Search
Close this search box.

ঘরোয়া উপায়ে কনুইয়ের কালো দাগ দূর

আজ আপনাদের যে ঘরোয়া উপায়গুলি জানাবো সেগুলো কনুইয়ের কালো দাগ তো দূর করবেই, সেই সঙ্গে নিয়মিত ব্যবহারে আপনার কনুইয়ের অংশটি নরম এবং স্বাভাবিক স্কিন কালার ধরে রাখবে।

১. নারকেল তেল

নারিকেল তেল আপনার কনুইয়ের ডার্ক স্কিন কালার বা কালো দাগ কে হালকা করে স্কিনকে নমনীয় করে এবং জমে থাকা ময়লা, মৃত কোষ খুব সহজেই পরিষ্কার করে।

প্রতিদিন গোসলের পরে হাতে কিছুটা নারিকেল তেল নিয়ে কনুইয়ে ভালো করে ২-৩ মিনিট ম্যাসাজ করুন।

আপনার কনুই যদি খুব কালো ও খসখসে হয় তাহলে দিনে ২-৩ বার ম্যাসাজ করুন।

এতে তাড়াতাড়ি কালো দাগ দূর হবে।

এছাড়া ১ চামচ নারিকেল তেলে ১/২ চামচ লেবুর রস মিশিয়ে ওই তেল আপনার কনুইয়ে ভালো করে ঘষুন।

১৫ থেকে ২০ মিনিট পর তুলো বা কাপড় জলে ভিজিয়ে জায়গাটি পরিষ্কার করে নিন।

দিনে ২ বার করে এই মিশ্রণ লাগান।

২. চিনি

কনুইয়ের কালো দাগ দূর করার জন্য চিনি খুব ভালো স্ক্রাবার হিসেবে ব্যবহৃত হতে পারে।

২ চামচ চিনি, ২ চামচ নারিকেল তেল বা অলিভ অয়েল এবং ১/২ চামচ মধু একসাথে মিশিয়ে নিন।

এবার আপনার হাতের তালুর সাহায্যে এই মিশ্রণটি সার্কুলার মোশনে কনুইয়ে ম্যাসাজ করুন।

৫ মিনিট ম্যাসাজ করার পর হালকা গরম জলে শ্যাম্পু বা বডি সোপ মিশিয়ে জায়গাটি পরিষ্কার করে নিন ও ক্রিম বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

আপনার কনুইয়ের ত্বক পরিষ্কার করার জন্য সপ্তাহে ২ দিন চিনির মিশ্রণটি ব্যবহার করুন।

৩. দই

১ চামচ দইয়ের সাথে ১ চামচ ভিনিগার বা ১ চামচ লেবুর রস খুব ভালো করে মেশান।

থিক পেস্ট মতো হয়ে গেলে আপনার কনুইয়ের অংশে ভালো করে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন।

২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এই মিশ্রণ প্রতিদিন ব্যবহার করুন।

আপনার দাগ তো দূর হবেই, পরবর্তী কালেও কনুই নরম এবং পরিষ্কার থাকবে।

৪. লেবু

কনুইয়ের কালো দাগের সমস্যা দূর করতে লেবু ব্যবহার করুন, কারণ লেবু প্রাকৃতিক ব্লিচ।

একটি লেবুকে আধখানা করে কেটে নিন।

এবার ওই অর্ধেক লেবুর ওপর কিছুটা চিনি লাগিয়ে লেবুর টুকরোটি চিনি সমেত সার্কুলার মোশনে ৫ মিনিট আপনার কনুইয়ে ঘষে নিন।

এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন ও ক্রিম বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

সপ্তাহে ২ দিন এই পদ্ধতি অবলম্বন করুন।