Search
Close this search box.

ঘরে বসেই করুন হেয়ার স্পা

আজকাল চুলে আমরা অনেক কিছুই করি। পার্লারে গিয়ে অনেকটা সময় ব্যায় করি।

অনেক প্রোডাক্ট ব্যবহার করি কিন্তু তেমন ভালো ফল সবসময় পাওয়াও যায় না।

অনেক সময় আমরা সঠিক প্রোডাক্টটি বেছে নিতেও পারিনা।

তার ফলে অতিরিক্ত ক্ষতিকর ক্যামিকাল আমাদের চুলকে আরও বেশি ড্যামেজ করে দেয়।

কিন্তু বাড়িতেই যদি কিছু ঘরোয়া উপায়ে প্রাকৃতিক ভাবে চুলকে ভালো রাখার চেষ্টা করি, তাহলে চুলের ক্ষতিও হয়না।

ধীরে ধীরে চুল ভেতর থেকে সুন্দর হয়ে ওঠে। আর এখন চুলকে ভালো রাখার জন্য চলে এসেছে হেয়ার স্পা কনসেপ্ট।

যেটি চুলকে ভালো রাখতে খুবই উপকারি।

তাই আজ শেয়ার করবো বাড়িতে বসেই কিভাবে হেয়ার স্পা করা যায়।

১. প্রথম ধাপ হলো তেল ম্যাসাজ

হেয়ার স্পা করার প্রথম ধাপ হল তেল ম্যাসাজ। ভালো করে তেল ম্যাসাজ করতে হবে স্ক্যাল্পে।

সেটা অলিভ অয়েল বা নারকেল তেল হতে পারে। এটি ১৫ মিনিট করতে হবে।

ভালো করে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে।

২. চুলকে স্টিম করতে হবে

ভালো করে তেল ম্যাসাজ করার পর, এবার চুলকে স্টিম করতে হবে।

দুরকম ভাবে করা যায়। এখন বাজারে হেয়ার স্টিম করার জন্য হেয়ার স্টিমার পাওয়া যায়।

সেটা বা ঘরোয়া ভাবে করতে পারেন।

তার জন্য, একটু গরম জলে একটা তোয়ালে ভিজিয়ে নিয়ে নিংড়ে তোয়ালে থেকে পানিটা বার করে দিতে হবে।

তারপর সেটি ভালো করে মাথায় জড়িয়ে রাখতে হবে ১০ থেকে ১২ মিনিট। খেয়াল রাখতে হবে যাতে পুরো চুলটা কভার হয়।

৩. মাইলড শ্যাম্পু ব্যবহার করতে হবে 

এরপর এই তেলটা পরিষ্কার করতে হবে। তার জন্য মাইলড শ্যাম্পু ব্যবহার করলে ভালো।

ভালভাবে শ্যাম্পু করার পর, চুলকে কন্ডিশনিং করতে হবে। কন্ডিশনার ব্যবহার করতে পারেন।

বা চায়ের লিকার তার সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন।

বা অন্য কোনো ঘরোয়া কন্ডিশনার তৈরি করে নিতে পারেন। সেটি কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

৪. হেয়ার প্যাক 

এর পরের ধাপ হল হেয়ার প্যাক। বাড়িতে কিছু ঘরোয়া প্যাক তৈরি করে লাগাতে পারেন।

খুব ভালো ফল পাবেন। অনেক রকম ভাবেই তৈরি করা যায়।

একটা বাটিতে একটা বা দুটো ডিম, তার সঙ্গে মধু, আর একটু নারকেল তেল।

ভালো করে মিশিয়ে পেস্ট বানান। এর সঙ্গে চাইলে পাকা কলা যোগ করতে পারেন।

এই পেস্টটি ২০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।

এছাড়াও ব্যবহার করতে পারেন দুধ ও মধু। একটি জায়গায় দুধ ও মধু ভালো করে মিশিয়ে পুরো চুলে লাগান।

১৫ থেকে ২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এতে চুল নরম ও গ্লোয়িং হবে।

এছাড়াও শসার প্যাক ব্যবহার করতে পারেন। এর জন্য কয়েক টুকরো শসা, ডিমের সাদা অংশ, আর একচামচ অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানান।

এবার পুরো চুলে ভালো করে লাগিয়ে ১৫ থেক ২০ মিনিট রাখুন। এরপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

একটি পাকা কলা, অলিভ অয়েল, ও ডিম মিশিয়ে প্যাক বানান।

তারপর এটি ২০ থেকে ২৫ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। মাইলড শ্যাম্পু হলে ভালো হয়।

নারকেল তেল ও ডিমের প্যাকও ব্যবহার করতে পারেন।

একটু নারকেল তেল ও ডিম মিশিয়ে সেটি পুরো চুলে ভালো করে লাগান।

তারপর ২০ থেকে ২৫ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। হেয়ার প্যাক লাগিয়ে শ্যাম্পু করার পর হালকা কন্ডিশনার লাগিয়ে ধুয়ে ফেলুন।

এই কয়েকটি স্টেপ করে খুব সহজেই বাড়িতে হেয়ার স্পা করা যায়। এতে খরচও কম হয়।

আবার ভালো ফলও পাওয়া যায়। শুধু চাই নিজের জন্য একটু সময়।

তাই চুলকে সুন্দর রাখতে, নিজের জন্য একটু সময় বার করে, বাড়িতেই করুন হেয়ার স্পা।