Search
Close this search box.

মানানসই ড্রেস বাছাই করবেন যেভাবে

আমাদের সাঁজ ও সৌন্দর্য বহু অংশে নির্ভর করে আমরা সময় কে মাথায় রেখে কোন রঙের জামা পরছি। 

আমাদের সাঁজ সজ্জায় নতুন মাত্রা এনে দেয় এপ্রোপ্রিয়েট একটি রঙ।

নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রঙ বাছাই করার মধ্যে নিজের রুচি ও শৈল্পিকতা প্রকাশ পায়। 

তাই কিছু নির্দিষ্ট সময়ে সেই অনুযায়ী রঙ বাছাই করে আপনিও হয়ে উঠতে পারেন সুন্দর আর সাথে পাবেন আরাম।  

কোন ঋতুতে কোন রঙের জামা পরবেন

ঋতুর সাথে আমরা আমাদের পোশাক পরিবর্তন করি।

এক এক ঋতুতে এক এক রঙ মানায়।

সেই অনুযায়ী চলতে হলে আমাদের রঙের উপর রাখতে হবে ছোট কিছু জ্ঞ্যান। 

ছেলে হোক বা মেয়ে, আমরা উভয়ই ওমন কিছু টিপস এন্ড ট্রিক্স কাজে লাগাতে পারি যা আমাদের জন্য যেমন স্টাইলিস হবে তেমনি আরামদায়কও।

আমরা আরামদায়ক পোশাকের জন্য কেউ ফ্যাশন হাউসে যাই, আবার কেউ বা যাই দর্জি দোকান এ নিজেদের পছন্দ অনুযায়ী ড্রেস বানাতে। 

গরমে কোন রঙের জামা আপনাকে বেশি আরাম দিবে

আমাদের দেশে সাধারণত খুব বেশি মাত্রায় তাপ থাকে। অত্যাধিক তাপে আমাদের দরকার যথাসম্ভব হালকা রঙের পোশাক পরা। 

ভারী বা বোল্ড রঙের জামা গুলো এড়িয়ে চলাই ভালো। এতে করে গরমে আমাদের কম অস্বস্তি ও ভালো লাগবে। 

এই গরম বা সামারে যে রঙের পোশাল পড়তে পারেন তা হলো সাদা, হালকা গোলাপি, হালকা বেগুনি, হালকা নীল, বাদামী, আকাশী, হালকা হলুদ ইত্যাদি রঙ। 

রঙের জামা বা পোশাককে অগ্রাধিকার দেওয়া উচিত।

কারণ, সাদা বা হালকা যে কোন রঙের পোশাক রোদে তাপ শোষণ করতে সাহায্য করে, ফলে সেটি আরামদায়ক হয়।

আর কালো বা ডার্ক রঙের জামা তাপ শোষণের ক্ষমতা রাখে না। 

যার ফলে গাঢ় রঙের পোশাক পরলে অনেক গরম অনুভব হয়। 

এই গরমে মেয়েদের পাশাপাশি পুরুষ এবং শিশুদের পোশাকও হালকা রঙের হওয়া উচিত, যেমন- সাদা, ধূসর, হালকা নীল, বাদামী, উজ্জ্বল বাদামী ইত্যাদি রঙ। 

বর্ষায় কোন রঙের জামাকে প্রাধান্য দিবেন 

মন ভালো রাখতে এই ঋতুতে গাঢ় রং এর জুরি নেই। 

বর্ষায় মোটামুটি ধরণের ঠান্ডা অনুভব হয়।

তাই আপনি যে কোনো গাঢ় রঙের জামা পরতে পারেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু রঙ।

গাঢ় বেগুণী, নীল, কালো, ম্যাজেন্ডা, গাঢ় লাল, ফরেস্ট গ্রীন থেকে শুরু করে বোটল গ্রীন ও খুব মানাবে। 

আর একটা বিষয় না বললেই নয়, বাইরে বের হলে আমাদের দেশের রাস্তায় সাধারণত পানি জমে থাকে বা স্যাতস্যাতে থাকে। 

আবার মাঝে মাঝে খানিকটা কর্দমাক্ত ও থাকে। তাই হালকা রঙের জামা পরলে একটা চিন্তা থেকে যায়।

একটু এদিক সেদিক হলেই পানির ছিটেফোঁটা জামায় লেগে সেটা নোংরা ও দাগ পরে যাওয়ার সম্ভাবনা আছে। 

কিন্তু কালো বা ডার্ক রঙের জামা পরলে একটি নিশ্চিত হওয়া যায় যে দাগ পরলেও বোঝা যাবে না। 

তাই বর্ষায় গাঢ় রঙের জামা পরাই বুদ্ধিমানের কাজ। 

শীতে কী রঙ পছন্দ করবেন

শীত মৌসুম ঠান্ডার মৌসুম। এই সময়ে হালকা রঙ বা গাঢ় রঙ ২ টোই দেখতে খুব ভালো লাগবে। 

