Search
Close this search box.

শুষ্ক ত্বকের মেকআপে করণীয়

আপনার স্কিন কি খুব ড্রাই? তাহলে নিশ্চয়ই মেকআপ করতে গিয়ে আপনি সমস্যায় পড়েন?

মেকআপ যত ভালো করেই করুন না কেন, কিছুক্ষণ পরই নিশ্চয়ই ফ্লেকি হয়ে সব মেকআপ উঠে যেতে থাকে বা আন-ইভেন হয়ে যায় স্কিন!

চিন্তা নেই বন্ধুরা। আপনার ড্রাই স্কিনেও এবার কীভাবে পারফেক্ট অ্যান্ড বিন্দাস মেকআপ করবেন, তার ধাপে ধাপে টিপস নিয়ে হাজির আমরা। দেখে নিন।

মুখ ভালো করে পরিস্কার করুন

আপনার ত্বক যেরকমই হোক না কেন, মেকআপ করার আগে মুখ ভালো করে পরিস্কার করা কিন্তু জরুরি।

কারণ মুখে ময়লা থাকলে মেকআপ কিন্তু মোটেই ভালো হয় না। আর হ্যাঁ,আপনার যেহেতু ড্রাই স্কিন, তাই ড্রাই স্কিনের জন্য স্পেশালি ফর্মুলেটেড কোনো ফেস ওয়াশ ব্যবহার করুন।

দেখবেন আপনার মুখের মরা কোষ দূর হয়ে মেকআপ করার জন্য ফ্রেশ একটা ক্যানভাস পাচ্ছেন।

ত্বককে ময়েশ্চারাইজ করুন

শুষ্ক ত্বকে ময়েশ্চারাইজ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নয়তো মেকআপের পর আপনার ত্বক একদম শুষ্ক দেখাবে।

নাক, নাকের আশেপাশের অংশ বিশেষ করে বেশি ড্রাই হয়, তাই ওইসব জায়গায় বেশি করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন।

আর ড্রাই স্কিনের জন্য এক্সট্রা হাইড্রেটিং ফর্মুলেটেড ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

প্রাইমার ব্যবহার করুন

আপনার ড্রাই স্কিনকে দিন স্মুদ লুক প্রাইমারের সাহায্যে। এর ক্রিমি টেক্সচার আপনার ত্বকে সমস্ত দাগ দূর করে ত্বকে সুদিং ইফেক্ট দেবে।

আর প্রাইমার না দিলে আপনার ত্বকে মেকআপ কিন্তু উঠে যাভে সহজেই। তাই প্রাইমার লাগান।

আর হ্যাঁ, একগাদা প্রাইমার কিন্তু লাগাবেন না। ওতে আপনার মেকআপ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। হালকা করে লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।

চ্যাপস্টিক ব্যবহার করুন

ভাবুন তো, ড্রাই ঠোঁটে লিপস্টিক লাগালেন, পুরো মেকআপের বারোটা বেজে গেলো! ফাটা ঠোঁটে লিপস্টিক লাগালে কিন্তু এমনই হয়য়।

ঠোঁট যদি খুব বেশি ফেটে যায়, হাজার লিপবাম লাগিয়েও কোনো কাজ না হয়, তাহলে সাথে রাখুন চ্যাপ স্টিক। নিয়মিত ব্যবহার করুন।

দেখবেন এটা আপনার ঠোঁটকে একটা পারফেক্ট স্মুদ ফিনিশ দেবে। এরপর আপনি নিশ্চিন্তে লিপস্টিক লাগাতে পারেন।

ফাউন্ডেশন এবং কনসিলার প্রয়োগ করুন

আপনার যেহেতু ড্রাই স্কিন, তাই ফাউন্ডেশন আর কনসিলার যা-ই ব্যবহার করবেন, সেগুলো যেন ড্রাই স্কিনের জন্য স্পেশালি তৈরি হয়।

ড্রাই স্কিনের ফাউন্ডেশনের ক্রিমি টেক্সচার আপনার ত্বকের ড্রাইনেস দূর করতে ত্বককে স্মুদ ইফেক্ট দেবে।

আর ত্বকের যাবতীয় দাগ-ছোপ দূর করতে কনসিলার তো মাস্ট। তবে সেটাও যেন ক্রিমি আর ড্রাই স্কিনের জন্যই হয়।

তবে হ্যাঁ, ফাউন্ডেশন এবং কনসিলার দুটোই কিন্তু খুব যত্ন নিয়ে ভালো করে লাগাবেন। নয়তো মেকআপ আন-ইভেন হয়ে খুব খারাপ দেখতে লাগে।

সেটিং স্প্রে লাগান

ড্রাই স্কিনে মেকআপকে ভালো করে সেট করার জন্য সেটিং স্প্রে লাগানো খুবই দরকার। কমপক্ষে এক হাত দূর থেকে স্প্রে করবেন।

এটা আপনার মেকআপকে সেট করে পারফেক্ট করতে আর স্মুদ, ময়েশ্চারাইজিং ইফেক্ট এনে দিবে।

এবার বাকি মেকআপ করে ফেলুন

বেসিক মেকআপ করার পর এবার কিন্তু বাকি ফিনিশিং টাচের। আইলাইনার, আই শ্যাডো, কাজল, মাস্কারা দিয়ে চোখের মেকআপ করে ফেলুন।

গালে কিন্তু লিকুইড ব্লাশ লাগাতে ভুলবেন না। আর ঠোঁটকেও রাঙিয়ে তুলুন আপনার পছন্দের লিপস্টিক শেডে।

ফিনিশিং টাচ

আর সব শেষে লাগিয়ে ফেলুন একটা হাইলাইটার।

দেখবেন আপনার ত্বক যতই ড্রাই হোক না কেন, সুন্দর পারফেক্ট আর ফ্রেশ ময়েশ্চারাইজড লুক পেতে কিন্তু হাইলাইটার ছাড়া গতি নেই।

ব্যাস, রেডি আপনার শুষ্ক ত্বকের পারফেক্ট মেকআপ। এবার ড্রাইনেসকে বাই বলে সারাদিন নিশ্চিন্তে ঘুরুন।