Search
Close this search box.

ঘাড়ের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

সূর্যের আলো আমাদের চেহারার মত ঘাড়ের উপর পড়ে। যার ফলে দেখা যায় সানবার্ন।

এটা চেহারার চেয়ে ঘাড়ে বেশি বোঝা যাচ্ছে। মুখের রঙের উজ্জ্বলতাকেও নির্জীব করে দেয় গলা ও ঘাড়ের কালচে দাগ।

এ সমস্যা নিয়ে অনেকেই বিব্রতবোধ করেন। চেহারার পুরো সৌন্দর্যকেই মাটি করে দেয় ঘাড় ও গলার কালো দাগ।

এর পেছনের কারণ হতে পারে কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার, সানট্যান এমনকি ডায়াবেটিস। 

তাছাড়া আমাদের ঘাড়ের প্রতি অবহেলা করার জন্য ঘাড় কালো হয়ে যায়। ফেইসের যেমন যত্ন করা হয়, ঘাড়ের ক্ষেত্রে ততই অনীহা আমাদের। 

কিন্তু এখন থেকে আমাদের ঘাড়ের যত্ন নিতে হবে। ঘরোয়া উপায়ে আমরা ঘাড়ের কালো দাগ দূর করতে পারি খুব সহজেই। 

কিন্তু যাদের হরমোনাল সমস্যা, তাদের অবশ্যই স্কিন ডাক্তারের পরামর্শ গ্রহণ করার অনুরোধ রইলো। 

ঘরোয়া উপাদানের মাধ্যমে কালো দাগ দূর করা

আমাদের রান্নাঘরে থাকা কিছু উপাদান আমাদের ঘাড়ের কালো দাগ দূর করতে খুব উপকারী।

হাতের কাছেই পেয়ে যাচ্ছি বলে এটা দিয়ে খুব সহজেই প্যাক তৈরি করে রেগুলার ব্যবহার করে পারবেন।

রেগুলার ব্যবহারের মাধ্যমে ঘাড়ের কালো দাগ খুব সহজে ও অল্প সময়ে দূর করা সম্ভব। 

মুলতানি মাটির প্যাক

মুলতানি মাটির প্যাক কালো দাগের জন্য খুবই উপকারী। এটা কুচকে যাওয়া ত্বক টান টান রাখতে সাহায্য করে। ঘাড়ের রিংকেলস কমাতেও সাহায্য করবে। 

প্রয়োজনীয় উপকরণ 

  • মুলতানি মাটি
  • লেবুর রস
  • শংখ গুড়া
  • গোলাপজল

পদ্ধতি 

  • প্রথমে একটি বাটিতে দুই টেবিল চামচ মুলতানি মাটি নিয়ে নিন। 
  • তাতে এক টেবিল চামচ শংখ গুড়া অ্যাড করুন। দুইটি উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিন। 
  • মিক্সার যাতে ঘন পেস্ট হয় সেই অনুযায়ী গোলাপ জল এড করুন। তাতে এক টেবিল চামচ লেবুর রস অ্যাড করুন। 
  • ভালোভাবে মিক্স করলেই রেডি অ্যাপ্লাই করার জন্য। 

এই প্যাকটি সপ্তাহে একদিন পর পর অ্যাপ্লাই করতে হবে। ঘাড়ে অ্যাপ্লাই করে ২৫/৩০ মিনিটের জন্য শুকাতে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা

অ্যালোভেরা অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এটা আমাদের ত্বক উজ্জ্বল ও হাইড্রেট রাখতে সাহায্য করে।

পাশাপাশি ত্বকের কালো দাগ দূর করে ব্রাইট করে তুলবে। 

প্রয়োজনীয় উপকরণ 

  • অ্যালোভেরা

পদ্ধতি 

  • একটি ফ্রেশ অ্যালোভেরা পাতা নিন।
  • পাতার দুই সাইড কেটে নিন। এরপর উপরের আবরণ ছুরি দিয়ে কেটে ফেলে দিন। জেল বের হয়ে আসবে। 
  • ভিতরের জেল ঘাড়ের মধ্যে ডিরেক্ট অ্যাপ্লাই করুন। আলতো করে রাব করতে থাকুন।

