Search
Close this search box.

চুল পড়া বন্ধ করতে ব্যবহার করুন মেথি ও তেজপাতা

অ্যান্টি- ড্যানড্রাফ শ্যাম্পু করেও কি খুশকি যাচ্ছে না?  চুল উঠছে অধিক মাত্রায়?

তাহলে দেরি না করে আজকের স্পেশাল টিপস ব্যবহার করা শুরু করে দিন।

মেথির প্যাক

চুলের যেকোনো সমস্যায় মেথি কিন্তু দারুণ কাজ দেয়।

ইনফেকশন থেকে চুল পড়ার সমস্যা যদি হয়ে থাকে, তাহলেও মেথিকে আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন।

উপকরণ

  • নারিকেল তেল ১/২ কাপ
  • মেথি দানা  ২ চামচ

পদ্ধতিঃ

  • মেথি দানা ক্রাশ বা গুঁড়ো করে নিন।
  • এরপর নারিকেল তেল গরম করে ওতে ক্রাশ করা বা গুঁড়ো করা মেথি দানা মেশান।
  • এই তেলের মিশ্রণটা ৫ মিনিট রেখে ঠাণ্ডা করে ছেঁকে নিন।
  • তারপর ভালো করে ম্যাসাজ করে স্ক্যাল্পে লাগান।
  • ঘণ্টা দুয়েক রেখে মাথা ধুয়ে ফেলুন।
  • সপ্তাহে অন্তত তিনদিন কিন্তু এটা করতেই হবে।

তেজপাতার প্যাক

এত সস্তায় পুষ্টিকর ঘরোয়া উপায় আপনি আর পাবেন না।তেজপাতা সবারই রান্নাঘরে থাকে।

তাই ইচ্ছে মতো ব্যবহার করতেই পারেন।

উপকরণ

  • তেজপাতা ৫-৬ টা
  • পানি ২ কাপ

পদ্ধতি

  • তেজপাতা পানিতে ফুটিয়ে নিন।
  • ৩০ মিনিট চাপা দিয়ে রাখুন।
  • তারপর ছেঁকে নিয়ে ঠাণ্ডা হয়ে গেলে মাথার চুলে লাগান।
  • ২ ঘণ্টা মতো রেখে ধুয়ে ফেলুন।
  • এটা আপনি রোজই করতে পারেন।
  • ফাঙ্গাল ইনফেকশন, ইচি স্ক্যাল্প, খুশকির সমস্যা সবকিছু থেকে মুক্তি পাবেন।