মেথি দিয়ে রান্না তরকারি তো কমবেশি সবাই পছন্দ করে, কিন্তু মেথি দিয়ে চুলের যত্ন নিতে শুনেছেন কি?
আসুন আজ আপনাকে শিখিয়ে দেই কী করে মেথি দিয়ে হেয়ার প্যাক তৈরি করে চুলের যত্ন নিবেন ঘরে বসে!
মেথি ও টকদই এর হেয়ারপ্যাক
দুই টেবিল চামচ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন।
পরের দিন সেটা পানি ঝরিয়ে ভালো করে পিষে নিন কিংবা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন।
এবার মেথি পেস্টের সাথে এককাপ টকদই মিশিয়ে এক ঘন্টা রেখে দিন।
এবার এই প্যাকটি চুলে ও মাথার ত্বকে ভালো করে মেখে নিন। ঘন্টা খানেক রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
এই প্যাকটি মাসে দুইবার ব্যবহার করলে আপনি পাবেন ঘন কালো চুল, সেই সাথে চুল পড়া ও খুশকির সমস্যাও দূর হবে।
মেথি, টকদই ও নারিকেল তেলের হেয়ারপ্যাক
মেথি পিষে নিয়ে পরিমাণমতো টকদই ও নারিকেল তেল মিশিয়ে প্যাক তৈরি করুন।
নারিকেল তেলের বদলে আমন্ড ওয়েল বা অলিভওয়েলও মেশাতে পারেন।
এই প্যাকটি আপনার চুলকে শুধু কালো ও ঘনই করবে না, এক ধরনের শাইনিং ভাবও এনে দিবে।
মেথি ও নারিকেল তেলের মিশ্রণ
পরিমাণমতো নারিকেল তেলের সাথে এক চা চামচ নারিকেল তেল মিশিয়ে নিন।
মিশ্রণটি চুলায় ফুটাতে থাকুন। মেথি বাদামি রঙ ধারণ করলে চুলা থেকে নামিয়ে নিয়ে তেলটি গরম কিছুটা কমতে দিন।
এবার তেল থেকে মেথি আলাদা করে নিয়ে কুসুম গরম তেলটি মাথার তালুতে ভালো করে লাগিয়ে নিন।
এই প্যাক আপনার চুল পড়া বন্ধ করবে এবং অকালে চুল পাকাও রোধ করবে।
মেথি, মেহেদি এবং অলিভওয়েলের হেয়ারপ্যাক
মেহেদি গুঁড়া বা বাটা মেহেদির সাথে এক টেবিলচামচ অলিভওয়েল, সাদা ভিনেগার, মেথি গুঁড়া এবং দুই টেবিল চামচ টকদই মিশিয়ে প্যাক তৈরি করে নিন।
এবার প্যাকটি সারারাত রেখে দিন। পরেরদিন সকালে এই প্যাক মাথায় ভালো করে লাগিয়ে নিন। ২/৩ ঘন্টা পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
এই হেয়ারপ্যাকটি আপনার চুল থেকে খুশকি তো দূর করবেই, সেই সাথে চুলের গোড়া মজবুত করে চুলকেও করে তুলবে স্বাস্থ্যজ্জ্বল।
তাহলে জেনে নিলেন তো কতোভাবে মেথি ব্যবহার করে আপনি হেয়ারপ্যাক তৈরি করে নিতে পারেন।
এবার ঘরে বসেই মেথি ব্যবহার করে পেয়ে যান ঘন, কালো, উজ্জ্বল আর সিল্কি চুল!