এইভাবে প্রতিদিন গোসলের আগে ব্যবহার করলে ঘাড়ের কালো দাগ খুব সহজেই দূর হবে। 

অ্যাপল সিডার ভিনেগার

অ্যাপল সিডার ভিনেগার আমাদের ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে। এর মধ্যে উপস্থিত ম্যালিক এসিড ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে।

ফলে ত্বক উজ্জ্বল ও গ্লোয়িং হয়। 

প্রয়োজনীয় উপকরণ 

  • অ্যাপল সিডার ভিনেগার 
  • পানি
  • কটন প্যাড

পদ্ধতি 

  • একটি বাটিতে চার টেবিলচামচ পানি নিন। 
  • তাতে এক টেবিলচামচ অ্যাপল সিডার ভিনেগার অ্যাড করুন। 
  • দুইটি উপাদান ই ভালোভাবে মিক্স করে নিন। এবার কটন প্যাডের সাহায্যে মিশ্রণে ডুবিয়ে নিন। মিশ্রণে ভেজানো তুলা দিয়ে পুরো ঘাড়ে ভালোভাবে অ্যাপ্লাই করে নিন। 

ঘাড়ে নিয়মিত রাব করলে ঘাড়ের কালো দাগ খুব সহজে দূর হবে। কিছুক্ষণ রাব করে ২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন। 

বেকিং সোডা

বেকিং সোডা ঘাড়ের কালো দাগ দূর করার চমৎকার একটি উপাদান। এটি ঘাড়ের মৃত কোষ দূর করে ঘাড়ের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

তাছাড়া ঘাড়ে জমে থাকা ময়লা দূর করতে খুব কার্যকরী। 

প্রয়োজনীয় উপকরণ 

  • বেকিং সোডা
  • লেবু
  • পানি

পদ্ধতি 

  • একটি বাটিতে ১ চামচ বেকিং সোডা নিয়ে নিন। 
  • এতে দুই/তিন টেবিল চামচ পানি মিক্স করুন। খুবই স্মুথ পেস্ট তৈরি করুন। এর সাথে কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করুন।
  • প্যাকটি পুরো ঘাড়ে অ্যাপ্লাই করুন।

১৫/২০ মিনিট অপেক্ষা করুন। শুকানোর পর্যায়ে আলতোভাবে ঘষে নিন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এইভাবে প্রতিদিন ব্যবহার করতে হবে ভালো রেজাল্টের জন্য।

আর অবশ্যই মনে রাখতে হবে, এই প্যাক ব্যবহার করার পর পছন্দ অনুযায়ী যেকোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। 

আলুর রস

রোদের পোড়া দাগ দূর করতে ও গলা ও ঘাড়ের ত্বক উজ্জ্বল করতে আলুর রস ব্যবহার করতে পারেন।

এতে রয়েছে ব্লিচিং প্রোপার্টি। এই উপাদান আমাদের ত্বকের রঙ উজ্জ্বল করে গ্লোয়িং করে তোলা। 

প্রয়োজনীয় উপকরণ 

  • আলু
  • কটন প্যাড 
  • টমেটো 

পদ্ধতি 

  • একটি আস্ত আলু ভালোভাবে ব্লেন্ড করে নিন। এর থেকে রস চিপে বের করে নিন।
  • আলুর রসের সাথে টমেটোর পাল্প অ্যাড করুন। চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিন।
  • কটন প্যাডের সাহায্যে দাগের উপর অ্যাপ্লাই করুন। 

মিক্সার কটন প্যাডের সাহায্যে অ্যাপ্লাই করার পর শুকাতে দিন। পুরোপুরি শুকিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।