মেকআপ যদি হয় ঘরে বসে, তাহলে তার কিছু বেসিক জেনে রাখা জরুরি। কারণ প্রয়োজনে এই জানাটুকুই কাজে আসবে।
হ্যাঁ, আজকে গ্ল্যামোজেন আপনাদেরকে সেই কথাই জানাবে। কীভাবে যেকোনো অনুষ্ঠানের বেসিক মেকআপ, কোন পার্লারে না গিয়ে, বাড়িতে বসেই খুব সহজে করা যায়।
চলুন তাহলে, কথা না বাড়িয়ে আমরা জেনে নিই, বেসিক মেকআপ এর মূল রহস্য।
মুখের মেকআপ
প্রথমেই, আপনার মুখটি পরিষ্কার করার জন্য, খুব ভালো মানের ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে যত্ন সহকারে ধুয়ে ফেলুন।
এবারে গুণগত মানসম্পন্ন কোন ময়েশ্চারাইজিং ক্রিম, আপনার কপাল, নাক, গাল এবং চোখের চারপাশে লাগিয়ে মেসেজ করুন।
১৫ থেকে ২০ মিনিট অবশ্যই অপেক্ষা করুন। এতে লোশনটি আপনার মুখে ভালোভাবে বসে যাবে। ফাউন্ডেশন ব্যবহারের দ্বারা পারফেক্ট মেকআপ পর্ব শুরু হয়।
এটি নির্বাচনের ক্ষেত্রে অদ্বিতীয় শর্ত হলো, আপনার স্কিন টোন-এর থেকে এক অথবা দুই শেড হালকা ফাউন্ডেশন ব্যবহার। প্রয়োজনে শেডিংএর জন্য ডিপ কালার লাগিয়ে নিন।
ত্বকের কালো দাগ ঢাকতে, ব্ল্যাক আন্ডারটোনের কনসিলার বেছে নিতে পারেন।
আর চোখের ডার্ক সার্কেল এর জন্য, সবুজ বা হলুদ রঙের কনসিলার, আপনাকে এক্সট্রা গ্ল্যামারাস লুক দেবে।
এখন, আপনার সম্পূর্ণ মুখে, ফেস পাউডার বা কম্প্যাক্ট ব্রাশ করুন। এবারে কম্প্যাক্ট-এর সাথে থাকা স্পঞ্জ দিয়ে হালকা পাফ করে মুখের বেইজ সেট করুন।
চোখের মেকআপ
চোখ-কে আকর্ষণীয় এবং দীপ্তিময় করে তুলতে আইশ্যাডো-এর ভূমিকা অপরিহার্য। পোশাকের সঙ্গে মানানসই করে একটু হাইলাইট করে নিন।
এবার মোটা করে একটু আইলাইনার লাগান। পটল-চেরা চোখ করতে আপনি কাজলের সাহায্য নিতেই পারেন।
চোখ দুটোকে মায়াবী করতে ফলস ল্যাশসের সাহায্য নিন। এবার একটু মাস্কারা, ব্যাস!
আই-ব্রো পেন্সিল ব্যবহার করে ভ্রু-র শেপ দিন। হালকা কাজল কিংবা শ্যাডো-বেশ দেখাবে।
নাকের মেকআপ
উচু নাকের অধিকারিনী হতে, কে না চায় বলুন তো? তবে যাদের নাক একটু চাঁপা, তারাও কিন্তু নিরাশ হবেন না।
নাকের দুপাশে ডিপ কালারের ফাউন্ডেশন, হাতের আঙ্গুলের সাহায্যে, উপরের দিক বেস করে মিশিয়ে দিন এবং নাকের ওপরের অংশে হালকা কালারের ফাউন্ডেশন ব্যবহার করুন।
কথা দিতে পারি, আপনার নাক কাটা যাবে না।
ঠোঁটের মেকআপ
প্রথমেই, আপনার ঠোট ভালোভাবে পরিষ্কার করে নিয়ে লিপবাম লাগান এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এবার লিপলাইনার দিয়ে সুন্দর করে ঠোঁটটি এঁকে নিন।
ড্রেসের কালার অনুযায়ী লিপস্টিকের কালার পছন্দ করুন। রাতে লিপ-গ্লসও ব্যবহার করতে পারেন।
ব্লাশন
পুরো মেকওভার কমপ্লিট হয় ব্লাশনের স্পর্শে। পিচ রঙের ব্লাশন ব্যবহার করুন, ভালোই লাগবে।
যদিও বা ব্লাশনের রং নির্ভর করে আপনার পোশাক, লিপস্টিক এবং আইশ্যাডোর ওপরে।
ব্লাশার ব্রাশ দিয়ে, ডিম্বাকৃতি মুখে হাড়ের সব থেকে উঁচু জায়গায়, চৌকোনা মুখে চোয়ালে দুই পাশে এবং গোলাকৃতি মুখে হাড় থেকে গালের উপরের দিকে সঠিকভাবে ব্রাশ করুন।
হয়ে গেলো আপনার মেকআপ রেডি।