Search
Close this search box.

ফেসিয়াল এর পর যে কাজগুলো একদমই করা যাবে না

দারুণ উজ্জ্বল আর সফট গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য ফেসিয়াল তো আপনারা সব্বাই কখনও না কখনও করেছেন।

কিন্তু ফেসিয়াল করার পরেও কি আপনি ঠিকমতো সফট আর গ্লোয়িং স্কিন পাননি? ফেসিয়ালকে দোষ দেবেন না।

বরং ফেসিয়াল করার পর কিছু কাজ যদি আপনি করেন, তাহলে কিন্তু ফেসিয়ালের এফেক্ট ঠিক ভাবে বোঝা তো যায়ই না, বরং স্কিনে নানারকম সমস্যা দেখা দিতে পারে।

আসুন, আজকের আর্টিকলে জেনে নেওয়া যাক এমন কিছু কথা, যা আপনি ফেসিয়াল করার পর ভুলেও কখনও করবেন না।

মেকআপ করবেন না

ফেসিয়াল করলেন, আর সাথে সাথেই মেকআপ করে নিলেন— এটা কিন্তু এক্কেবারে করবেন না।

ফেসিয়াল করার সময় কিন্তু আপনার মুখের রোমকূপের মুখ খুলে যায়।

আর মেকআপে থাকা বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ রোমকূপের ছিদ্র দিয়ে শরীরে প্রবেশ করে। আর তার ফলে আপনার শরীরে কিন্তু নানা সমস্যা হতেই পারে।

তাই আপনার বিয়েবাড়ি বা পার্টির ৪-৫ দিন আগে ফেসিয়াল করুন, যাতে ওইদিন আপনি নিশ্চিন্তে মেকআপ করতে পারেন।

ওয়াক্সিং বা থ্রেডিং করাবেন না

ফেসিয়ালের পর ওয়াক্সিং বা থ্রেডিং থেকে কিন্তু দশ হাত দূরে থাকবেন।

এমনিতেই ওয়াক্সিং বা থ্রেডিং-এর পরে বেশ ব্যথা করে, আর ফেসিয়ালের পরে করালে ব্যথা তো বাড়বেই, র‍্যাশও কিন্তু বেরোতে পারে।

মুখ ধোবেন না

ফেসিয়াল করার পর অন্তত ৪ ঘণ্টা কিন্তু মুখে পানি দেবেন না। কারণ এতে ফেসিয়াল প্রোডাক্টের গুণ আপনার শরীরে পুরোপুরি পৌঁছনোর আগেই ধুয়ে যায়।

কেমিক্যাল প্রোডাক্ট মুখে মাখবেন না

জানেন কি, ফেসিয়াল করার পর অন্তত ৩৬ ঘণ্টা কিন্তু মুখে কোনো কেমিক্যাল জুক্ত ফেশ ওয়াশ বা ক্রিম লাগানো উচিত না।

এতে কিন্তু আপনার মুখে রিঙ্কল, বা র‍্যাশও হতে পারে। তাই ফেসিয়ালের পরেই এসব ব্যবহার করা বন্ধ করুন।

রোদের মধ্যে যাওয়া যাবে না

ফেসিয়াল করেই দিব্যি রোদের মধ্যে বেড়িয়ে গেলেন— এটা কিন্তু ভুলেও করবেন না।

সূর্যের অতিবেগুনী রশ্মি কিন্তু আপনার ত্বককে পুড়িয়ে দিতে পারে। তাছাড়া সান বার্নের সমস্যাও হতে পারে।

তাই যত দূর পারেন রোদকে এড়িয়েই চলুন নাহয়।

মুখে হাত দেবেন না

ফেসিয়ালের পর মুখে কিন্তু একদম হাত দেবেন না।

যতই হাত ধুয়ে নিন না কেন, আপনার হাতে জীবাণু তো থাকেই, আর সেগুলোই মুখে গিয়ে কিন্তু ফেসিয়ালের গুণকে একদম নষ্ট করে দিতে পারে।

স্ক্রাব করবেন না

ফেসিয়াল করার পর ৩ দিন কিন্তু স্ক্রাব ব্যবহার করবেন না।

কারণ ফেসিয়ালের পর এমনিতেই আপনার মুখের পোরস ওপেন হয়ে যায়, এরপর যদি স্ক্রাব করেন, তাহলে কিন্তু মুখে ব্যথা হয়ে উলটো ফল হয়ে যেতে পারে।

তাহলে দেখে নিলেন ফেসিয়ালের পর কী কী করবেন না। এবার বিয়েবাড়ি বা পার্টির বেশ কয়েকদিন আগে ফেসিয়াল করুন।

আর ফেসিয়ালের পর নিজের স্কিনের বারোটা না বাজিয়ে এনজয় করুন আপনার উজ্জ্বল ত্বককে!