Search
Close this search box.

গোলাপজল বানানোর ঘরোয়া উপায়

রূপচর্চা কিংবা রান্নাবান্নায় তো গোলাপজল দিব্যি ব্যবহার করে যাচ্ছেন।

কিন্তু কোনটা আসল গোলাপজল আর কোনটা নকল সেটা বুঝতে পারছেন কি?

আর বাজারের তৈরি গোলাপজলে কেমিক্যালের কথা না হয় বাদই দিলাম!

তাহলে কেমন হবে যদি ঘরে বসেই আপনি বানিয়ে ফেলতে পারেন বিশুদ্ধ গোলাপজল?

ঘরে বসেই তৈরি করুন গোলাপজল

বাজারের কেমিক্যালযুক্ত গোলাপজল ব্যবহার না করে এখন থেকে আপনি নিজেই ঘরে বসে বানাতে পারবেন বিশুদ্ধ গোলাপজল।

তাহলে আসুন জেনে নেই কিভাবে আপনি ঘরেই গোলাপ জল তৈরি করতে পারবেন!

তাজা গোলাপের পাপড়ি দিয়ে

উপকরণ

১) ফ্রেশ গোলাপের পাপড়ি ১/২ কাপ

২) ফুটানো বা বিশুদ্ধ পানি আধা লিটার

গোলাপজল আপনি বিভিন্নভাবে তৈরি করতে পারেন।

যেমন তাজা গোলাপের পাপড়ি দিয়ে আপনি বানাতে পারেন গোলাপজল।

তবে নিশ্চিত হয়ে নিবেন গোলাপে যেন কোনো রকম কীটনাশক বা কেমিক্যাল দেয়া না থাকে।

আর আলাদা জাতের পাপড়ি নেয়া যাবে না, এতে গোলাপজলের ঘ্রাণ নষ্ট হয়ে যেতে পারে।

এবার গোলাপের পাপড়িগুলো একটি পরিষ্কার পাত্রে নিন।

পাত্রে বিশুদ্ধ পানি ঢালুন এবং পাত্রটির মুখ ঢেকে হাল্কা আঁচে জ্বাল দিন।

খেয়াল রাখতে হবে এই আঁচে কোনোভাবেই যেন গোলাপ সিদ্ধ না হয়ে যায় বা পানি ফুটতে না শুরু করে।

১০-১৫ মিনিট এভাবে রেখে পানি হালকা লালচে হয়ে আসলে নামিয়ে ফেলুন।

ছাঁকনি দিয়ে পানি থেকে পাপড়ি আলাদা করুন।

এবার এই পানি স্বাভাবিকভাবে ঠান্ডা করে সেটি বোতলে ভরে ফ্রিজে রেখে দিন।

ব্যাস, হয়ে গেলো আপনার গোলাপজল তৈরি।

আর এই গোলাপজল আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন ১ সপ্তাহ পর্যন্ত।

শুকনো গোলাপের পাপড়ি দিয়ে

উপকরণ

১) ১ কাপ শুকনো গোলাপের পাপড়ি

২) বড় সাইজের গ্লাস বা জার

৩) ২ কাপ গরম করে নেয়া বিশুদ্ধ পানি

গ্লাস বা জারের মধ্যে গোলাপের শুকনো পাপড়ি নিন।

ফুটানো বা বিশুদ্ধ গরম পানি ধীরে ধীরে জারের ভেতর ঢালুন।

পাত্রের মুখ ঢেকে দিয়ে ১০/১৫ মিনিট পানি ঠান্ডা হতে রেখে দিন।

ঠান্ডা হয়ে গেলে ছাঁকনি দিয়ে পাপড়ি আলাদা করে অন্য কোনো জার বা বোতলে পানি ঢেলে নিন।

এই পানি আলাদা করে সাথে সাথে ফ্রিজে ঢুকিয়ে রাখুন।

ঠান্ডা হয়ে গেলে এই গোলাপজল আপনি ১ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

দেখলেন? কতো সহজে আপনি ঘরে বসেই বানিয়ে ফেলতে পারেন বিশুদ্ধ গোলাপজল!

আর সম্পূর্ণ কেমিক্যালমুক্ত হওয়ায় এই গোলাপজল আপনার রান্নার জন্য যেমন উপযোগী, তেমনি আপনার সুন্দর ত্বকের জন্যও নিরাপদ!