Search
Close this search box.

মাইগ্রেনের ব্যথা কমানোর ঘরোয়া উপায়

মাইগ্রেনের সমস্যা অতি সাধারণ একটি সমস্যা।

প্রায় প্রতিটি পরিবারেই একজন মানুষ এই রোগে আক্রান্ত।

এই রোগের মূল উপসর্গ হলো প্রচণ্ড মাথাব্যথা।

সেই ব্যথার যন্ত্রণা সহ্য করা কখনো কখনো হয়ে যায় মুশকিল।

খেতে হয় ওষুধ। তবে মাইগ্রেনের ব্যথায় ওষুধও অনেক সময় কাজ করে না।

এ ক্ষেত্রে ওষুধ ছাড়াও ব্যথা কমানোর কিছু উপায় আছে।

আদা চা

আদার মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যা মাইগ্রেনের সমস্যা কমাতে পারে।

তাই বিশেষজ্ঞরা বলছেন, মাইগ্রেনের ব্যথা শুরু হলেই এককাপ আদা চা রসিয়ে খেয়ে ফেলুন। সমস্যা থাকবে দূরে।

এক্ষেত্রে চাইলে আপনি কাঁচা আদাও রোজ সকালে খেতে পারেন।

 বাঁধাকপি

 বাঁধাকপির ম্যাগনেশিয়াম, ওমেগা ৩ ও ফাইবার, বাঁধাকপির স্যুপ ও স্মুথি বা সালাদ।

এসব খাবার মাইগ্রেনের ব্যথা কমায়। এ ছাড়া রয়েছে গাজর ও মিষ্টি আলু। গাজর ও মিষ্টি আলুতে রয়েছে বিটা ক্যারোটিন।

আরও রয়েছে ভিটামিন সি, বি২, বি৬, নিয়াসিন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, কপার, ম্যাঙ্গানিজ ও ফসফরাস, যা ব্যথা দূর করে।

লবঙ্গ

লবঙ্গের মধ্যে রয়েছে অনেক উপকারী উপাদান।

এই উপাদান খুব সহজেই আপনার মাইগ্রেনের সমস্যা দূর করতে পারে।

এক্ষেত্রে লবঙ্গ চিবিয়ে খেতে পারেন বা লবঙ্গের পাওডার দুধের সঙ্গে মিশিয়ে খেয়ে নিন।

চেরি ফলের

মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে চেরি ফলের জুসও বেশ উপকারী।

চেরিতে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনলস নামের অ্যান্টি-অক্সিডেন্ট।

চেরি স্ট্রেস দূর করে, মাথাব্যথা কমায়।