ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি।
কিন্তু কেন? কি উপকার রয়েছে এটি ব্যবহারে, তা কি সবার জানা?
বা সঠিক কিভাবে ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত?
আসুন জেনে নেই ময়েশ্চারাইজার এর উপকারিতা ও এর ব্যবহার সম্পর্কে।
ময়েশ্চারাইজার কি?
ময়েশ্চারাইজার হলো এক ধরনের ক্রিম যা ত্বকের আদ্রতা বজায় রেখে ত্বককে মসৃণ করতে সাহায্য করে।
সব ধরনের ত্বকের মানুষদের ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়।
অনেকের ধারণা যাদের তৈলাক্ত ত্বক তাদের ময়েশ্চারাইজার ব্যবহার করার প্রয়োজন নেই।
আবার অনেকে ভাবেন শীতকাল ছাড়া বাকি অন্য ঋতুতে এটি ব্যবহার এর প্রয়োজন নেই।
এই সবগুলো ধারণাই এক একটি ভুল।
আপনি যে ত্বকের অধিকারী হোন না কেনো আপনার অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
ময়েশ্চারাইজার ব্যবহার করার উপকারিতা
নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক অনেক মসৃণ হয়।
যেহেতু ময়েশ্চারাইজার একটি ক্রিম বেসড প্রোডাক্ট তাই এটি ব্যবহার এর সময় আলতো হাতে ম্যাসাজ করার প্রয়োজন হয়।
এতে করে ত্বকে বলিরেখা পড়ে না।ত্বকের চামড়া ঝুলে পড়েনা।এবং সহজেই ত্বকে বয়সের ছাপ পড়ে না।
এটি ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে।
ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে।
ময়েশ্চারাইজার ব্যবহার করার নিয়ম
সকালে ও রাতে ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।
সেই মত ফেস ওয়াশ করার পর আপনার পছন্দের ময়েশ্চারাইজার মুখে লাগিয়ে নিন।
এটি লাগানোর সময় মুখের উপর চাপ প্রয়োগ করবেন না।
উপরের দিক স্ট্রোক ব্যবহার করে ময়েশ্চারাইজারটি আলতোভাবে প্রয়োগ করবেন।
কখনও ত্বকে ঘষে ঘষে এটি অ্যাপ্লাই করবেন না।
মেকআপ করার আগে ফাউন্ডেশন বা অন্য কোনও সামগ্রী লাগানোর আগে চাইলে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারেন।
মেকআপের হাত থেকে স্কিন সুরক্ষিত থাকে।