হালকা রঙের মধ্যে আছে আকাশী, গোলাপি, লাল, রয়াল ব্লু, এসব রঙ খুব মানাবে। 

কিন্তু শরীর কে গরম রাখার চিন্তা করলে অবশ্যই  গাঢ় রঙ ই বেছে নিতে হবে। 

ডার্ক ব্লু, ফরেস্ট গ্রীন, ম্যাজেন্ডা, লাল, ধূসর, কফি রঙ এসবে যেমন দেখতেও ভাল্লাগবে তেমন ই শরীর কে মোটামুটি গরম রাখতেও কাজে দিবে। 

স্প্রিং বা বসন্ত

বসন্ত মন হালকা করে দেয়ার এক মৌসুম। বসন্তে মন ফুরফুরে রাখতে আপনি এ কোনো ফ্লোরাল প্রিন্টেড হালকা রঙের মধ্যে বেছে নিতে পারেন। 

বসন্তের এই মাতাল করা সময়ে সবচেয়ে বেশি ছুঁয়ে যায় বাসন্তী রঙকে। এক সময় বসন্তবরণ মানেই ছিল লাল পাড়ের বাসন্তী সুতি শাড়ি পরে দলবেঁধে ঘুরে বেড়ানো।

কিন্তু এখন আপনি খুব তরতাজা রঙ গুলো দিয়েও বসন্তে ঘুরাফিরে চলতে পারবেন তাই বসন্তের পোশাকের রঙের তালিকায় যুক্ত হয়েছে নানান রঙ। 

গোলাপি, লাইম গ্রিন, লাল, সবুজ, নীল, ও কমলা পাশাপাশি দুধ সাদা এবং অফ হোয়াইটের রয়েছে বিশেষ ব্যবহার। 

এত এত কালার ভ্যারিয়েশনের মাধ্যমে রাঙিয়ে নিন বসন্তের আমেজে। 

পার্টি ওয়্যার এ কোন রঙের জামা বেছে নিবেন

আমারা পার্টি ওয়্যার এর জন্য একটি গর্জিয়ায়া লুক ক্রিয়েট করতে চাই।

তাই সাঁজের সাথে মানিয়ে বেশ জমকালো রঙের জামাই বেছে নিতে হবে। 

এই জাকজমক পার্টির জন্য লাল, হালকা মেরুন, বেগুনী, গাঢ় ধূসর, ম্যাজেন্ডা, সিলভার, বটল গ্রিন এবং গাঢ় গোলাপি রং ই ভালো মানাবে। 

এই রঙ গুলো খুবই পার্টি পার্টি ভাইব দেয়। 

দিনের বেলায় কোনো অনুষ্ঠানে কোন রঙ বাছাই করবেন

দিনের বেলায় যেকোনো হালকা রঙের পোশাকে আপনাকে খুব ভালো লাগবে।

তবে সবচেয়ে ভালো মানায় হলুদ, আকাশি, হালকা কমলা কিংবা হালকা গোলাপি।

লাল সর্বজনীন রঙ। তাই এটা ঠিক মত ক্যারি করতে পারলে খুব ভালো লাগবে।  

ঘুরতে গিয়ে কোন রঙ আপনি পরবেন

আপনি যেখানেই ঘুরতে যান না কেনো আপনার নিজেকে সেইখানে ফুটিয়ে তুলতে চাইলে ও ছবি তে ভালো লাগাতে চাইলে সেই জায়গাটির সম্পর্কে আগে থেকে ভালো ভানে রিসার্চ করুন। 

এ কোনো ম্যান মেইড ট্যুরিজম স্পট বা ন্যাচারাল প্লেস হোক না কেনো আগে থেকে দেখে যাবেন আপনি এ সময় যাচ্ছেন তখন সেই জায়গার তাপমাত্রা কেমন থাকবে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কেমন।

সেই অনুযায়ী জামার রঙ বাছাই করবেন। 

আপনি যদি প্রাকৃতিক কোনো পরিবেশে ঘুরত্র যেতে চান সেক্ষেত্রে সাধারণত মানায় এ রঙ গুলো সেইগুলো হলো হলুদ, গোলাপি,  লাল, নীল, আকাশি, কলা পাতা রঙ, কমলা রঙ।  

এইসব রঙের জামা পরে প্রকৃতি তে হাড়িয়ে যেতে পারবেন।

আর ছবিতে ফোকাশ করতে চাইলেও এই বাহারি রঙ গুলো খুন মানিয়ে যাবে। 

কিন্তু আপনি যদি কোনো প্রত্বতাত্তিক জায়গা, পার্ক,  শপিং মল বা প্যালেস এ ঘুরতে যেতে চান, সেক্ষেত্রে আগে এই জায়গটির সম্পর্কে রিসার্চ করুন।

সেই জায়গার ছবি দেখুন। 

কন্ট্রাস্টে কোন রঙ পরলে আপনাকে মানাবে সেটা আপনাকে বাছাই করে বের করতে হবে। 

অবশ্যই এটা মাথায় রাখতে হবে যাতে পরলে আরামদায়ক ও হালকা অনুভব হয়। 

পোশাকই আমাদের সুন্দরকে দ্বিগুণ করে।

সুতরাং কোন সময় কোন রঙের পোশাক পরতে হবে সেটা বেছে নেওয়া সৌন্দর্যের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ।