চুল উঠে মাথা টাক হয়ে যাওয়ার ভয় বোধ কমবেশি আমাদের সবারই আছে।
চুল উঠে যাওয়ার এই সমস্যার সমাধান পেতে আমরা অনেক চেষ্টাই করে থাকি।
আজ রইলো তেমনই কিছু টোটকা, টিপস, পরামর্শ। আশাকরি, আশাহত হবেন না।
নারিকেল এর দুধ চুল পড়া বন্ধ করে
চুল পড়া দ্রুত বন্ধ করতে নারিকেল এর দুধের কোনো বিকল্প নেই।
প্রথমে একটি নারিকেল কুড়িয়ে নিন। কুড়োনো নারিকেল পাটায় পিষে বা ব্লেন্ডার রস করে নিন।
এবার বাটা বা ব্লেন্ড করা নারিকেল একটা পরিষ্কার পাতলা কাপড়ের ওপর রেখে চিপে চিপে নারিকেল এর রস আলাদা করে ফেলুন ভালো করে।
এই নারিকেল রস বা দুধ চুলের গোঁড়ায় প্রতিদিন ম্যাসাজ করে লাগান।
চুল পড়া কমে যাবে আশাকরি।
ব্যবহার করুন মেহেদি ও টক দই এর প্যাক
এই হেয়ারপ্যাকটি আপনার চুলপড়া বন্ধ করবে জাদুকরি উপায়ে!
পরিমাণমতো মেহেদি বাটা বা মেহেদি গুঁড়া, ১টা ডিমের সাদা অংশ এবং ৩/৪ টেবিল চামচ টকদই একসাথে মিশিয়ে হেয়ারপ্যাক তৈরি করে ফেলুন।
এবার চুলের আগা থেকে গোঁড়া পর্যন্ত পুরো মাথায় এটি ম্যাসাজ করে লাগিয়ে রাখুন।
অন্তত ২/৩ ঘন্টা এভাবে রেখে দিন। এরপর শ্যাম্পু করে ফেলুন।
এটি সপ্তাহে ২বার ব্যবহার করলেই আপনার চুল পড়া কমে যাবে।
পেঁয়াজের রসে বন্ধ হবে চুল ওঠা
চুল উঠে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পেঁয়াজের রসও দারুণ কার্যকরী।
গোটা ১টা পেঁয়াজ রস করে নিন।
এবার এই রস চুলের গোঁড়া ও মাথার তালুতে ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে নিন।
১ ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
এটি শুধু আপনার চুল ওঠা বন্ধ করবে তাই নয়, বরং নতুন চুল গজাতেও সাহায্য করবে দারুণভাবে।
আর চুল ওঠা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না আপনাকে।
চুল ওঠা বন্ধ করতে সহজ উপায়গুলো তো এখন আপনার হাতের মুঠোতেই আছে!