Search
Close this search box.

চুল পড়া রোধে কার্যকরী মেথি তেল বানানোর ঘরোয়া উপায়

চুল পড়ার যন্ত্রণায় মাথা খারাপ হবার হচ্ছে তো?

শুধু বানিয়ে নিন একটি তেল আর পান চুল পড়ার সমস্যা থেকে একেবারে শান্তি।

কী সেই তেল যা চুল পড়া বন্ধ করবে

  • মেথি ও কারিপাতা দিয়ে তৈরি ঘরোয়া তেল।
  • একেবারে প্রাকৃতিক উপাদানে তৈরি তেল।
  • কোন রকমের ভেজাল নেই।
  • নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন।

যেভাবে বানাবেন ধাপে ধাপে জানুন

উপকরণ

  • দু চামচ মেথি
  • আধা কাপ নারিকেল তেল
  • কারিপাতা ৩০ টি

পদ্ধতি

  • প্রথমে একটি পাত্রে নারকেল তেল ঢেলে হালকা আঁচে গরম করুন।
  • তেল হালকা গরম হলে তাতে দু চামচ মেথি দিন।
  • মেথি লাল হয়ে ওঠা অব্দি অপেক্ষা করুন।
  • এবার এতে কারিপাতা মেশান। পাতা গুলো কালো হয়ে গেলে তেল টি একটি পাত্রে নামিয়ে ঠাণ্ডা করুন।
  • ঠান্ডা হবার পর বোতলে ভরে রাখুন।

যেভাবে ব্যবহার করবেন এই তেল

  • সপ্তাহে তিনদিন তেলটি ব্যবহার করুন। যেদিন ব্যবহার করবেন সেদিন শ্যাম্পু করবেন না।
  • চুলের ভিতরে ভালো করে লাগিয়ে হালকা ম্যাসাজ করবেন।
  • ভালো করে চুল পাতলা কাপড় দিয়ে মুড়ে রাখুন ৩০ মিনিট।
  • ৩০ মিনিট পর চুল আচরে নিন।
  • প্রথম এক সপ্তাহ হালকা চুল উঠলেও তার পর থেকে আর উঠবে না নিয়মিত করলে।