ত্বকের সৌন্দর্যে কার্যকরী ফুলের ফেসপ্যাক

নিজেকে সুন্দর দেখতে লাগুক এটা কে না চায়! ওই যে কথায় বলে না সুন্দর মুখের জয় সর্বত্র।

তা সুন্দর ত্বক পাওয়ার জন্য তো আপনি অনেক জিনিস ব্যবহার করেছেন। তার থেকে একেবারেই যে উপকার পাননি তা নয়।

কিন্তু আপনার মনের মতো ত্বকের উজ্জ্বলতা পাচ্ছেন কি?

এখন আর বাজারচলতি বিজ্ঞাপনের চমকে না গিয়ে ঘরে বসেই ফুল দিয়ে আপনার পরিচর্যা করুন।

প্রকৃতির সবচেয়ে সুন্দর উপাদান কাজে আসুক আপনাকে সুন্দর করে তুলতে।

সূর্যমুখী ফুলের প্যাক

আমাদের এখানে সূর্যমুখী ফুল পাওয়া এখন আর কোনও ব্যাপারই নয়।

আপনার মুখ সুন্দর করে তুলতে, সুন্দর ত্বক পেতে এই সূর্যমুখী ফুলকেই ব্যবহার করুন।

এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট উপাদান আপনার মুখ টানটান রাখে। ফলে বয়সের ছাপ তাড়াতাড়ি ত্বকে আসে না।

উপকরণ

সূর্যমুখী ফুলের পাপড়ি, ১ চামচ চিনি।

পদ্ধতি

একটি পাত্রে ফুলের পাপড়ি, চিনি নিয়ে তার সঙ্গে একটু জল মিশিয়ে খানিক ক্ষণ রেখে দিন।

এবার এই মিশ্রণটা মুখে লাগিয়ে নিন। হাল্কা হাতে ঘষুন।

এবার ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

দেখবেন এতে সঙ্গে সঙ্গে আপনি আপনার মুখে একটা জেল্লা দেখতে পারবেন।

কাঁঠাল চাপা ফুলের প্যাক

কাঁঠাল চাপা ফুলের অসাধারণ গন্ধ আমাদের কারই বা ভালো লাগে না?

কিন্তু গন্ধের পাশাপাশি আমাদের ত্বকের জন্যও খুব উপকারী এই ফুল।

আমাদের ত্বক মোলায়েম করতে কিন্তু এই ফুল খুব কার্যকরী।

উপকরণ

৬টা ফুল, ২ চামচ বেসন, জল।

পদ্ধতি

একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে বেসন নিয়ে ভালো করে মেশান।

এর মধ্যে এবার ফুলের পাপড়িগুলি দিয়ে দিন। কিছুক্ষণ রেখে মুখে ব্যবহার করুন।

তারপর হাল্কা হাতে মুখ ঘষে ধুয়ে নিন। এটা সপ্তাহে দু দিন করুন। দেখবেন খুবই উপকার পাবেন।

গোলাপের ফেসপ্যাক

গোলাপ ফুল যে আমাদের ত্বকের জন্য অনেক উপকারী সেটা তো আমরা জানিই।

আমরা অনেকে গোলাপ জল টোনার হিসেবে ব্যবহার করি।

এবার সেই গোলাপ ফুলের প্যাক ব্যবহার করুন আপনার ত্বক সুন্দর করে তুলতে।

উপকরণ

গোলাপ পাপড়ি গুঁড়ো, ৩ চামচ দুধ, ময়দা ২ চামচ।

পদ্ধতি

বাড়িতে গোলাপ ফুল শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিন।

সেখান থেকে তিন চামচ নিয়ে তার সঙ্গে দুধ আর ময়দা মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করুন।

সেই পেস্ট এবার মুখে মাখুন। তারপর ১৫ থেকে ২০ মিনিটের জন্য ছেড়ে দিন।

শুকিয়ে আসলে ধুয়ে নিন ঠাণ্ডা জল দিয়ে।

এটা আপনি সপ্তাহে এক দিন করুন। খুব ভালো ফল পাবেন।

জবা ফুলের প্যাক

জবা ফুল চুলের জন্য উপকারী এটা তো সবাই জানেন।

কিন্তু আপনার ত্বকের জন্যও যে জবা ফুল অনবদ্য তা জানেন কি?

না জানলে আজকের এই পদ্ধতি মেনে ব্যবহার করেই দেখুন। হাতেনাতে ফল পাবেন।

উপকরণ

একটি পাত্রে সব কটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন।

৫-৬টা জবা ফুলের পাপড়ি, ২ চামচ মুলতানি মাটি, ৩-৪টা গোলাপ পাপড়ি, ১ চামচ দই।

পদ্ধতি

তারপর মুখে মেখে রেখে দিন শুকিয়ে যাওয়া পর্যন্ত।

একবার শুকিয়ে গেলে জল দিয়ে হাল্কা হাতে স্ক্রাব করুন।

তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দু দিন করতেই পারেন এটা।

পদ্ম ফুলের প্যাক

আগেকার দিনে রানিরা নিজেদের সৌন্দর্যের জন্য পদ্ম ফুলের উপরই নির্ভর করতেন।

তা আপনিও চান নাকি সেই রাজকীয় সৌন্দর্য? তাহলে আজই পদ্ম ফুলের এই প্যাকটি বাড়িতে বানান।

উপকরণ

কয়েকটি পদ্ম পাপড়ি, ৩ চামচ দুধ, কয়েক ফোঁটা আমন্ড অয়েল।

পদ্ধতি

একটি মিক্সিতে পদ্ম পাপড়ি নিয়ে তার সঙ্গে দুধ আর আমন্ড অয়েল দিয়ে মিশিয়ে নিন।

একটা পেস্ট তৈরি হবে। সেই পেস্টটা এবার আপনার মুখে লাগান।

হাল্কা হাতে ম্যাসাজ করুন। তারপর খানিক ক্ষণ রেখে দিন।

এবার ঠাণ্ডা জলে ধুয়ে নিন। দেখবেন কয়েক দিন করার পরই কেমন রূপ খুলছে আপনার।

জুঁই ফুলের প্যাক

জুঁই ফুলের গন্ধ নিয়ে আর নতুন করে বলার কী আছে!

কিন্তু আপনি যদি সুরভিত সৌন্দর্য পেতে চান, তাহলে এখন থেকেই জুঁই ফুলের হাত ধরুন।

উপকরণ

কয়েকটি জুঁই ফুল, ২ চামচ দই, ১ চামচ সুগার।

পদ্ধতি

সবকটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন।

একটা পেস্ট মতো তৈরি হবে যেটা আপনার মুখে লাগাতে হবে।

তারপর ধুয়ে ফেলতে হবে। সঙ্গে সঙ্গে দেখবেন একটা সুন্দর মোলায়েম ত্বক পাচ্ছেন।

তাহলে এখন আর চিন্তা কিসের! ফুল দিয়ে আপনার ত্বক ফুলের মতোই সুন্দর করে তুলুন।

আর গ্ল্যামোজেন তো এমনই ভালো ভালো টিপস নিয়ে হাজির হচ্ছেই।