Search
Close this search box.

কাপড়ের কড়া দাগ তোলার ঘরোয়া উপায়

রেস্তোরাঁয় গিয়ে নিজের পছন্দের খাবারটি খাওয়া যেই না শেষ হলো ওমনি দেখলেন জামাতেও একটু পড়ে দাগ লেগে গেছে। কী জ্বালা!

হয়তো বা কোথাও থেকে লেগেছে রক্তের দাগ। বা সাধের চা-টা খেতে খেতে পড়ে গেলো জামায়। ব্যাস আপনার সাদা সুন্দর জামার দফারফা!

এরকম নানা রকমের দাগ তো চলতেই থাকে। কিন্তু সমস্যা হলো এই সব দাগ যেতেই চায় না। জামাকাপড়ে একবার এইসব দাগ পড়লে, তা থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন।

হাজার দামি ডিটারজেন্ট ব্যবহার করেও কোন লাভ হয় না।

কিন্তু আপনার বাড়িতেই এমন কিছু খুব সহজ জিনিস আছে যেগুলো দিয়ে খুব সুন্দর ভাবে দাগ উঠে যেতে পারে। কীভাবে? দেখুন।

লেগেছে হলুদের দাগ? আছে ভিনেগার

ভিনেগার কিন্তু খুব ভালো কাজ দেয় হলুদের দাগ তুলতে। শুধু হলুদের দাগ কেন, যেকোনো দাগ তোলার ক্ষেত্রেই এটা ভালো কাজ দেয়।

তবে বিশেষ করে হলুদের দাগ তোলা যেন এর কাছে কোন ব্যাপারই না।

উপকরণ

২ কাপ ভিনিগার, ১ কাপ পানি, গুঁড়া সাবান বা লিকুইড সাবান একটু।

পদ্ধতি

ভিনেগার, পানি ও গুঁড়া সাবান একসাথে মেশান। এক্ষেত্রে লিকুইড সাবান হলে বেশি ভালো। কিন্তু গুঁড়ো সাবানও চলবে।

এবার এই মিশ্রণ ওই হলুদের দাগ লাগা জায়গায় ফেলে রাখুন বা ওই জায়গাটি ওই পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ।

তারপর ভালো করে হলুদ লাগা জায়গাটি ঘষে নিন। দেখবেন দাগ উঠে গেছে।

পাতিলেবুর উপকারিতা

মুখের বিভিন্ন দাগের মত জামা কাপড়ের দাগ তোলাও কিন্তু পাতিলেবুর কাছে কোন ব্যাপার না।

উপকরণ

একটা গোটা পাতিলেবু।

পদ্ধতি

পাতিলেবুর রস বার করে নিন। এবার দাগ লাগা জায়গায় লেবুর রস দিন। কিছুক্ষণ রেখে আবার রস দিন।

এবার ওটা বাইরে রোদে মেলে দিন। খানিকক্ষণ রোদে রাখার পর গুঁড়া সাবান দিয়ে ধুয়ে নিন। দেখবেন দাগ ভ্যানিশ!

চায়ের দাগকে বিদায় জানান গরম পানি বা টুথপেস্ট দিয়ে

কাপড়ে চায়ের দাগ কিন্তু খুব জেদি। একবার চা কাপড়ে পড়ে গেলে, ব্যাস তাকে তুলতে গিয়ে দম বেরিয়ে যাবার জোগাড়। কাজে লাগান গরম পানিকে।

পদ্ধতি

পানি ভালো করে গরম করে নিন। এবার এই গরম পানিতে ওই দাগ লাগা জায়গায় দিন। একটু সাবান গুঁড়ো দিন। ভালো করে ঘষুন। ভিজিয়ে রাখুন। দাগ উঠে যাবে।

একইভাবে ব্যবহার করতে পারেন টুথপেস্ট। টুথপেস্ট নিয়ে দাগের জায়গায় লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। তারপর জায়গায় ভালো করে ঘষুন। তারপর ধুয়ে ফেলুন।

কাজে লাগান লবণ

অনেক সময় হাত-পা কেটে গেলে জামায় রক্তের দাগ লেগে যেতেই পারে। কী করবেন তখন? দেখে নিন।

উপকরণ

লবণ অল্প, গুঁড়া সাবান অল্প।

পদ্ধতি

রক্তের দাগ তোলার খুব সহজ উপায় এটি। দাগ লাগা জায়গায় জাস্ট একটু লবণ ছড়িয়ে দিন।

লবণ গলে গেলে জায়গায় একটু ঘষে দিন। এবার সাবান গুঁড়া দিয়ে ওই জায়গাটা ঘষে নিন। তারপর ধুয়ে নিন। দেখবেন কাপড় থেকে রক্তের দাগ মুছে গিয়েছে।

কাপড়ের তেলচিটে দাগ

অনেক মাথায় তেল মেখে শুলে বালিশে অনেকসময় তেলের দাগ লেগে যায়। আর সেই দাগ তোলা যে কতটা কঠিন সেটা নিশ্চয়ই অনেকেই জানেন।

এবার এই পদ্ধতিতে তেলের দাগ তুলুন সহজে।

উপকরণ

গুঁড়া সাবান।

পদ্ধতি

পানি ভালো করে ফোটান। এবার এতে গুঁড়া সাবান দিয়ে কাপড় গরম পানিতে ভিজিয়ে রাখুন।

তারপর গরম পানি একটু ঠাণ্ডা হলে, কাপড় একটু ঘষে ধুয়ে ফেলুন। সমস্ত দাগ উঠে যাবে।

আবার তেল জাতীয় খাবার খেলে, যদি কাপড়ে পড়ে যায়, তাহলেও কাপড়ে তেলের দাগ লেগে যায়। সেটা তুলতেও এই পদ্ধতি কাজে লাগান।

যেকোনও দাগ তুলবে মুলতানি মাটি

মুলতানি মাটি শুধু রূপচর্চায় কাজে না লাগিয়ে কাপড়ের দাগ তোলার জন্যও ব্যবহার করুন।

এটা জানেন কি মুলতানি মাটি কাপড়ের যেকোনো দাগ তুলতে সক্ষম? হ্যাঁ, একবার কাজে লাগিয়েই দেখুন না।

উপকরণ

মুলতানি মাটি পরিমাণ মতো, ভিনেগার অল্প।

পদ্ধতি

মুলতানি মাটির সাথে একটু ভিনেগার মিশিয়ে নিন। এবার এটা দাগ লাগা জায়গায় লাগিয়ে দিন মোটা করে।

রাখুন যতক্ষণ না এটা শুকিয়ে যায়। শুকিয়ে গেলে ভিজে কাপড় দিয়ে জায়গাটি ঘষুন। মুলতানি মাটি তুলে দিন। দেখবেন মুলতানি মাটির সাথে দাগও উঠে গেছে।

তাহলে এবার কাপড়ে যাই দাগ লাগুক না কেন, এগুলোর মধ্যে যেকোনো একটি ট্রাই করে ফেলুন। ব্যাস, তারপর দাগ নিয়ে নো চিন্তা।