলকে সিল্কি করতে কীভাবে ব্যবহার করবেন দইকে দেখুন।
দই, লেবু ও মধু
চুলকে স্মুথ ও সিল্কি বানাতে ব্যবহার করুন এই প্যাক। এছাড়াও স্ক্যাল্পে যদি খুশকির সমস্যা থাকে, তাও দূর হবে।
অর্থাৎ খুশকিও গেল আবার চুল সিল্কিও হলো। এছাড়াও স্ক্যাল্পের অন্যান্য সমস্যা থাকলে সেটাও কমবে।
উপকরণ
৩ থেকে ৪ চামচ দই, কয়েক ফোঁটা মধু, লেবুর রস ও একটা ডিম।
পদ্ধতি
দই এর সাথে লেবুর রস ও মধু ভালো করে মেশান। একটা ঘন পেস্ট বানান। এরপর এটা চুলে লাগান। স্ক্যাল্পেও লাগান।
আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন করুন দ্রুত ফল পেতে। না হলে একদিন করলেই হবে।
দই ও ডিম
ডিম চুলের জন্য উপকারি এটা অনেকেই জানেন। কিন্তু শুধু ডিম না ব্যবহার করে, যোগ করুন দই। চুল সিল্কিও হবে আবার চকচকেও হবে।
উপকরণ
৫চামচ টক দই, ১টি ডিম ও ১ চামচ বাদাম তেল।
পদ্ধতি
ডিম ভালো করে ফেটিয়ে নিন। এবার এতে টক দই ও বাদাম তেল মেশান। সবকটি উপকরণ ভালো করে মেশান।
এবার এই স্মুথ পেস্টটা স্ক্যাল্প সহ পুরো চুলে লাগান। আধঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একদিন করলেই কাজ হবে।
টক দই ও অ্যালোভেরা
এই দুটো অসাধারণ কম্বিনেশন চুলকে সিল্কি বানাতে। অ্যালোভেরা চুলের পিএইচ লেবেলকে উন্নত করে, যেটা সুন্দর চুলের প্রথম শর্ত।
অর্থাৎ এই প্যাক শুধু চুলকে সিল্কি করবে না, চুলের গ্রোথও বাড়াবে।
উপকরণ
অ্যালোভেরা জেল ১ চামচ, টক দই ৪ চামচ ও একটু নারিকেল তেল।
পদ্ধতি
টক দই ভালো করে ফেটিয়ে নিন। এবার এতে অ্যালোভেরা জেল দিন। আর দিন কয়েক ফোঁটা নারিকেল তেল। ভালো করে মেশান।
এবার এই ঘন পেস্টটা চুলে লাগান। ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একদিন করলেই হবে।
এটা চুলকে ময়েশ্চারাইজড করবে।নিমেষেই আপনার প্রাণহীন চুল হয়ে উঠবে ঝলমলে।
তাহলে বুঝে গেলেন তো চুলকে কিভাবে সিল্কি করে তুলবেন? তবে অবশ্যই ভালো মানের টক দই ব্যবহার করবেন।
দই কিন্তু আগে ভালো করে ফেটিয়ে নেবেন। এছাড়া সবকটা উপকরণই খুব সহজেই পাওয়া যায়।
তাহলে আর দেরি কেন? আজ থেকেই শুরু করে দিন সুন্দর সিল্কি চুলের অভিযান।