Search
Close this search box.

ঘরোয়া উপকরণে মেকআপ তোলার টিপস

সাজগোজের ব্যাপারে ত্বক, বিশেষ করে মুখের ত্বকে মেকআপ করা হয় বেশি।

ফলে মেকআপজনিত ক্ষতি ত্বকেই বেশি হয়।

তাই সাজগোজের নির্দিষ্ট সময় পর ত্বক থেকে মেকআপ তুলে ফেলতে হয়।

প্রাকৃতিক নানা উপাদানই চমৎকার কাজ করে মেকআপ রিমুভার হিসেবে।

সেগুলো আপনি বাড়িতেই পেয়ে যাবেন।

দুধ

দুধ আর অলিভ অয়েল বা বাদাম তেল একটা বাটিতে মিশিয়ে তুলোর সাহায্যে হালকা করে মুখে মাখিয়ে নিন।

তারপর ঘষে ঘষে আলতো করে ম্যাসাজ করে মেকাপ তুলে ফেলুন।

দেখবেন মেকাপের আর্টিফিশিয়াল জিনিস ব্যবহার করার পরে আপনার মুখ যদিও বা রুক্ষ হয়ে গিয়েছিল, দুধের ময়েশ্চারাইজার আপনার মুখকে আরও উজ্জ্বল, গ্লোয়িং করে তুলেছে।

বেকিং সোডা আর মধু

বেকিং সোডা আর মধু বাটিতে মিশিয়ে মিশ্রণটি তুলো দিয়ে ভালো করে আপনার মুখে লাগিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করে মেকাপ তুলে ফেলুন।

দেখবেন আপনার স্কিনও উজ্জ্বল হয়েছে, আর তার হারানো আর্দ্রতাও ফিরে পেয়েছে।

তেল

অলিভ অয়েল ভালো মেকআপ রিমুভারের কাজ করে।

এ ছাড়া তিসির তেল ও তিলের তেল এ কাজে ব্যবহার করতে পারেন।

যেকোনো ধরনের তেলের সঙ্গে একটু পানি মিশিয়ে নিন।

এবার এটি পরিষ্কার তুলায় নিয়ে মুখে কিছুক্ষণ মালিশ করুন।

ভারী মেকআপ নিলে তা খুব সহজেই তেলের মাধ্যমে উঠে আসবে।

তাহলে এবার বাজার থেকে আনা আর্টিফিশিয়াল মেকাপ রিমুভারের দিন শেষ।

আপনার হাতের কাছেই আছে ঘরে বসে মেকাপ রিমুভ করার সহজ উপায়।