সাবস্ক্রাইব করুন আমাদের ব্লগ

Egestas eu molestie lacus, rhoncus, gravida aliquet sociis vulputate faucibus tristique odio

ন্যাচারাল হেয়ার গ্রোথ থেরাপির কার্যকারিতা

Table of Contents

বৈজ্ঞানিক যুক্তিতে, প্রতিদিন ৮০ থেকে ১০০ টা চুল ঝরে পড়া স্বাভাবিক ব্যাপার।

পড়ে যাওয়া চুল আবার নতুন করে গজায়, তাই প্রতিদিন এই পরিমাণ চুল পড়া কোনরকম আতঙ্কের সৃষ্টি করে না।

কিন্তু ঝামেলা তখনই হয় যখন চুল নতুন করে গজানোর নাম করেনা কিন্তু অবিরাম ঝরতে থাকে।

ঘরোয়া পদ্ধতিতে সবসময় চুল ঝরে পড়া আটকানো সম্ভব হয় না।

চুল পড়ার পিছনে অনেকগুলো কারণ কাজ করে।

বৃদ্ধ বয়স ছাড়াও ডায়াবেটিস জাতীয় রোগে শরীরের অভ্যন্তরীণ স্বাভাবিক কার্যক্রম ব্যহত হয় বলে চুল পড়তে থাকে অস্বাভাবিকভাবে।

তাছাড়া দীর্ঘদিন ধরে অসুখে ভুগলে বা কঠিন কোন রোগে ভুগলেও চুল ঝরে যায়৷ এছাড়াও শরীরে পুষ্টির অভাব, বংশগত, অতিরিক্ত দুশ্চিন্তা, চিকিৎসা জনিত কারণেও।

যেমন কেমোথেরাপি বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া চুল পড়ে যায় এবং নতুন করে গজায় না।

পুরুষ এবং মহিলাদের মাথায় চুল পড়ার ধরণ বিভিন্ন হয়।

এরকম পরিস্থিতিতে নতুন করে চুল গজানোর জন্য মিনোক্সিডিল, ফিন্যাস্টেরাইড নামের বিভিন্ন রকমের ওষুধ আছে।

আবার হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি, লেজার হেয়ার থেরাপির মত চিকিৎসাও আছে।

আজকে থাকছে লেজার হেয়ার থেরাপি নিয়ে বিস্তারিত আলোচনা।

জানতে পারবেন হেয়ার থেরাপি কি, এটি চুলের যত্নে সত্যি কি কার্যকরী না বিপদ বাড়িয়ে দেয় ইত্যাদি।

হেয়ার থেরাপি কি?

হেয়ার থেরাপিকে অনেকে লেজার হেয়ার খেরাপি, রেড লাইট থেরাপি, কোল্ড লেজার থেরাপি, লো-লেভেল লেজার হেয়ার থেরাপি বা লো-লেভেল হেয়ার থেরাপি নামে চিনে থাকেন।

বর্তমান চিকিৎসা বিশ্বে লেজার হেয়ার থেরাপির কদর ক্রমশই বাড়ছে।

এই ধরণের চিকিৎসা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জারির চাইতে একদম আলাদা এবং নিরাপদ।

এই থেরাপি চুলের গোড়া শক্ত করে, চুল পড়া কমায়, চুলকে মোটা ও সুন্দর করে।

যাদের চুল অনবরত পড়ে যাচ্ছে তারা হেয়ার থেরাপি নিতে পারেন। পুরুষের মাথায় একটি বিশেষ প্যাটার্নে চুল ঝরে টাক পড়ে যায়।

ডিহাইড্রোটেস্টস্টেরন বা ডিএইচটি হরমোনের কারণে চুলের ফলিকল দুর্বল হতে শুরু করে, চুল গজানো বন্ধ হয়ে যায়, চুল পাতলা হয়, এবং সবশেষে পড়ে যায়।

যারা বংশগতভাবে এরকম ‘মেইল প্যাটার্ন ব্যাল্ডনেসে’ চুল হারাচ্ছেন তারাও হেয়ার থেরাপি নিতে পারবেন। নারী ও পুরুষ সবার জন্যই এই থেরাপি সমানভাবে কার্যকর।

হেয়ার থেরাপিতে বিভিন্ন ধরণের জিনিস ব্যবহার করা হয়। রিগ্রোথ ক্যাপ, লেজার ব্যান্ড-চিরুনি-হেলমেট ইত্যাদি দিয়ে এক্সপার্টরা থেরাপি দিয়ে থাকেন।

এগুলো ছাড়াও আরো ডিভাইস আছে, ওষুধ আছে, আবার বিশেষ ধরণের শ্যাম্পুও আছে হেয়ার থেরাপির অংশ হিসেবে।

হেয়ার থেরাপি কিভাবে কাজ করে?

