চোখ আর ঠোঁট এই দুই’ই হল সৌন্দর্যের সোনার কাঠি আর রুপোর কাঠি।
এই দুই কে আকর্ষণীয় করে রাখতে গেলে ক্রেজি আবেদনময়ী লুক আনতেই হবে।
ছোঁয়াতে হবে মনকাড়া রঙের ছোঁয়া। চলুন জেনে নিই, ঠোঁট কে সেক্সি লুক দিতে চাইলে কোন লিপস্টিক লাগালে সবার নজরবন্দি হবেন আপনি।

রেড
রেড লিপস্টিক ক্ল্যাসিক আবেদনের প্রথম সারিতেই ছিল। আর থাকবেও।
তবে, টকটকে লাল লিপস্টিক না লাগিয়ে, রেড ওয়াইন রঙের লিপস্টিক লাগালে সব কমপ্লেকশনেই দারুন মানাবে।

বার্গেন্ডি
লালের পাশাপাশি বার্গেন্ডি ও দারুন যাবে। যেকোনো পোশাকের সঙ্গে ভাল মানাবে।

বেরি শেড
একটু গোলাপি শেডের লিপস্টিক খুব সহজেই নজর কাড়বে। তবে যারা ফর্সা গোছের তাঁদের ক্ষেত্রে গোলাপি শেড ভাল যাবে।

পার্পল
লিপস্টিক নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাইলে নিরাপদ অপশন পার্পল শেড।

বাদামি
বাদামি শেডের ক্ষেত্রে, সম্পূর্ণ বাদামি শেড না লাগিয়ে একটু গোল্ডেন ব্রাউন শেড দিলে বেশি মানাবে।