Search
Close this search box.

নিয়মিত মেকআপে যে ফেসিয়াল করা জরুরি

কাজের প্রয়োজনে হোক বা শখে আপনি কি প্রতিদিনই কম-বেশি মেকআপ করে থাকেন?

সুন্দর দেখতে লাগা যেমন সুন্দর তেমনই সুন্দর থাকাটাও একই রকমভাবে প্রয়োজন।

কারণ নিত্যদিন মেকআপ করলে ত্বকের নানারকম সমস্যা দেখা দিতে পারে।

মেকআপে থাকা কেমিক্যাল জাতীয় দ্রব্য ত্বকের স্বাভাবিক জৌলুস হারিয়ে দিতে পারে!

তাই ত্বকের ধরণ অনুসারে আপনাদের জন্য রইলো চার ধরণের ফেসিয়াল, যা সপ্তাহে অন্তত একদিন করে ব্যবহার করলেই ত্বক থাকবে সুস্থ ও সুন্দর।

১) তৈলাক্ত বা অয়লি ত্বকের জন্য ফেসিয়াল

সব ধরনের ত্বকের মধ্যে তৈলাক্ত ত্বক কিন্তু সবচেয়ে বেশি বিরক্তিকর।

যাদের নিয়মিত মেকআপ করতে হয়, তাদের ত্বক থেকে অতিরিক্ত তেল নিঃসরণ হলে তা কিন্তু একটি গুরুতর সমস্যা।

আর এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে বাড়ি বসেই ট্রাই করতে পারেন এই ফেসিয়ালটি এবং আমি হলফ করে বলতে পারি!

এই ফেসিয়ালটি আপনার ত্বকের যেকোনও রকমের দাগ, ব্রণ, ব্ল্যাকহেডস দূর করতে বিশেষভাবে সাহায্য করবে।

এরজন্য যা যা দরকার-

উপকরণ

  • ২ টেবিল চামচ বেসন
  • ৫ ফোঁটা লেবুর রস
  • ২-৩ টেবিল চামচ দুধ
  • পানি প্রয়োজন মতো

প্রণালী

  • উপকরণগুলি প্রত্যেকটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
  • এতটাই ভালো করে মেশাতে হবে যাতে কোনও লাম্প না থাকে।
  • এবার মিশ্রণটি সারা মুখে ও গলায় লাগিয়ে নিন।
  • এইভাবে ২০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন।
  • সপ্তাহে একবার করে অবশ্যই এটি ব্যবহার করুন।
  • এই ফেসপ্যাকটি আপনার ত্বককে গভীরে গিয়ে পরিষ্কার করে এবং মৃত কোষগুলি রিমুভ করতে সাহায্য করে।
  • পাশাপাশি এই মাস্কটি আপনার ত্বকে এক্সফলিয়েটিং স্ক্রাব হিসাবে কাজ করে।
  • যার ফলে তেলতেলে স্কিনের মালকিনরা রোজ নিশ্চিন্তে মেকআপ করতে পারেন কোন রকমের সমস্যা ছাড়াই।

২) শুষ্ক ত্বকের জন্য ফেসিয়াল

শুষ্ক ত্বক যাদের তাদের ক্ষেত্রেও সমস্যা কিন্তু কম নয়।

বিশেষত শীতকাল এমনিতেই ত্বককে রুক্ষ-শুষ্ক করে দেয়, আর তার ওপর যদি শুষ্ক ত্বক হয় তাহলে সমস্যা তো আরও বেশি।

তবে এখন আমি যে ফেসপ্যাকটির কথা বলবো, তা ব্যবহার করলে আপনারা যারা প্রতিদিন মেকআপ করেন, তারা অনেকটা হলেও ড্রাই স্কিনের যত্ন নিতে পারবেন।

উপকরণ

  • ১ টেবিল চামচ চন্দনের গুড়ো
  • ১/৪ চা-চামচ নারকেল তেল
  • ১ টেবিল চামচ গোলাপ জল

প্রণালী

  • উপকরণগুলি মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন।
  • মিশ্রণটি মুখে ১৫ মিনিট রেখে দিন।
  • এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন।
  • এই ফেসপ্যাকটি আপনারা সপ্তাহে তিন দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন।
  • চন্দন আপনার ত্বকের ড্রাই প্যাচ এবং ফ্ল্যাকিনেস দূর করতে বিশেষভাবে সাহায্য করে।
  • শুধু তাই নয় চন্দন কিন্তু ত্বককে ময়েশ্চারাইজড করতে বিশেষভাবে সাহায্য করে।

৩) সেন্সিটিভ ত্বকের জন্য ফেসিয়াল

সেন্সিটিভ ত্বকের সবচেয়ে বড় সমস্যা হলো এই ত্বকে যা-খুশি তাই অ্যাপ্লাই করা যায় না।

তবে সেন্সিটিভ ত্বকের জন্য হলুদ কিন্তু খুবই কার্যকরী।

তাই আপনাদের জন্য রইল বিশেষ একটি ফেসিয়ালের সন্ধান।

এর জন্য যা যা দরকার-

উপকরণ

  • ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  • ২ টেবিল চামচ মধু
  • ৪-৫ ফোঁটা লেবুর রস
  • কয়েক ফোঁটা অলিভ অয়েল

প্রণালী

  • প্রত্যেকটি উপকরণ একসঙ্গে করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন।
  • এবার সারা মুখে ভালো করে এই পেস্ট লাগিয়ে ১৫ থেকে ১২ মিনিট মতো রেখে দিন।
  • সপ্তাহে একদিন তো বটেই, সময় পেলে সপ্তাহে দু’দিন এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
  • মধুতে রয়েছে অ্যান্টিসেপ্টিক ফর্মুলা, যা সেন্সিটিভ স্কিনের ব্রণ, ফুসকুড়ির সমস্যা থেকে মুক্তি দেয়, পাশাপাশি ত্বকের অন্যান্য ইনফেকশন দূর করতে সাহায্য করে।
  • অন্যদিক মধু ত্বককে উজ্জ্বল করতে এবং অলিভ অয়েল ত্বক ময়েশ্চারাইজড করতে সাহায্য করে।

৪) নরমাল স্কিনের জন্য ফেসিয়াল

নরমাল স্কিনের অধিকারী যারা, তারা আদতে সবচেয়ে সুখী।

কারণ নরমাল স্কিনের সেই অর্থে কোনও সমস্যা হয় না। তবে হতে কতক্ষণ।

বিশেষত যারা প্রতিদিন মেকআপ করেন, তাদের নরমাল স্কিন হলে একটি বিশেষ যত্ন নেওয়া খুবই দরকার।

এর জন্য যে ফেসিয়ালটি সবচেয়ে ভালো তা হল অ্যালোভেরা ফেসিয়াল।

এর জন্য লাগবে-

উপকরণ

  • ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল
  • ২ চা-চামচ মিল্ক ক্রিম
  • এক চিমটে হলুদ গুঁড়ো

প্রণালী

  • প্রত্যেকটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা থকথকে পেস্ট বানিয়ে নিন।
  • মিশ্রণটি খুব মুখ ও গলায় খুব ভালো করে অ্যাপ্লাই করে নিন।
  • আধ ঘণ্টা রেখে ধুয়ে নিন। সপ্তাহে একদিন অ্যাপ্লাই করুন এই ফেসিয়াল।