হেয়ার থেরাপিতে লেজার লাইট নিম্ন মাত্রায় ব্যবহার করা হয় এবং আলো থেকে নিঃসৃত ফোটন স্ক্যাল্পের কোষগুলোতে বিকিরণ করা হয়।

মাথার ত্বকের দুর্বল কোষগুলো ফোটনগুলো গ্রহণ করে শক্তি ফিরে পায়, পুনরায় কাজ করতে শুরু করে, এবং চুল গজাতে সাহায্য করে।

ডিএইচটি-র মত ক্ষতিকারক অ্যান্ড্রোজিন হরমোনকেও ব্লক করে দেয় এই ফোটন।

লেজার হেয়ার থেরাপি স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়িয়ে নতুন চুলের জন্মকে ত্বরান্বিত করে।

মিনোক্সিডিল নামক ওষুধও রক্ত সঞ্চালনের কাজটি করে থাকে।

তাই লেজার হেয়ার থেরাপিকে অনেকে মিনোক্সিডিলের বিকল্প হিসেবে ব্যাখ্যা দেন।

তবে হেয়ার থেরাপি শুধু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে, সবসময় না।

যারা চুল পড়া সমস্যার প্রাথমিক ধাপে আছেন শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এটি সুদূরপ্রসারী ফলাফল এনে দেয়।

একটি গবেষণায় দেখা গেছে, ১৮ থেকে ৪৮ বছর বয়সী নারী-পুরুষ যাদের চুলের গ্রোথ ৪০ শতাংশের কম, তারা হেয়ার থেরাপি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন।

এবারে আমরা জানব হেয়ার থেরাপির উপকারিতা এবং অপকারিতা সম্বন্ধে।

হেয়ার থেরাপির উপকারিতা

  • হেয়ার থেরাপির সবচাইতে বড় উপকারিতা হচ্ছে, এটা স্ক্যাল্পের গভীরে গিয়ে ফলিকলকে শক্ত করে চুল পড়া আটকায়।
    এতে করে আপনি দীর্ঘসময় পর্যন্ত চুল বড় রাখতে পারবেন।
    যারা বংশগত কারণে পাতলা চুল নিয়ে দিন কাটাচ্ছেন তারাও ভালো ফল পাবেন।
  • যেহেতু এই থেরাপি ফলিকলের শক্তি বৃদ্ধি করে, সেহেতু চুল মোটা ও স্বাস্থ্যোজ্জ্বল হয়।
  • থেরাপি ব্যবহার করা সত্ত্বেও যদি আপনার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জারির দরকার পড়ে, তাহলে থেরাপির প্রভাব এতটুকু কমবে না।
    বরং সার্জারির সাথে মিলে আপনার চুলকে আরো সুন্দর দেখাবে। কারণ থেরাপির কল্যাণে ততদিনে আপনার চুল ঝরা সুন্দরভাবে কমেছে।
    এরপরে সার্জারি করিয়ে বাড়তি চুল বসালে আপনার চুল আগের চাইতে অধিকতর ঘন দেখাবে।
  • শুধু হেয়ার থেরাপি অন্য কোন চিকিৎসার দরকার পড়বে না, তাই ঝামেলাও কমবে অনেকটা।
  • লেজার হেয়ার থেরাপি বিশেষ মেশিনের মাধ্যমে করা হয়।
    তাই সার্জারির মতো মাথার ত্বকে কাটাছেঁড়ার দরকার হয় না, ব্যথা অনুভব হয় না।
    আবার হেয়ার থেরাপির কোন বাজে পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

বিশেষ টিপস

  • যদিও এটা চুল ঝরা কমায়, চুল নতুন করে গজানোর ক্ষেত্রে কোন নিশ্চয়তা দেয় না।
    আপনি যদি পড়ে যাওয়া চুল নতুন করে গজানোর আশায় হেয়ার থেরাপির শরণাপন্ন হোন, খুব একটা লাভবান হবেন না।
  • থেরাপি ব্যবহারে ফলাফল দৃশ্যমান হতে বেশ খানিকটা সময় লাগে।
    এতে আপনি খুব সহজে ধৈর্য্য হারিয়ে ফেলবেন, মাঝপথে থেরাপি বন্ধ করে দিতে পারেন।
  • চুল পড়া কমানোর জন্য অন্যান্য ওষুধ ঠিক যতটা ব্যবহৃত হয়, হেয়ার থেরাপি ততটা ব্যবহৃত হয় না।
    কারণ থেরাপির শরণাপন্ন হন এমন মানুষের সংখ্যা কম।
    তাই হেয়ার থেরাপি সত্যিই চুলের জন্য কার্যকরী কিনা এটা বোঝার কোন উপায় নেই।
    আপনি হয়তো থেরাপি ব্যবহার করে কোন ফল পাননি কিন্তু অন্য একজন ঠিকই পেয়েছেন।
    তাই কখন এবং কি কি কারণে হেয়ার থেরাপি কাজ করেনা সেটা বোঝা একটু মুশকিল।
  • মাঝে মাঝে কিছু ওষুধ হেয়ার থেরাপির সাথে সংঘর্ষ তৈরি করতে পারে।
    আপনি যদি আগে থেকেই এমন কোন ওষুধ খাচ্ছেন যেটার ফটোসেনসিটাইজিং ইফেক্ট আছে, তাহলে আপনার আলোর প্রতি সংবেদনশীলতা তৈরি হবে।
    ফলস্বরূপ লেজার হেয়ার থেরাপির আলো আপনার সহ্য হবে না।
  • হেয়ার থেরাপি ব্যবহারে বেশ কিছু টাকা খরচ হয়। আপনার যদি বাজেটের চিন্তা থাকে তাহলে এই রাস্তায় না হাঁটাই উত্তম।

