শরীর আর ত্বক সুস্থ থাকতে ডিটক্সের কথা তো সবাই জানেন। শসা, পুদিনা, লেবু দিয়ে তৈরি ডিটক্স ওয়াটার শরীরে জমে যাওয়া সমস্ত টক্সিন ধুয়ে বের করে দেয়।
কিন্তু জানেন কি, আপনার রূপচর্চার রুটিনের বেলাতেও নিয়মিত ডিটক্সের দরকার আছে?
মানে শুধু খেয়ে নয়, বাইরে থেকেও প্রয়োগ করতে হবে ডিটক্সের কিছু নিয়ম। জানতে চান কী কী নিয়ম?
চোখ বুলিয়ে নিন ঝট করে!

নিয়মিত মেকআপ ব্রাশ পরিষ্কার করুন
ত্বক ব্যাকটেরিয়া মুক্ত রাখতে নিয়মিত মেকআপ ব্রাশ পরিষ্কার রাখা খুব জরুরি। সপ্তাহে অন্তত একদিন মেকআপ ব্রাশ ডিপ ক্লিন করুন।
যে বাক্সে বা ব্যাগে মেকআপ ব্রাশ রাখেন, সেটাও পরিষ্কার করতে হবে। যে সব ব্রাশের ব্রিসলস অনেকটা ভেঙে গেছে, সেগুলো ফেলে দেওয়ার সময় এসেছে।

প্রোডাক্টের লেবেল পড়ে নিন
কোনও নতুন প্রডাক্ট কেনার আগে তার প্যাকেজিং এর গায়ে লেবেল ভালো করে পড়ে নিন।
যেসব উপাদান আপনার ত্বকের সঙ্গে মানানসই নয়,সেগুলো কিনবেন না।

ক্ষতিকর উপাদানযুক্ত প্রোডাক্ট ফেলে দিন
সাজগোজের যে সব প্রডাক্টে ত্বকের পক্ষে ক্ষতিকর উপাদান রয়েছে, বা ত্বকের পক্ষে মানানসই নয়, সে সব রেখে মায়া বাড়াবেন না।
পয়সা দিয়ে কেনা জিনিস ফেলে দিতে খারাপ লাগে ঠিকই, কিন্তু এসব মেখে ত্বকে সমস্যা হলে তার জের আপনাকেই পোয়াতে হবে!

প্রাকৃতিক উপাদানে ভরসা রাখুন
ত্বকচর্চার ঘরোয়া উপাদান যদি নিজে বানিয়ে নিতে পারেন কথাই নেই।
তবে ঘরোয়া মাস্ক বানানোর সঙ্গে সঙ্গেই মেখে ফেলুন, বাড়তিটুকু ফেলে দিন।
মাত্রাতিরিক্ত রাসায়নিক উপাদানের বদলে ভরসা রাখুন প্রাকৃতিক উপাদানে।

একসাথে একাধিক রুটিন অনুসরণ করবেন না
রাতারাতি ফল পাওয়ার আশায় একই সঙ্গে নানারকমের প্রোডাক্ট ব্যবহার করা একদম চলবে না।
ত্বকে কোনও প্রডাক্ট ব্যবহার করার পরে ফল পেতে সময় লাগে।