Search
Close this search box.

চেহারায় ইন্সট্যান্ট গ্লো দিবে মধু অ্যালোভেরার ফেসপ্যাক

মধুর মিষ্টতা এবার নিজের ত্বকের জেল্লা বাড়াতে ব্যবহার করুন।

মধুর ফেসপ্যাক আজ আপনাদের সাথে শেয়ার করবো যা ত্বকের নানা সমস্যা সমাধানে কাজ দেবে।

তাছাড়া আচমকা কোন অনুষ্ঠানে বা বাইরে যাওয়ার প্ল্যান হলে এটি ব্যবহার করে মাত্র ৩০ মিনিটে উজ্জ্বল ত্বক পেতে পারেন।

মধু ও অ্যালোভেরা জেল ফেসপ্যাক

মধু ত্বক মসৃণ করার পাশাপাশি স্কিনের ক্ষতিকারক জীবাণু যা খালি চোখে দেখা যায় না, তা দমনে সাহায্য করে।

আর অ্যালভেরা জেল বা ঘৃতকুমারীর উপকারিতা সম্পর্কে অজানা কিছু নেই।

ড্রাইনেস কমানো, কালচে ভাব দূর করা, সান ট্যান সরানো এরকম হাজার একটা সমস্যার মোকাবিলা করে অ্যালভেরা।

তাই এই ফেসপ্যাকটি ত্বকের যত্ন নিতে খুবই গুরুত্বপূর্ণ।

উপকরণ

  • মধু ২ চা চামচ
  • অ্যালভেরা জেল ২ চা চামচ (সরাসরি গাছ থেকে জেল পেলে বেশি ভালো)

পদ্ধতি

মধু একটি বাটিতে নিন ২ চামচ মত।

খাঁটি মধু নেওয়ার চেষ্টা করবেন।

মার্কেটে খুঁজলে একটু বেশি দামে হলেও তা পেয়ে যাবেন।

এবার মধুর সাথে অ্যালোভেরা মেশান ২ চা চামচ মত।

বাড়িতে অ্যালভেরা গাছ থাকলে তার থেকে একটি পাতা কেটে এনে সেখান থেকে ফ্রেশ জেল বের করে নিন না।

অ্যালভেরা জেল কিনে ব্যবহার করতে পারেন।

এবার দুটি উপকরণ ভালো ভাবে মিশিয়ে ১০ মিনিট ফ্রিজে রেখে দিন।

প্যাকটি ব্যবহার করার আগে ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে নিন।

তুলো দিয়ে ফেস প্যাকটি মুখে লাগান।

হালকা হাতে ৫ মিনিট ম্যাসাজ করুন।

২৫ মিনিট অপেক্ষা করার পর ঠাণ্ডা জলে বা পানিতে মুখ ধুয়ে নিন।

এটি করার ১৫ থেকে ২০ মিনিট পর মেকআপ করতে পারেন বাইরে যাওয়ার থাকলে।

খেয়াল রাখবেন

  • যাদের স্কিন খুবই অয়েলি বা তেলতেলে তারা এই ফেস প্যাকটি ব্যবহার করবেন না।
  • ড্রাই স্কিনের জন্য এটি বিশেষ কার্যকরী। আপনারা চাইলে এটি নিয়মিত ব্যবহার করতে পারেন।
  • ফেস প্যাক লাগিয়ে বা লাগানোর কিছুক্ষণ পর রোদে যাবেন না।
  • অনেকদিনের জন্য প্যাক বানিয়ে ফ্রিজে রাখবেন না। যেদিন ব্যবহার করবেন সেদিন এটি বানাবেন।
  • ১৮ বছর বয়েসের উপরে যারা তারা এটি ব্যবহার করবেন।