ত্বক কি খুব বেশি শুষ্ক? তাহলে তো যন্ত্রণার শেষ থাকে না। রুক্ষ, শুষ্ক, প্রাণহীন ত্বক। গ্লো তো থাকেই না বললেই চলে।
কিন্তু এই রুক্ষ শুষ্ক নির্জীব ত্বককে যদি করে তোলা যায় মাখনের মত? তাহলে তো এর থেকে ভালো উপহার আর কিছু হতে পারে না।
ঠিক এই বেস্ট গিফটটাই আপনাকে দেবে মাখন। বিশ্বাস হচ্ছে না তো?
তাহলে দেখুন কিভাবে আপনার শুষ্ক ত্বক হয়ে উঠবে মাখনের মত নরম কোমল।
কলা ও মাখন করবে স্কিনকে হাইড্রেটেড
কলা এমনিতেই স্কিনকে ময়েশ্চারাইজড রাখে। আর এর সাথে মাখন যোগ করলে, বুঝতেই পারছেন আপনার স্কিন কতটা হাইড্রেটেড থাকবে।
দুটো মিলিয়ে স্কিন থাকবে ময়েশ্চারাইজড। সাথে গ্লোয়িং।
উপকরণ
২ চামচ কলা ও ১ চামচ মাখন।
পদ্ধতি
একটা কলার অর্ধেকটা নিয়ে নিন। এটা ব্লেন্ড করে নিন। এবার এর সাথে মাখন মিশিয়ে পেস্ট করুন।
এবার এই মাস্কটা মুখে, গলায়, ঘাড়ে লাগান। হাতেও লাগাতে পারেন। তবে উপকরণের পরিমাণ আরেকটু বাড়িয়ে নেবেন।
এটা লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর মুখ ধুয়ে নিন। সপ্তাহে দুদিন করুন। তাহলে দেখবেন স্কিন কত নরম থাকছে।
হলুদ ও মাখন স্কিনকে করে তুলবে গ্লোয়িং
নরম কোমল ত্বকের সাথে চাই গ্লোয়িং ফেস? তাহলে এই প্যাকটা খুব ভালো অপশন।
কারণ হলুদ স্কিন টোনকে লাইট করতে সাহায্য করবেই। এর সাথে মাখনও কিন্তু দেবে একটা একটা হেলদি গ্লো।
উপকরণ
হাফ চামচ হলুদ ও ১ চামচ মাখন।
পদ্ধতি
কাঁচা হলুদ থাকলে খুব ভালো। কারণ এখন গুঁড়া হলুদেও নানারকম ভেজাল মেশানো হয়।
সেটা আর বলার অপেক্ষা রাখে না। একান্তই কাঁচা হলুদ না থাকলে, ভালো মানের গুঁড়া হলুদ এক চিমটে দিন।
কাঁচা হলুদ বাটা হলে, হাফ চামচ। ভালো করে দুটো উপকরণ মেশান। এবার এটা পুরো মুখে ও গলায় লাগান।
২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন করুন ভালো ফল পেতে।
অ্যান্টি এজিং হিসাবে কাজ করবে মাখন ও গাজর
স্কিনের বয়স বাড়তে থাকলেই বয়স্ক লাগবে দেখতে। ত্বকের তারুণ্য ধরে রাখে গাজর। কারণ গাজরে আছে প্রচুর ভিটামিন এ।
উপকরণ
১চামচ মাখন ও একটা ছোট গাজর।
পদ্ধতি
প্রথমে গাজর ব্লেন্ড করে নিন। এবার এর সাথে মাখন মেশান। ভালো করে পেস্ট বানিয়ে মুখে গলায় লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
এটা সপ্তাহে তিন থেকে চারদিন করুন। তাহলে দেখবেন স্কিন তো নরম থাকছেই, তার সাথে স্কিন দেখে নিজেরই বেশ ভালো লাগবে।
আর আপনার স্কিন দেখে আপনার আসল বয়স বোঝে কার সাধ্য!
মাখন ও দই
অনেকেই টক দই মুখে মাখেন। মাখার পর পর স্কিন কতটা নরম থাকে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এর সাথে মাখন যোগ হলে তো কোন কথাই নেই।
উপকরণ
১ চামচ মাখন ও ২ চামচ টক দই।
পদ্ধতি
টক দই আগে ভালো করে ফেটিয়ে নিন। এবার এর সাথে মাখন মেশান। এবার এই পেস্ট মুখে লাগান।
১৫ থেক ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে দু থেকে তিনদিন করুন।
ইনস্ট্যান্ট গ্লো দেবে মাখন ও অলিভ তেল
স্কিন তো ময়েশ্চারাইজড রাখবে বুঝলাম, কিন্তু একটু গ্লো ছাড়া কি আর মন মানে। তাহলে ব্যবহার করুন মাখন ও অলিভ তেলের প্যাক, যেটা দেবে একটা ইনস্ট্যান্ট গ্লো।
উপকরণ
১ চামচ মাখন ও ১ চামচ অলিভ তেল।
পদ্ধতি
মাখন ও অলিভ তেল ভালো করে মিশিয়ে নিন। এটা মুখে গলায় লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন।
তাহলে জেনে গেলেন তো, কীভাবে স্কিনকে করে তুলবেন মাখনের মত নরম ও কোমল।
ব্যাস এই প্যাকগুলো এক একটা এক এক সপ্তাহে ট্রাই করুন। তখন আপনার স্কিনটা যে ড্রাই নেই সেটা আপনি নিজেই বুঝতে পারবেন।