Search
Close this search box.

সহজ ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিন

স্কিন একদম ভেতর থেকে হেলদি আর গ্লোয়িং রাখার জন্য আজ দেখে নিন কিছু ফেস প্যাক।

যা আপনাকেএকদম রেডি রাখবে।

আলুর প্যাক

খুব ট্যান পড়ে গেছে? তাহলে ব্যবহার করুন এই প্যাক।

আলু বেটে নিয়ে রস করে নিন।

এরপর আলু ও লেবুর রস ভালো করে মিশিয়ে নিন।

তারপর ট্যানের জায়গায় লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

এটি একদিন করে ছাড় দিয়ে, সপ্তাহে তিনদিন করুন। দেখবেন ট্যান উধাও।

চন্দনের প্যাক

৩ চামচ চন্দন পাউডার, ১ চামচ গোলাপজল, ও ৩ চামচ হলুদগুঁড়ো।

সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। ঘন পেস্ট বানান।

এবার এটি মুখে ছাড়াও, গলায়ও লাগাতে পারেন।

লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করুন। অর্থাৎ একটু শুকিয়ে এলে ধুয়ে নিন।

যাদের ব্রণর সমস্যা আছে তারা সপ্তাহে দুদিন নিন সময় করে। 

ব্রণ, ব্ল্যাক স্পট, রাশ প্রভৃতি সমস্যা কমবে।

গাজরের প্যাক 

গাজরের রসে মধু মিশিয়ে নিন। এবার এটি মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট।

এটা গলায় ও হাতেও লাগাতে পারেন।

সেক্ষেত্রে পরিমাণ  দু’কাপ গাজরের রস। ১৫ মিনিট পর হালকা গরম পানিতে ধুয়ে নিন।

জাস্ট সপ্তাহে একবার করে ফেলুন।

তারপর দেখবেন স্কিনের রেডিয়েন্ট গ্লো।

অ্যালোভেরা প্যাক

২ চামচ অ্যালোভেরা জেল, ১ চামচ হলুদ গুড়ো ও ১ চামচ মধু।

সব কটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন।

এবার এই ঘন পেস্টটা মুখে-গলায় লাগান।

২০ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত প্যাক লাগান।

স্কিন দেখবেন পরিষ্কার ও গ্লোয়িং হবে।