Search
Close this search box.

ঘরোয়া উপায়ে ব্ল্যাক হেডস তোলার উপায়

আমাদের সবারই কম বেশি মুখে নানা সমস্য়া থাকে। আর তা হবে নাই বা কেন?

এই দূষণ, ধোঁয়া, ধুলোবালির কারণে ত্বকে ময়লা জমতে থাকে।

এর ফলে পোরসগুলো সঠিক পরিমাণে অক্সিজেন পায় না।

তখনই ত্বকে নানা সমস্যা দেখা দিতে শুরু করে। তাই মুখ ভালো করে পরিষ্কার না করলে বা মুখের ঠিকঠাক যত্ন না নিলে সমস্যা বাড়তে থাকেই।

তবে ব্ল্যাকহেডস এবং হোয়াইট হেডসের সমস্যা আমাদের সবারই কম বেশি আছে।

নাকের দুপাশে, নাকের উপর এই কালো কালো দানার মতো স্পট দেখা যায়।

এগুলোই ব্ল্যাকহেডস। কারও কারও ব্ল্যাকহেডস কম থাকে, কারও কারও বেশি থাকে।

কিন্তু এই ব্ল্যাকহেডস দূরকরার জন্য পার্লরে যাওয়ার কোনও প্রয়োজন নেই।

ঘরে বসেই এই ব্ল্যাকহেডস দূর করা সম্ভব।

হলুদ

পুদিনা পাতার রসের সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে আক্রান্ত স্থানে পেস্টটি লাগিয়ে রাখতে হবে।

কয়েক মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

তাছাড়া লাল চন্দনের সঙ্গে হলুদ এবং দুধ মিশিয়ে এককটি ঘন পেস্ট তৈরি করতে হবে।

এটি মুখে লাগিয়ে ১০ মিনিট পর হালকা শুকিয়ে আসলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেললেই ত্বক পরিষ্কার হয়ে যাবে।

ডিম

ডিমের সাদা অংশ নাকে লাগিয়ে টিস্যু পেপার দিয়ে মুড়ে দেবেন।

শুকিয়ে গেলে মাক্সের মতো করে তুলে ফেলবেন।

দেখবেন টিস্যু পেপারে ব্ল্যাকহেডস জমা হয়ে আছে।

হট স্টিম

 মুখে গরম ভাপ নেয়া যেতে পারে। একটি গামলায় ধোঁয়া ওঠা গরম পানি নিয়ে তার ওপর মুখ রাখতে হবে।

খেয়াল রাখতে হবে গামলা থেকে মুখের দূরত্ব কমপক্ষে যেন এক হাত থাকে।

গরম ভাপ ব্ল্যাক হেডসের মুখ খুলতে সাহায্য করে আর খুব সহজে ব্ল্যাক হেডস পরিষ্কার করা যায়।

লেবু ও মধু

লেবুর সঙ্গে মধু মিশিয়ে ত্বকে ঘষে নিতে হবে। এবার আধা ঘণ্টা পর মুখ ধুয়ে নিতে হবে।

এ ক্ষেত্রে লেবু ব্ল্যাক হেডস দূর করবে আর মধু ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে।

দারুচিনি ও ময়দা

আধা চামচ দারুচিনির গুঁড়া এবং ১ চামচ ময়দা মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট।

এরপর স্বাভাবিক পানি দিয়ে আস্তে আস্তে ধুয়ে ফেলতে হবে।

দারুচিনির জন্য মুখ জ্বলতে পারে কিন্তু তাতে ভয়ের কিছু নেই। কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে।