চুল পড়ার যন্ত্রণায় মাথা খারাপ হবার হচ্ছে তো?
শুধু বানিয়ে নিন একটি তেল আর পান চুল পড়ার সমস্যা থেকে একেবারে শান্তি।
কী সেই তেল যা চুল পড়া বন্ধ করবে
- মেথি ও কারিপাতা দিয়ে তৈরি ঘরোয়া তেল।
- একেবারে প্রাকৃতিক উপাদানে তৈরি তেল।
- কোন রকমের ভেজাল নেই।
- নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন।
যেভাবে বানাবেন ধাপে ধাপে জানুন
উপকরণ
- দু চামচ মেথি
- আধা কাপ নারিকেল তেল
- কারিপাতা ৩০ টি
পদ্ধতি
- প্রথমে একটি পাত্রে নারকেল তেল ঢেলে হালকা আঁচে গরম করুন।
- তেল হালকা গরম হলে তাতে দু চামচ মেথি দিন।
- মেথি লাল হয়ে ওঠা অব্দি অপেক্ষা করুন।
- এবার এতে কারিপাতা মেশান। পাতা গুলো কালো হয়ে গেলে তেল টি একটি পাত্রে নামিয়ে ঠাণ্ডা করুন।
- ঠান্ডা হবার পর বোতলে ভরে রাখুন।
যেভাবে ব্যবহার করবেন এই তেল
- সপ্তাহে তিনদিন তেলটি ব্যবহার করুন। যেদিন ব্যবহার করবেন সেদিন শ্যাম্পু করবেন না।
- চুলের ভিতরে ভালো করে লাগিয়ে হালকা ম্যাসাজ করবেন।
- ভালো করে চুল পাতলা কাপড় দিয়ে মুড়ে রাখুন ৩০ মিনিট।
- ৩০ মিনিট পর চুল আচরে নিন।
- প্রথম এক সপ্তাহ হালকা চুল উঠলেও তার পর থেকে আর উঠবে না নিয়মিত করলে।