Search
Close this search box.

চুল ওঠা বন্ধ করার উপায়

চুল ওঠার ভয়ে একটা সময় আমি চিরুনি দিয়ে চুল আচড়াতে ভয় পেতাম।

অনেক কিছু করেও কোন সমাধান পাইনি।

কিন্তু আজ খুশি মনে চুল আচরাই।

নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে কি ব্যবহার করে আমি এই সমস্যা থেকে মুক্তি পেয়েছি?

সেটা বলতেই আজকের লেখা। মাত্র একমাসে আমি সমাধান পেয়েছি।

তবে নিয়মিত তা ব্যবহারও করেছি। আজও করি।

লেবু আর নারকেল তেল 

হ্যাঁ, ঠিকই পড়েছেন। লেবু ও নারকেল তেলের নিয়মিত ব্যবহার করার ফলে চুল ওঠার সমস্যা থেকে আমি মুক্তি পেয়েছি।

উপকরণ

  • একটি গোটা পাতি লেবু
  • হাফ বাটি উষ্ম গরম তেল

যেভাবে ব্যবহার করবেন 

রোজ যদি শ্যাম্পু করেন তাহলে রোজ স্নানের একঘণ্টা আগে ব্যবহার করবেন, না হলে সপ্তাহে তিন থেকে চারবার এটি ব্যবহার করতে পারেন।

গোসলের আগে একটি গোটা পাতি লেবুর রস ভালো করে সারা মাথায়, বিশেষ করে চুলের গোঁড়ায় লাগিয়ে নিন।

পনেরো থেকে কুড়ি মিনিট পর একদম হালকা গরম নারকেল তেল মাথার তালু থেকে শুরু করে পুরো চুলে লাগান।

তেল লাগানোর পর হাতের তালু দিয়ে ১০ মিনিট হেয়ার ম্যাসাজ করুন।

এভাবে একঘণ্টা রাখার পর ঠাণ্ডা পানিতে মাথা ধুয়ে নিন। ভালো ফল পেতে ওইদিন শ্যাম্পু করবেন না।

আর যদি বাইরে যাওয়ার থাকে তাহলে যেকোনো ধরনের মাইল্ড শ্যাম্পু করতে পারেন।

বলে দিলাম চুল পড়ার জ্বালা থেকে সহজে মুক্তি পাওয়ার ঘরোয়া টোটকা। নিয়মিত ব্যবহার করুন।