Search
Close this search box.

কোঁকড়ানো চুলের জন্য ৬টি হেয়ার স্টাইল

আপনার কি কোঁকড়ানো চুল?

তাই বুঝি আপনি ভাবতে বসেছেন যে আপনার চুলের জন্য সেরকম কোনও হেয়ার স্টাইলই নেই।

কিন্তু এই চিন্তা একদমই ভুল।

কোঁকড়ানো চুলই সেই ধরণের চুল যার নিজস্ব স্টাইল আছে, নিজস্ব আবেদন আছে।

আপনারাও কিন্তু অনায়াসেই কোঁকড়ানো চুলের অনেক রকমের স্টাইল করতে পারেন।

এতে আপনার লুকেও আসবে বেশ খানিক পরিবর্তন।

আজ তাই আমরা আপনাকে সাহায্য করব কোঁকড়ানো চুলের জন্য ৬টি হেয়ার স্টাইলের কথা জানিয়ে।

১. ব্রেইডেড হেয়ার ব্যান্ড 

আজকের দিনে কোঁকড়ানো চুলের ক্ষেত্রে এই ব্রেইডেড হেয়ার স্টাইল কিন্তু সবচেয়ে আধুনিক, বলতে পারেন মার্কেটে ইন।

এর সবচেয়ে বড় কথা হল এটি খুব কম সময়ে করে নেওয়া যায়। মাত্র ৫ মিনিট সময় লাগবে হয়ত আপনার এটি করতে।

প্রথমে একটি কানের পাশ থেকে কিছু চুল নিন আর একটি মোটা বিনুনি তৈরি করুন।

এবার এই বিনুনি আরেক পাশের কানের উপর দিয়ে মাথার কাছে নিয়ে যান আর একটি পিন দিয়ে শক্ত করে আটকে নিন।

এটা অনেকটা আপনার মাথার ন্যাচারাল হেয়ার ব্যান্ডের মতো লাগবে আর কাজ করবে।

২. ওয়াটারফল স্টাইল হেয়ার

কী! নাম শুনে চমকে যাচ্ছেন? এটা করাও কিন্তু খুব বেশি কঠিন নয়।

এটি করার জন্য প্রথমে একটি কানের পাশের চুল দিয়েই শুরু করুন। একটা বিনুনি তৈরি করুন।

আরেক দিকের কানের পাশ থেকে এভাবেই আরেকটি বিনুনি তৈরি করুন।

এবার এই দুটি বিনুনি মিলিয়ে নিন। এভাবেই আরও দুটি বিনুনি জোড়া তৈরি করুন আর তাদের মিলিয়ে দিন।

এবার এই সবকটি বিনুনি একসঙ্গে নিয়ে একটি বড় নট তৈরি করুন আর সেটা একটু নিচের দিক করে ঝুলিয়ে রাখুন।

দেখবেন একটা ওয়াটারফলের মতোই দেখতে স্টাইল আপনি পাবেন।

৩. ফ্রেঞ্চ ব্রেইডেড বান

আপনি কি শাড়ির সঙ্গে নতুন কিছু ট্রাই করতে চান, যেটা একটু এক্সপেরিমেন্টাল হবে?

তাহলে কিন্তু আপনি এই স্টাইল ট্রাই করতেই পারেন।

সব সময়ে যে ট্র্যাডিশনাল চুলই লাগবে শাড়ির সঙ্গে তা কিন্তু নয়।

এটি করার জন্য আপনার মাথার এক দিক থেকে এক গোছা চুল নিন আর তার তিনটে ভাগ করুন।

তারপর তাদের একসঙ্গে করে একটি উঁচু করে খোপা মতো করুন।

এবার চুলের আরেক পাশ থেকেও কিছু চুল নিন আর তা ওই চুলের গোছায় মিশিয়ে দিন।

এবার ওই গোটা খোপাটা একটু উঁচু করে তুলুন। এবার বাকি চুলগুলো বের করে ঝুলিয়ে দিন।

তারপর পিন দিয়ে শক্ত করে আটকে দিন।

৪. ফ্রেঞ্চ ব্রেন্ডেড পনি টেইল 

এই স্টাইলটি করতে গেলেও কিন্তু আপনাকে কানের পাশের চুল আবার ব্যবহার করতে হবে।

এক্ষেত্রে দু দিক থেকে এক গোছা করে চুল নিন। তাদের বিনুনি বানান।

আর এই বিনুনি দুটি একে অন্যের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে মাথার মাঝখানে এনে ছেড়ে দিন।

এভাবেই একটি পনি টেইল তৈরি করে নিন। দেখবেন এই লুকটা একদম অন্য রকম লাগবে।

৫. হাফ আপ হাফ ডাউন

এটা তৈরি করা খুবই সোজা এবং এটি দেখতে খুবই ভালো লাগে।

বেশ নতুনত্ব আছে এর মধ্যে। শুরুতে আপনার দুই পাশের কানের দিক থেকে দুই গোছা চুল নিন।

একটু মোটা করেই গোছা নিন আর সেটি মাথার মাঝখানে এনে আরও একটু কুঁচকে পিন করে দিন।

আপনি ফ্লাওয়ার পিন ব্যবহার করতে পারেন আরও সুন্দর এফেক্ট পাওয়ার জন্য।

৬. সাইড হেয়ার পাফ 

এটা খুবই সোজা একটি হেয়ার স্টাইল।

কিন্তু এটি দেখতে যতটা সুন্দর সেই তুলনায় খুব কম সময় লাগে।

এটা তৈরি করার জন্য আপনার মাথার বেশির ভাগ চুল এক দিকে নিয়ে আসুন।

এবার একটা পিন দিয়ে চুল বেঁধে একটু উপর দিকে চুল তুলুন।

আপনি যদি পিনটাকে একটু সুন্দর দেখে বাছেন তাহলে আপনার স্টাইল হবে আরও আকর্ষণীয়।