দুইটি সহজ ঘরোয়া উপায়ে মুখের বলিরেখা দূর করুন

রিঙ্কল ফ্রী বা বলিরেখাহীন ত্বকের জন্য অনেক কিছু নিশ্চয়ই ট্রাই করেছেন?

এবার ঘরোয়া দুইটি উপায় ট্রাই করুন। আশাকরি কাজে দেবে।

আর কিছু হোক বা না হোক সাইড এফেক্ট নেই এতে।

প্রথম পদ্ধতি

বলিরেখাহীন রিঙ্কল ফ্রি মুখ! ভেবে নিশ্চয়ই ভাবছেন তো, কী করে পাবেন অমন ত্বক? দেখে নিন।

উপকরণ

ডিমের সাদা অংশ

যেভাবে ব্যবহার করবেন

ডিম ভেঙে ডিমের সাদা অংশ একটি বাটিতে নিন।

মুখ ধুয়ে নিয়ে তুলো বা ব্রাশ দিয়ে এই সাদা অংশ মুখে লাগান ভালো করে।

৩০ মিনিট মত রেখে ভালো করে মুখ ধুয়ে নিন।

সপ্তাহে রোজ করতে পারলে খুবই ভালো। না হলে এক দিন অন্তর এক দিন ব্যবহার করুন।

ডিম থেকে যদি কোন রকমের অ্যালার্জি থাকে, তাহলে এটি ব্যবহার করবেন না।

সেক্ষেত্রে দ্বিতীয় টিপসটি ব্যবহার করতে পারেন।

দ্বিতীয় পদ্ধতি 

রাইস ওয়াটার স্কিনকে টানটান করে ও উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে।

উপকরণ

পালিশ না করা চাল

যেভাবে ব্যবহার করবেন

পালিশ না করা চালকে নিয়ে এক বাটি পানিতে ভিজিয়ে নাড়তে থাকুন, যতক্ষণ না পানি সাদা দুধের মতো রঙ হচ্ছে।

এবার ওই পানি ফ্রিজে রেখে দিন, আর তুলোর বল দিয়ে টোনার হিসেবে ব্যবহার করুন রোজ একবার করে।

আপনি কিন্তু ৩-৪ দিন খুব সহজেই এটা ব্যবহার করতে পারেন। নিয়ম করে ব্যবহার করুন।