Search
Close this search box.

মুখে ক্রিম মাখার সঠিক নিয়ম জানেন কি?

আপনি হয়তো অনেক দিন ধরে মুখে কোনও সুন্দর ক্রিম ব্যবহার করে আসছেন।

আপনার মুখের ছোপ ছোপ ভাব, চোখের তলায় ডার্ক সার্কেল ইত্যাদি কমানোর জন্য অনেক দিন ধরে ওই ক্রিম ব্যবহার করছেন।

কিন্তু এখন দেখছেন আদতে কোনও ফলই হচ্ছে না।

আপনি ওই ক্রিমটাকে ভেবে বসলেন অকেজো।

তা ক্রিম অকেজো বা খারাপ হতেই পারে।

কিন্তু এটাও ভেবে দেখার যে আপনি ক্রিমটা ঠিক পদ্ধতি মেনে মুখে মেখেছিলেন তো?

কী, অবাক হচ্ছেন?

ঠিক ভাবে মুখে ক্রিম লাগানো আবার কী জিনিস রে বাবা! এটাই ভাবছেন তো?

আসলে আমাদের মনেই হয় না যে আমরা যেভাবে কোনও ক্রিম বা প্যাক মুখে ব্যবহার করি সেই ব্যবহার করার বা মুখে মাখার পদ্ধতিতে ভুল থাকতে পারে।

কিন্তু ৮০ শতাংশ মেয়েরাই ভুলভাবে ক্রিম মাখেন। ফলে ফলও পান না।

আজ আপনাদের ক্রিম মাখা নিয়ে সমস্ত ভুল ধারণার সমাপ্তি ঘটাবো।

১. আগে মুখ ধুয়ে নিন

মুখ ধোয়ার পর মুখ হাল্কা করে মুখে নিন।

স্বাভাবিকভাবেই আপনি মুখ শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবেন আর তাহলেই আপনি ভুল করছেন।

মুখ শুকিয়ে গেলে স্কিন কঠিন হয়ে যাবে আর তার মধ্যে দিয়ে ক্রিম ঢুকতে পারবে না।

স্কিন হাল্কা ভেজা থাকলে তার মধ্যে দিয়ে ক্রিম সহজে ঢুকে যায়। এতে ফল ভালো হয়।

ক্রিম ময়েশ্চার ধরে রাখে আর স্কিন ময়েশ্চার পায় ভেজা অবস্থায়।

ক্রিম মাখার পর স্কিন শুকিয়ে যেতে দিন।

২. অল্প ক্রিম ব্যবহার করুন

আপনি সারা মুখে মাখার জন্য যতটা ক্রিম লাগবে বলে হাতে নেন ততটা কিন্তু লাগে না আসলে।

খুব সামান্য ক্রিম ভালো করে মাখলেই কাজ হয়।

ওটাই আপনার স্কিনে ভালো করে মিশে যায় আর তাতেই উপকার বেশি।

অতিরিক্ত ক্রিম মেখে মুখ চটচটে করার থেকে তাই কম করে ক্রিম ব্যবহার করুন।

৩. হাত নয়, আঙুল ব্যবহার করুন

আমরা অনেকেই হাতের চেটোয় ক্রিম নিয়ে তা হাতে মেখে তারপর মুখে ব্যবহার করি।

এটা খুবই ভুল পদ্ধতি। আঙুলের ডগায় ক্রিম নিন এক ফোঁটা করে।

সেটা গোল গোল করে সারা মুখে আগে লাগিয়ে নিন।

এরপর ওই আঙুলের সাহায্যেই ওই ক্রিম সারা মুখে লাগিয়ে নিন।

এতে ক্রিম কম লাগে আর ঠিক ভাবে মুখে ব্যবহার করা যায়।

হাত দিয়ে জোরে জোরে মুখে ক্রিম মাখবেন না।

৪. অক্সিজেন সার্কুলেশন হচ্ছে তো?

ক্রিম মাখার সময়ে মুখে অক্সিজেন সার্কুলেশন হওয়া খুব দরকার।

তবেই আপনার ক্রিম উপযুক্ত ফল দেবে।

সব সময়ে ক্রিম মাখার সময়ে ক্লক ওয়াইস নিচ থেকে উপরের দিকে ম্যাসাজ করবেন হাল্কা হাতে।

এতে ওই অংশে রক্তের পরিবহণ বাড়ে আর রক্তের মাধ্যমে অক্সিজেনেরও।

আপনার স্কিনের কোষ অক্সিজেন পায় আর তার ফলে স্কিন হয় সুন্দর আর সতেজ।

আপনি কী এতোগুলো নিয়ম মেনে পরপর এইভাবে ক্রিম মাখতেন আপনার মুখে? আমার তো মনে হয়, না।

তাহলে এবার থেকে একটু সময় নিয়ে ঠিক এই ভাবে মুখে আপনার ফেসিয়াল ক্রিম ব্যবহার করে দেখুন।

কয়েক সপ্তাহেই আপনি পার্থক্য বুঝতে পারবেন।