Search
Close this search box.

চোখের চারপাশের কালো দাগ দূর করবেন যেভাবে

চোখের নিচে কালি আপনার সৌন্দর্যের পথে বাধা হয়ে দাড়াচ্ছে কি?

এর জন্য সাজগোজ করার সময় কত না হুজ্যতি পোহাতে হয়, আবার দামী দামী কসমেটিক্সের পেছনেও টাকা নষ্ট হয়।

কিন্তু এত করেও কি সমস্যার সমাধান হয়েছে? না হলেও আর কোনো চিন্তা নেই, কারণ আপনার হাতের কাছেই রয়েছে চোখের নিচের কালি দূর করার উপায়। দেরী না করে আসুন জেনেনি সহজ ঘরোয়া কতগুলি উপায়।

প্রথমে জেনে নেওয়া যাক চোখের নিচে কালি কেন পরে।

অতিরিক্ত স্ট্রেস, দেহে হিমগ্লোবিনের অভাব, অনিদ্রা, অপুষ্টি, দীর্ঘ দিন রোগগ্রস্ত থাকা ইত্যাদি কারণে আমাদের চোখের নিচে কালি পড়তে পারে।

তবে আমাদের জিন ও এই সমস্যাটির একটি অন্যতম মূল কারন।

সমাধানের ঘরোয়া উপায়

কোন ক্রিমের কথা বলছি না, একেবারে প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ কয়েকটি জিনিসের কথা বলছি আজ।

যা নিয়মিত ব্যবহার করে সহজেই চোখের নিচে হওয়া কালো দাগ দূর করা যাবে।

১. নারকেল তেল

  • নারকেল তেলের ম্যাসেজ চোখের নিচের কালি দূর করার একটি সহজ উপায়।
  • প্রতিদিন ২-৩ বার নারকেল তেল চোখের নিচের নরম চামড়ায় হালকা করে ম্যাসেজ করতে হবে।
  • ২-৩ ঘন্টা রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
  • নারকেল তেল ত্বকে নমনীয়তা দান করে চোখের নিচের কালী দূর করার সাথে সাথে এটি চোখের নিচের নরম চামড়া কুচকে যাওয়ার হাত থেকেও রক্ষা করে।
  • খেয়াল রাখবেন যেন এরপর রোদে না বেড়তে হয়।

২. আলমণ্ড অয়েল

  • চোখের নিচে কালি দূর করার অপর একটি অত্যন্ত কার্যকরী ঘরোয়া উপাদান হলো আলমণ্ড অয়েল।
  • এতে বর্তমান উপাদান আমদের ত্বক বিশেষ করে চোখের নিচের স্পর্শকাতর ত্বকের জন্য উপকারী।  এর নিয়মিত ব্যবহার খুব সহজেই চোখের নিচের কালি দূর করে।
  • রাতে শুতে যাবার আগে অল্প পরিমানে আলমণ্ড অয়েল চোখের নিচের অংশটিতে হালকা করে ম্যাসেজ করে ঘুমিয়ে পড়ুন।
  • সকালে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে ফেলুন।
  • এই ঘরোয়া উপায় প্রতিদিন ব্যবহার করুন ভালো ফল পেতে।

৩. হলুদ ও আনারসের রস

  • হলুদে বর্তমান আন্টি-অক্সিডেন্ট ও আন্টি-ইনফ্লামেটারি উপাদান আপনার চোখের তলার কালি দূর করার সাথে সাথে এই অংশের ত্বক নরম ও মসৃন করে তোলে।
  • ২ চামচ কাচা হলুদ বাটা ও আনারসের রস মিশিয়ে একটি মসৃন পেস্ট মত বানিয়ে নিন।
  • কালো হয়ে যাওয়া অংশটিতে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে একটি নরম ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।
  • সপ্তাহে তিনদিন করুন এটি অ্যাপ্লাই।

৪. মুলতানি মাটি, নারকেল, শসার আই প্যাক

  • ৩-৪ চামচ মুলতানি মাটি, ১চামচ ফ্রেশ গ্রেটেড নারকেল, লেবুর রস, দু চামচ গ্রেটেড শসা ও দুধ মিশিয়ে একটি পেস্ট মত বানিয়ে নিন।
  • মিশ্রণটি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিন। এবার চোখের তলার অংশে পেস্টটি লাগিয়ে নিন।
  • একটু খেয়াল রাখবেন যাতে আপনার চোখে মিশ্রণটি না পৌঁছয়।
  • ২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
  • প্রতিদিন এটি ব্যবহার করুন।

৫. গোলাপ জল

  • চোখের নিচের স্পর্শকাতর ত্বকের জন্য গোলাপ জল অত্যন্ত উপকারী। প্রতিদিন এর ব্যবহার আপনার এই সমস্যাটি সমাধানে কার্যকরী।  
  • তুলো গোলাপ জলে ভিজিয়ে চোখ বন্ধ করে চোখের ওপর দিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট।
  • এটি আমাদের চোখের তলার কালী দূর করে ওই অংশটিকে নমনীয়ও মসৃন রাখে।
  • আপনি রোজ ব্যবহার করতে পারেন।

৬. আলু

  • একটি আলুকে গ্রেট করে রস বের করে নিন।  ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ। ঠান্ডা হয়ে গেলে ওই রসে তুলো ভিজিয়ে চোখ বন্ধ করে চোখের ওপর রাখুন।  
  • খেয়াল রাখবেন চোখের তলার কালো অংশ যেন ওই তুলোর নিচে থাকে।
  • ১৫-২০ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।  
  • প্রতিদিন দুবার করে এই পদ্ধতিতে আপনি খুব সহজেই চোখের নিচের কালি দূর করতে পারবেন।

৭. লেবুর রস

  • লেবুতে বর্তমান ভিটামিন সি চোখের তলার কালী দূর করতে সাহায্য করে।
  • লেবুর রসে তুলো ভিজিয়ে চোখ বন্ধ করে চোখের ওপর দিয়ে রাখুন যাতে তলার কালো অংশেও লেবুর রস পৌঁছয়।  
  • ১০-১৫ রেখে ধুয়ে ফেলুন।
  • এছাড়া লেবুর রসের সাথে বেসন, হলুদ বাটা ও টমেটোর রস মিশিয়ে চোখের নিচের কালো কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ভালো ফলাফল পাবেন।

আমাদের হাতের কাছেই যদি এত কার্যকরী উপাদান থাকে তাহলে আর চিন্তা কেন?

পার্লারেও যেতে হবে না, দামী দামী কসমেটিক্স কিনে অকারনে টাকাও খরচা করার দরকার নেই।

চটপট ঘরোয়া উপায় গুলি ট্রাই করুন এবং পেয়ে যান অবাঞ্ছিত চোখের নিচের কালো দাগের থেকে মুক্তি।