Search
Close this search box.

চুলে তেল লাগানোর কতক্ষণ পর শ্যাম্পু করা উচিত?

চুলে তেল আমরা সবাই মাখি। কিন্তু সেটা সঠিক নিয়ম মেনে তো?

ভাবছেন চুলে তেল মাখারও আবার সঠিক নিয়ম আছে নাকি? হ্যাঁ তা আছে।

আমরা চুলে তেল মাখি চুলে পুষ্টির জন্য।

এছাড়াও তেলের আরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে চুলকে ভালো রাখার ক্ষেত্রে।

তাই যেমন তেমন ভাবে তেল মাখলে কিন্তু কোন লাভ হয় না।

শ্যাম্পু করার জাস্ট আগে তেল মেখেও কোন লাভ হয় না।

তেল মাখার পর কিছুটা  সময় দেয়া দরকার

ঠিক মত তেল লাগালে অকালে চুল ঝরা কমে, আর চুল ভালো থাকে।

তাই শ্যাম্পু করার ঠিক আগেই না, অন্তত একঘণ্টা আগে চুলে তেল মাখা উচিত। যাতে মাথায় তেলটি বসে।

স্ক্যাল্পে যত তেল বসবে তত চুল পুষ্টি পাবে।

সব থেকে ভালো হয় যদি আগের দিন রাতে তেল মাখতে পারেন এবং পরের দিন শ্যাম্পু করে নিতে হবে।

তাহলে অনেকটা  সময় মাথায় তেলটা থাকবে এবং চুলও পুষ্টি পাবে।

তেল মেখেই যদি সঙ্গে সঙ্গে চুল শ্যাম্পু করে ফেলা হয়। তাহলে সব তেল ধুয়ে যায়।

তেল তার কোন কাজই করতে পারে না। আর আমরা ভাবি ভালো তেল মাখা সত্ত্বেও কেন চুল ঝরে।

কারণ তেল কাজ করার আগেই আমরা ধুয়ে ফেলি।

আবার অনেকক্ষণ রাখার জন্য তেল মেখে বাইরে না বের হওয়াই ভালো।

কারণ তেল মাখা স্ক্যাল্পে নোংরা জমবে। তাই বাইরে যাওয়ার আগে শ্যাম্পু করে নিন।

আগের দিন রাতে তেল মেখে শুয়ে পড়ুন। আর সকালে ধুয়ে নিন।

চুলের যত্নে তেলের জুড়ি মেলা ভার

কারণ তেল হল চুলের খাদ্য।

অনেকের চুল লম্বা হলেও নিষ্প্রাণ থাকে। এই নিষ্প্রাণ চুলে প্রান আনতে তেল মাখতেই হবে।

তেল চুলের রুক্ষতা কমিয়ে চুলকে প্রাণোচ্ছল করে তোলে। চুলের আগা ফাটা  নিয়ন্ত্রণ করে।

কিন্তু এই কাজগুলি করার জন্যও তেলকে কিছুটা সময় দিতে হয়।

সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে কিছুই হয় না।

যাদের খুব রোদে বেরতে হয় তাদের রোদ লেগে চুল লালচে হয়ে যায়।

এই লালচে ভাবও নিয়ন্ত্রণ করে তেল।

এছাড়াও চুলের ঘনত্ব কমে গেলে, চুলের ঘনত্ব বাড়াতে তেলের মত উপকারী জিনিস আর কিছু হয় না।

এছাড়াও যাদের খুব খুশকির সমস্যা তারা যদি নিম তেল বা তিল তেল লাগিয়ে একঘণ্টা রাখেন তাদের এই  সমস্যা দূর হবে।

যদি সারা রাত লাগাতে পারেন তাহলে আরও ভালো। কিন্তু তেল মাখার  সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে হবেনা।

চুলকে ঘন কালো করার জন্য আমরা আজকাল খুব হেয়ার ডাই ব্যবহার করি।

কিন্তু জানি না বাড়িতেই আছে তার সমাধান। তেলই এই সমস্যার সমাধান করে। বা চুলকে মসৃণ করা।

সবই করবে তেল। অনেক সময় দেখা যায় অনেকের মাথায় ছোট ছোট ফুসকুড়ি হয় মাথার ভেতরে।

লবঙ্গ তেল মাখলে এতে লাভ  হয়।

কিন্তু কিছুক্ষণ ম্যাসাজ করতে হয়। কিছুক্ষণ রাখতে হয়। তবেই কাজ হবে।

চুল ঝরে যাচ্ছে অতিরিক্ত? ভালো করে তেল মাখুন।

সে আপনি যদি চুল পরার জন্য ব্যবহার করেন কোন বিশেষ তেল সেটিও ভালো করে কিছুক্ষণ ম্যাসাজ করতে হবে।

তারপর একঘণ্টা বা পারলে সারারাত রাখতে হবে। তেল মেখেই ১০ মিনিটের মধ্যে স্নান করে নিলে, তেল স্ক্যাল্পে প্রবেশ করতে পারে না।

সমস্ত তেল ধুয়ে যায় জলের সঙ্গে। তার ফলে খুব ভালো দামি তেল ব্যবহার করার পরেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না।

চুলের সমস্যায় আজকাল বেশিরভাগ মানুষই ভোগেন।

সমস্ত সমস্যা থেকেই মুক্তি দিতে পারে আপনার ছোট্ট তেলের বোতলটি। যদি আপনি একটু যত্ন করে মাখেন।

আজকাল সময়ের অভাবে আমরা চুলে তেলও ঠিক করে মাখিনা।

আর তার পর অনেক অর্থ ব্যায় করে, অনেক প্রোডাক্ট ব্যবহার করেও তেমন কোন লাভ হয় না সবসময়।

তাই চুলকে ভালো রাখতে গেলে আর কিছু না তেল মাখুন। আর একটু সময় দিন যাতে তেল তার পুরো কাজ করতে পারে।