Search
Close this search box.

থুতনির ব্ল্যাকহেডস তোলার সহজ উপায়

ব্ল্যাকহেডসের সমস্যা একটা অত্যন্ত চেনা এবং পরিচিত সমস্যা।

সঠিক ভাবে ত্বক পরিষ্কার না করা হলেই দেখা দিতে পারে এই সমস্যা।

যখনই আপনি ভালো করে মুখ পরিষ্কার করবেন না তখনই লোমকূপে ময়লা এবং তেল জমে তাতে ব্ল্যাকহেডস তৈরি হবে।

এটা আর কিছুই নয়, লোমকূপে যখন মৃত কোষ, ময়লা আর তেল জমে সেটা বন্ধ করে দেয় তখন তা হাওয়া লেগে কালো হয়ে যায়।

ব্ল্যাকহেডসের সমস্যা মূলত নাকে এবং ঠোঁটের নিচে দেখা যায়।

মধু এবং কাঁচা দুধ 

এক চামচ মধু নিন তার সঙ্গে এক চামচ কাঁচা দুধ মিশিয়ে একটা প্যাক বানিয়ে হালকা গরম করে নিন।

তারপর এটা ঘন হয়ে গেলে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হলে এটি নাক এবং থুতনিতে লাগান।

শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই তিনবার এই পদ্ধতি ব্যবহার করুন।

মধুতে আছে অ্যান্টি মাইক্রোবাল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য যা ত্বককে ভালো রাখে।

ডিম 

ডিমের সাদা অংশ ব্ল্যাকহেডস তাড়াতে খুবই সাহায্য করে থাকে।

ডিমের কুসুমের বাদ দিয়ে সাদা অংশটা নিয়ে নাকের দুপাশে লাগিয়ে রাখুন।

তার উপর দিয়ে দিন টিস্যু পেপার। যখন এটা পুরো শুকিয়ে যাবে তখন টেনে তুলে ফেলুন।

টিস্যুর সঙ্গে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস যা নাকে জমে ছিল সেগুলো সব দূর হয়ে যাবে।

ব্যবহার করতে পারেন পেট্রোলিয়াম জেলি

আমাদের সবার বাড়িতেই এই পেট্রোলিয়াম জেলি আছে।

এই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেই ব্ল্যাকহেডস দূর করতে পারেন। আপনি সেই কথা কি ভেবেছেন?

এই জন্য় কী করতে হবে? নাকের দুপাশে যেখানে ব্ল্যাকহেডস হয়ে আছে, তার উপর পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন।

এবার গরম জসে ভিজানো তোয়ালে ভালো করে নিংড়ে নিন। সেটি আপনার মুখের উপর দিয়ে রাখুন। বেশ কিছুক্ষণ মুখের উপর রাখুন।

এতে আপনার মুখের রক্ত সঞ্চালন ভালো হবে।

এবার তোয়ালে সরিয়ে ওয়াাইপস এবং টিস্যু দিয়ে মুখের উপর থেকে পেট্রোলিয়াম জেলি মুছে নিন ভালো করে। মুখ পরিষ্কার করে নিন।

ব্ল্যাকহেডস দূর করতে দারুণ উপকারী বেকিং সোডা এবং পানির মিশ্রণ

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এক চামচ বেকিং সোডার সঙ্গে অর্ধেক চামচ লেবুর রস আর অল্প গরম পানি মিশিয়ে তা পেস্ট তৈরি করতে হবে।

এবার সেই পেস্ট নাকের আশেপাশে, থুতনিতে, নাকের উপরে ব্যবহার করুন।

হালকা হাতে ম্যাসেজ করার পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।