তাহলে উপায়?

হেয়ার থেরাপি চুল পড়া রোধ করার অন্যান্য চিকিৎসার চাইতে তুলনামূলকভাবে নিরাপদ।

আপনি যদি হেয়ার থেরাপি নিতে আগ্রহী হন, অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করতে ভুলবেন না।

আপনার চিকিৎসক আপনার শারীরিক অবস্থা, দৈনন্দিন জীবনযাপন, চুল পড়ার ধরণ, চুলের গ্রোথ রেট, বংশ ইতিহাস, খাদ্যাভাস ইত্যাদি পর্যাপ্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবেন আপনার স্ক্যাল্প থেরাপি নেয়ার জন্য প্রস্তুত কিনা এবং নিলে কতটুকু সফল হবে।

পরীক্ষা-নিরীক্ষার পরে হয়তো দেখা যাবে আপনার থেরাপির দরকার নেই বা সার্জারি করতে হবে।

আপনি যে ট্রিটমেন্টই নিন না কেন, সঠিকভাবে কোর্স কমপ্লিট করলে অবশ্যই চুলের হারানো সৌন্দর্য ফিরে পাবেন।

পছন্দের ক্যাটাগরিতে পড়ুন

  • All
  • Uncategorized
  • ইনস্ট্যান্ট স্টাইলিং
  • করোনায় করণীয়
  • চুলের যত্ন
  • চোখের মেকআপ
  • চোখের যত্ন
  • ট্রেন্ডিং
  • ঠোঁটের মেকআপ
  • ঠোঁটের যত্ন
  • ত্বকের যত্ন
  • নাগরিক কোলাহলে নারী
  • নারী তুমি অনুপ্রেরণা
  • নারীকথন
  • নারীর মনের কথা
  • নারীস্বাস্থ্য
  • নেইল আর্ট
  • পুরুষকথন
  • ফিটনেস
  • ফ্যাশন
  • বডি মেকআপ
  • বিউটি টিপস
  • বেসিক টিপস
  • বেসিক মেকআপ
  • মা ও শিশুর যত্ন
  • মেকআপ
  • মেকআপ টিউটোরিয়াল
  • মেন্টাল টিপস
  • রিভিউ
  • রেসিপি
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • হেয়ার স্টাইল
  • হেলথ টিপস
স্বাস্থ্য বার্তা

এই বর্ষায় শিশুকে সুস্থ রাখতে যা করবেন

কখনও কখনও একপশলা বৃষ্টির দেখা মিলছে ঠিকই, কিন্তু গ্রীষ্মের দাবদাহ আর ভ্যাপসা গরম এখনও কাটেনি। আর এমন আবহাওয়ায় শিশুরা আক্রান্ত
স্বাস্থ্য বার্তা

এজমা থেকে বাঁচার উপায়

আবহাওয়া পরিবর্তনের ফলে বছরের যে কোনো সময়েই এজমা সমস্যা বাড়তে পারে। এই রোগ বেশিরভাগ ক্ষেত্রেই বংশগত।  তবে কিছু প্রাকৃতি উপাদান
স্বাস্থ্য বার্তা

পানিবাহিত রোগ থেকে রক্ষা পেতে যা করবেন

প্রায়ই এখন বৃষ্টি হচ্ছে। কখনও মুষলধারে তো কখনও থেমে থেমে। সঙ্গে রয়েছে গরমের আনাগোনাও। বন্যা আর জলাবদ্ধতাও দেখা দিয়েছে অনেক
Share the Post:

Related Posts

এজমা থেকে বাঁচার উপায়

আবহাওয়া পরিবর্তনের ফলে বছরের যে কোনো সময়েই এজমা সমস্যা বাড়তে পারে। এই রোগ বেশিরভাগ ক্ষেত্রেই বংশগত।  তবে কিছু প্রাকৃতি উপাদান

Read More

Join Our Newsletter