চুলের নানা রকমের সমস্যাতে এখন ছেলেমেয়ে নির্বিশেষে সবাই নাজেহাল। এর নানা কারণও রয়েছে। ধূলো, দূষণ, অতিরিক্ত চাপ, সঠিক সময়ে পুষ্টির অভাব ইত্যাদির কারণে চুল পড়ে যাওয়া, চুলের বৃদ্ধি ব্যাহত হওয়া, চুলের অকালপক্কতার মত নানান সমস্যার মুখোমুখি হতে হয়।
এর অনেকটাই সমাধান করতে পারে আমাদের হাতের কাছে থাকা কারিপাতা। এটি শুধুমাত্র রান্নার স্বাদ বৃদ্ধি করে তাই নয়। আপনার চুলের ক্ষেত্রেও এর উপকারিতা কিছু কম নয়। চলুন, জেনে নিন এটি ব্যবহার করবেন কিভাবে।
১. চুলের বৃদ্ধিতে ব্যবহারের পদ্ধতি
উপকরণ
- কারিপাতা – ১ কাপ
- টক দই – ১/২ কাপ
- অলিভ অয়েল – ২ চামচ
প্রথমে কারিপাতাকে মিক্সিতে কিছুটা জলের সাথে নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার তার সাথে দই ও অলিভ অয়েল মিশিয়ে নিয়ে একটি স্মুথ পেস্ট তৈরী করে নিতে হবে। গোটা চুলে ও স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিয়ে ১০ থেকে ১৫ মিনিট ম্যাসাজ করে নিন। ১ ঘন্টা রেখে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ দিন করুন। ফল পাবেন নিজেদের হাতেনাতে।
যেভাবে ব্যবহার করবেন
নারকেল তেলের সাথে কারিপাতা ফুটিয়ে নিন ৭ থেকে ১০ মিনিট ধরে। এবার কারিপাতাকে তুলে নিয়ে তেল উষ্ণ গরম থাকতে থাকতেই গোটা স্ক্যাল্পে লাগিয়ে নিয়ে ম্যাসাজ করে নিন ৩০ মিনিট ধরে। এক ঘন্টা রেখে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৪ থেকে ৫ দিন ব্যবহার করুন। ফল পাবেন হাতেনাতে।
২. অকালপক্কতাকে রোধ করে
উপকরণ
কারিপাতা –.১ কাপ
নারকোল তেল – ৪ চামচ
ক্যাস্টার অয়েল – ১/২ চামচ
যেভাবে ব্যবহার করবেন
কারিপাতাকে মিস্কিতে পেস্ট করে নিয়ে তার মধ্যে দিয়ে দিন নারকোল তেল, ক্যাস্টার অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্ক্যাল্পে ভালো করে মেখে নিন। ১৫ থেকে ২০ মিনিট ম্যাসাজ করে ১ ঘন্টার জন্য রেখে দিন। এবার কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে এটি ৪ থেকে ৫ দিন করার চেষ্টা করুন। কারিপাতায় থাকে ভিটামিন ই ও অ্যান্টিঅস্কিডেন্ট যা চুলের অকালপক্কতাকে রোধ করতে সাহায্য করে।
৩. পাতলা চুলকে করে মোটা
উপকরণ
- কারিপাতা – ১ কাপ
- মেথি – ২ চামচ
- নারকেল তেল – ৫ চামচ
- কুচোনো পেঁয়াজ – ৩ চামচ
যেভাবে ব্যবহার করবেন
কারিপাতা, মেথি, পেঁয়াজ এগুলিকে প্রথমে মিস্কিতে নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার এর সাথে নারকোল তেল মিশিয়ে নিয়ে চুলে ভালো করে মাখিয়ে নিতে হবে। ২০ থেকে ২৫ মিনিট ম্যাসাজ করে নিয়ে ১ ঘন্টা রেখে দিয়ে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ৪ থেকে ৫ দিন করে দেখুন ফল পাবেন নিশ্চিত ভাবে।
সমস্যা সমাধানে কারিপাতা
- কারিপাতা আপনার চুলের কোষগুলিকে উদ্দীপিত করে। তাই এটি ব্যাবহার করলে আপনার চুল থাকবে সাস্থ্যকর।
- মাথার স্ক্যাল্পে খুশকি হয়ে থাকলে প্রচুর চুল পড়তে থাকে। তাই যদি এই পাতা ব্যাবহার করেন তবে, আপনি খুশকি হওয়া থেকে নিস্তার পাবেন।
- অনেকেই স্ক্যাল্পের নানাধরণের ইনফেকসনে ভোগেন। তারা নিশ্চিত ভাবে এটি ব্যবহার করতে পারেন।
- চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।
- কারিপাতা চুলকে গোড়া থেকে মজবুত করে তোলে, ফলে চুল পড়া অনেকাংশে কমে যায়।
- দীর্ঘ সময় ধরে চুলে এই পাতা ব্যাবহার করতে পারলে আপনার চুলকে কালো করে তোলে।
- এটি চুলের অকালপক্কতাকে দূর করে। আজকাল অনেকেই এই সমস্যায় ভুগছেন। তাই তারা কারিপাতাকে ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে।
- চুল পাতলা হয়ে গেলে এটি ব্যবহার করুন। ফল পাবেন হাতেনাতে।
বাজারে আজকাল নানা ধরণের ক্রিম মাস্ক ইত্যাদি পাওয়া গেলেও মনে রাখবেন প্রাকৃতিক জিনিসের কোনো তুলনা হয় না। তাই চুলের সমস্যার জন্য কারিপাতাকে এই পদ্ধতিতে ব্যবহার করুন ও উপকৃত হন।