মুখে থাকা তিল অনেক সময় মুখের সৌন্দর্য বাড়িয়ে তোলে অনেকেরই।
তাই একে ‘বিউটি স্পট’ বলা হয়।
কিন্ত যদি তিল বেশি হয় তাহলে আজকের সহজ ঘরোয়া উপায় দিয়ে তা সহজেই দূর করা যেতে পারে।
তিসির তেল ও মধু
তিসির তেল ও মধু সম-পরিমানে নিয়ে তা ভালো করে তিলের উপর লাগান।
এটি একঘণ্টা মত মুখে রেখে দিন। একঘণ্টা পর পরিষ্কার ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।
দিনে দুবার করে এটি লাগান।
লবণ ও পেট্রোলিয়াম জেলি
আয়োডিন যুক্ত নুন ও পেট্রোলিয়াম জেলি দিয়েও আপনারা তিল সরাতে পারেন।
প্রথমে তিলের উপর ভালো করে পেট্রোলিয়াম জেলি প্রয়োগ করুন এবং তারপরে লবণ বা আইডিনের এক বা দুটি ড্রপ দিন।
মনে রাখবেন যে যদি আপনি এটি করার পর জ্বালা অনুভব করেন তাহলে এটি ব্যবহার করবেন না।
আপনার স্কিনের জন্য এটি ঠিক নয়। অন্য উপায় ট্রাই করুন।
মুলা
মুলা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর পেস্ট বানিয়ে তিলের উপর লাগান।
একঘণ্টা পর জল দিয়ে মুখ ধুয়ে নিন। দিনে দু থেকে তিনবার এটি অ্যাপ্লাই করুন।
আঙুরের রস
আঙুরের রস লাগিয়ে তিল দূর করা যায়।
রোজ আঙুরের রস তিলের উপর লাগিয়ে রাখুন যতক্ষণ না শুকিয়ে যায়।
দিনে তিনবার এটি অ্যাপ্লাই করতে হবে।
স্ট্রবেরি
এটি খাওয়া ত্বকের জন্য খুবই উপকারী।
স্ট্রবেরি মাঝখান থেকে কেটে তার হাফ তিলের উপর ভালো করে ম্যাসাজ করুন ৩০ মিনিট।
রোজ এটি একবার করে করলে ধীরে ধীরে তিল হালকা হতে শুরু করে।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেল মুখে ভালো করে লাগিয়ে ২ঘণ্টা মত অপেক্ষা করুন।
তারপর মুখ ধুয়ে নিন।
দেখবেন আসতে আসতে তিল সরে যাবে।
খেয়াল রাখবেন
আজ আপনাদের সাথে যে টিপস শেয়ার করলাম তার মধ্যে পছন্দের যেকোনো একটি নিয়ম মেনে ব্যবহার করুন কয়েকদিন।
এগুলো ব্যবহার করা কালীন রোদের থেকে দূরে থাকবেন।
কারণ উজ্জ্বল রোদ আপনার ত্বকে পড়লে তা তিলকে গভীর করে তুলতে পারে।
ফলে সহজে তা দূর হবে না।