অ্যালোভেরা বা ঘৃতকুমারী বর্তমানে আমাদের বিউটিলিস্টে ওপরের দিকেই থাকে।
এন্টিব্যাক্টেরিয়াল ও এন্টি অক্সিডেন্টে সমৃদ্ধ এই উদ্ভিদটি সমস্ত ভেষজ প্ল্যান্টদের শিরোমণি।
ত্বক বা চুলের পরিচর্যায় নয়, অ্যালোভেরা তেল ক্ষত নিরাময়ের কাজেও লাগে।
পাশাপাশি হজমের গোলযোগ ও ইউরিনারি ডিসঅর্ডার সারাতেও কাজে লাগে এটি।
অ্যালোভেরা তেল সপ্তাহে দুই থেকে তিন বার লাগালে ভালো উপকার পাওয়া যায়।
নতুন চুল গজানোর ক্ষেত্রে এটি বিশেষভাবে কার্যকরী।
তবে চুলে তেল লাগানোর পর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধুয়ে নেয়া আবশ্যকীয়।
চলুন দেখে নেওয়া যাক কিভাবে বাড়িতে বসেই এই মহৌষধী তেল প্রস্তুত করে নিতে পারবেন।
প্রথম পদ্ধতি
উপকরণ
অ্যালোভেরা, মেথি, কারিপাতা ও নারকেল তেল।
- প্রথমে অ্যালোভেরা পাতা নিন ও ভালো করে ধুয়ে রাখুন।
- এরপর সেটিকে তীক্ষ্ণ ছুরি দিয়ে কেটে কেটে টুকরো করে নিন। পিচ্ছিল অংশ যাতে কোনো ভাবেই আলাদা হয়ে না বেরিয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন।
- এরপর কারিপাতা গুলো ধুয়ে কাপড়ে সোক করে সেগুলোকে শুকিয়ে নিন।
- ওভেনে পাত্র বসিয়ে গরম করুন। কিছুক্ষন পর নারকেল তেল দিন ও স্টার ফ্রাই মতো করে নিন।
- নারকেল তেল গরম হয়ে এলে মেথি যোগ করুন দিয়ে নাড়তে থাকুন। একটা সুন্দর আরোমা পাবেন।
- হিট মিডিয়াম রাখবেন নাহলে মেথি পুড়ে যেতে পারে। চাইলে কিছুক্ষন পর পর নেড়ে নিতে পারেন।
- এরপর কারি পাতা দিন অল্প অল্প করে এবং মিক্স করতে থাকুন।
- তারপর অ্যালোভেরার টুকরোগুলো এড করে নিন ও নাড়াতে থাকুন যতক্ষন না কারিপাতা ও মেথি শুকনো হচ্ছে।
- মিশ্রণ থেকে হালকা তেল ছেড়ে বেরোলে তা ভালোভাবে ছেঁকে বোতলে ভরুন। কাঁচের বোতল ব্যবহার করুন কারণ এতে রাখলে তেল সহজে নষ্ট হয় না।
উপকারিতা
- কারিপাতাতে থাকে আয়রন ও ফসফরাস যা চুল ঘন করে ও চুলের অকালপতন রোধ করে।
- মেথির নিকোটিনিক এসিড একটি প্রোটিন এর আকর। যেটি চুলের জন্য খুবই দরকার।
- অ্যালোভেরাতে থাকে গ্লাইকোপ্রটিন যা চুলে খুশকি হতে দেয় না এবং ইরিটেশন দূর করবে।
- অ্যালোভেরা তেল দ্বারা নানা ভাবে উপকৃত হতে পারে আপনার চুল।
দ্বিতীয় পদ্ধতি
উপকরণ
যেকোনো ক্যারিয়ার অয়েল বা অলিভ অয়েল, অ্যালোভেরা, ল্যাভেন্ডার এসেন্স ও পেপারমিন্ট তেল।
- অ্যালোভেরা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করুন ও ছুরি দিয়ে বড় বড় পিসে কেটে ফেলুন।
- তারপর চামচ নিন ও সযত্নে স্কুপ করে অ্যালোভেরা পাল্পগুলো একটি বাটিতে আলাদা করে নিন।
- এবার বাটিতে সমস্ত পাল্প একত্রে করে নিয়ে সেটা চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন যাতে একটা ভালো কনসিস্টেনসির ব্যাটার তৈরি হয়।
- পাল্প ব্লেন্ড করবেন না তাতে এতে জলীয় অংশ বেড়ে যাবে। এবার ওই জেলি একটি স্বচ্ছ জারে গড়িয়ে নিন ও তাতে সমপরিমাণে এড করুন অলিভ অয়েল। ভালোভাবে মিক্স করে নিন।
- গন্ধের জন্য মেশান ল্যাভেন্ডার এসেন্স ও পেপারমিন্ট অয়েল ২-৩ফোঁটা যাতে তেলটি অনেকদিন অবধি ভালো থাকে।
উপকারিতা
- এইভাবে তেলটি ব্যবহার করলে অলিভের গুন আপনার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াবে।
- চুলের সেল ড্যামেজ রোধ করবে আর অ্যালোভেরা দ্বিগুন শক্তিশালী হয়ে এক্সফোলিয়েশন কমাবে। ফলে চুল থাকবে সতেজ ও প্রাণবন্ত।
