Search
Close this search box.

ত্বকের যত্ন নারকেল তেল

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ হিসাবে ব্যবহার করা হয়ে আসছে নারকেল তেল।

তবে আপনাদের কাছে নারকেল তেল কিন্তু চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্যই পরিচিত।

কিন্তু আপনারা অনেকেই জানেন না যে, ত্বককে সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল বানাতেও কিন্তু নারকেল তেলের ব্যবহার বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আজ আপনাদের দেব নারকেল তেলের এমন কয়েকটি ফেসিয়ালের খোঁজ যা ব্যবহার করলে আপনার ত্বকের সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যাবে।

ত্বকে বলিরেখা দূর করতে

অ্যাপেল সিডার ভিনিগার এবং নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন, এরপর তাতে পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে নিন।

এবার এই মিশ্রণটি সারা মুখে লাগিয়ে নিন।

প্যাকটি মুখে শুকিয়ে গেলে এবার ভার্জিন নারকেল তেল মুখে কয়েক ফোঁটা লাগিয়ে মাসাজ করে নিন।

এইভাবে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন ভালো করে।

এতে করে ত্বকে বলিরেখা খুব সহজেই দূর হয়ে যাবে।

সপ্তাহে তিনবার করে নিয়ম মত এটি ব্যবহার করবেন।

ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে

লেবু দিয়ে দুধ কেটে ছানা বানিয়ে নিন।

এবার আধ কাপ পরিমাণ ছানার সঙ্গে ভার্জিন নারকেল তেল মিশিয়ে নিয়ে সারা মুখে ভালো করে মাসাজ করে নিন।

এইভাবে ১৫ মিনিট মুখে রেখে মুখ ধুয়ে নিন।

সপ্তাহে তিন দিন এই মিশ্রণটি মুখে লাগান। চেহারা থেকে হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে পাবেন সহজেই।

ত্বককে ময়েশ্চারাইজড করতে

আধ চা-চামচ মধু, ১ টেবিল চামচ ভার্জিন নারকেল তেল।

একটি কাঁচের পাত্রে ভালো করে মিশিয়ে নিয়ে সারা মুখ, গলা এবং ঘাড়ে লাগিয়ে নিন।

এক ঘণ্টা এইভাবে প্যাকটি ত্বকের ওপর বসতে দিন। তারপর ভাল করে ঠান্ডা জলে ধুয়ে নিন।

ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনতে এই প্যাক খুবই কার্যকর।

ভালো ফল পেতে সপ্তাহে ৩-৪ বার এই প্যাকটি ব্যবহার করুন।

মুখের দাগ ছোপ দূর করতে

৩ টেবিল চামচ নারকেল তেল, আধ চা চামচ লেবুর রস, আধ চা চামচ হলুদ গুঁড়ো, মধু ১ চেবিল চামচ।

সবকটি উপাদান ভালো করে একটি কাঁচের পাত্রে মিশিয়ে নিন।

এবার সারা মুখে মিশ্রণটি আঙুলের সাহায্যে মোটা করে লাগিয়ে নিন।

২০ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন।

সপ্তাহে ২ বার করে এই প্যাক এক মাস ব্যবহার করলে ত্বকের যেকোনও দাগ দূর হয়ে যেতে পারে খুব সহজেই।