- লালচে হয়ে যাওয়া চুল ধীরে ধীরে কালো করতেও সাহায্য করে এই তেল।
তৃতীয় পদ্ধতি
এটি একটি অত্যন্ত সহজ পদ্ধতি যা দিয়ে ঝটপট আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই তেল।
উপকরণ
অ্যালোভেরা, জোজোবা অয়েল ও গোলমরিচ গুঁড়ো।
- একটি গোটা অ্যালোভেরার পাতা নিয়ে তার কাঁটা গুলো আলাদা করে ছাড়িয়ে ফেলুন ও পুরো অংশটি ভালো করে ধুয়ে রাখুন।
- সবুজ অংশসহ অ্যালোভেরা নিয়ে ছোট ছোট পিসে কাটুন।
- এবার পিস গুলো ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করুন যতক্ষন না পুরোটা ভালোভাবে থিক হচ্ছে।
- মিশ্রণটি একটি ভালো পাত্রে রেখে তাতে জোজোবা অয়েল এড করুন ও মিক্স করতে থাকুন।
- কড়াইতে তেল গরম করুন ও আঁচ মিডিয়াম হিটে রাখুন। প্রায় ৫-৭মিনিট গরম করবার পর তাতে অ্যালোভেরা ও জোজোবা অয়েল এর মিক্সচারটি দিন ও নাড়তে থাকুন।
- মিশ্রনের আর্দ্রতা ২০-২৫ মিনিটের মধ্যে শুকনো হয়ে যাবে। তখন গোলমরিচ গুঁড়ো এড করবেন।
- অবশিষ্ট অংশের থেকে ছাঁকনি দিয়ে তেলটি কাঁচের বয়ামে ভরে নিন। ব্যাস রেডি আপনার জিনিস।
উপকারিতা
- জোজোবা তেলের ভিটামিন সি, বি ও ই সাথে মিনারেল কপার ও জিঙ্ক আপনার চুল পড়া কম করবে।
- চুলের বার্ধক্য আটকে তারুণ্য নিয়ে আসবে।
- গোলমরিচ আপনার হেয়ার ফলিকল স্টিমুলেট করে মৃত কোষগুলি সরিয়ে দেবে।
- আর অ্যালোভেরা চুলের যত্ন নেবে সার্বিক ভাবে।
চতুর্থ পদ্ধতি
উপকরণ
আমন্ড অয়েল, অ্যালোভেরা ও পেঁয়াজের রস।
- কিউব শেপে পাতা সমেত অ্যালোভেরা জেল কেটে নিন এবং ভালো করে ধুয়ে রাখুন।
- ওভেন গরম করে নিন ও মাঝারি উত্তাপে রাখুন।
- পেঁয়াজের রস বানানোর জন্য পেঁয়াজ গ্রাইন্ডারে থেঁতো করে সেটাকে একটা পরিষ্কার কাপড়ে পেঁচিয়ে তার থেকে চাপ দিয়ে রস বের করে নিন।
- এবার কড়াইতে আমন্ড অয়েল দিন ও কিছুক্ষন পর পেঁয়াজের রস যোগ করুন।
- মিশ্রণ কিছুটা শিমার করলে তাতে অ্যালোভেরার টুকরোগুলো দিন ও এই অবস্থায় ৫-৭ মিনিট রান্না করুন কিন্তু বেশি হিট দিয়ে পুড়িয়ে ফেলবেন না যেন।
- অ্যালোভেরা লাল বর্ণ ধারণ করলে নামিয়ে নিন। ঠান্ডা করে বোতলে সংরক্ষণ করুন।
উপকারিতা
- আমন্ড অয়েল আপনার চুলে আর্দ্রতা বজায় তো রাখেই সাথে যুক্ত হয় অ্যালোভেরার এন্টিঅক্সিডেন্ট তাই দুয়ে মিলে পলিউসন ও সানবার্ন এর থেকে চুল রক্ষা করে।
- পেঁয়াজে থাকে কেরাটিন এর গঠনমূলক উপাদান সালফার যা হেয়ার ফলিকল পুনরুজ্জীবিত করতে ও নানা সংক্রমণ ঠেকাতে অতুলনীয়। পেঁয়াজ তেল অনেকে ব্যবহার করেন শুধুমাত্র চুলের যত্ন নিতে, যা ঘরে বানিয়ে নেওয়া যায় অনায়াসে।
পঞ্চম পদ্ধতি
উপকরণ
নারকেল তেল, অ্যালোভেরা।
- এটি দীর্ঘমেয়াদি একটি পদ্ধতি। এটি তাই আপনার ধৈর্যের পরীক্ষা নেবে কিন্তু ফল ভালোই পাবেন।
- অ্যালোভেরার সবুজ অংশ ভালো করে চপ করুন ভার্টিকালি ও জল দিয়ে ধুয়ে ফেলুন।
- এরপর একটা স্টেরিলাইজড বোতলে টুকরোগুলো ভরে নিন।
- তারপর এতে এক্সট্রাভার্জিন কোকোনাট অয়েল সমপরিমাণে ঢেলে নিন।
- মিশ্রণটি সূর্যালোক থেকে দূরে অন্ধকার ও শীতল জায়গায় ১মাস এর মত ছেড়ে দিন।
- এরপর পাবেন ডিসলভড এলোভেরা তেল।
উপকারিতা
- ওই আগের মতোই সব কিছু। কিন্তু ত্বকের বলিরেখা ও মেছতার দাগ দূর করতেও এটি যথেষ্ট পরিমাণে ব্যবহৃত হয়।
- এই প্রক্রিয়ায় তেল বানাতে পারলে তা ত্বকের সার্বিক যত্ন নিতে অসাধারণ কাজ করে।